বয়স এখন ৯২৷ মোটের উপর একসময় যে দলের হয়ে মালয়েশিয়া শাসন করেছেন, সেদলের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন তিনি৷ উদ্দেশ্য দুর্নীতি দূর করা৷ রাজনীতিতে ফিরে এসে আবারো জিতলেন তিনি৷
বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হতে চলেছেন মাহাথির মোহাম্মদ৷ তাঁর নেতৃত্বাধীন বিরোধী জোট মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে অন্তত ১১২টি আসন জয় করেছে৷ মালয়েশিয়ার সংসদে আসন সংখ্যা ২২২টি৷ ফলে সরকার গঠনে কোনো বাধা নেই তাদের৷
এই জয়ের মাধ্যমে দেশটিতে ৬০ বছর ধরে ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনালের আধিপত্যের অবসান ঘটলো৷ সর্বশেষ নির্বাচনে দলটি পেয়েছে ৭৯টি আসন৷ দলটির নেতা বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রেজাকের দুর্নীতির কারণে মূলত রাজনীতিতে ফেরেন মাহাথির৷ তিনি চেয়েছেন এমন এক দুর্নীতিবাজের কাছ থেকে মালয়েশিয়াকে মুক্ত করতে৷ অথচ নাজিব যে দলের নেতা মাহাথিরও সেই দলেরই রাজনীতিবিদ ছিলেন৷
মালয়েশিয়ার প্রথম ইসলামি এয়ারলাইন
মুসলিম প্রধান মালয়েশিয়ায় ‘রায়ানি এয়ার’ নামে একটি বিমান সংস্থা কার্যক্রম শুরু করেছে৷ ইসলামি আইন-কানুন মেনে সংস্থাটি ফ্লাইট পরিচালনা করছে৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
আল্লাহ রাগ করেছেন তাই!
তিন কোটি মানুষের দেশ মালয়েশিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষ মুসলিম৷ তাদের একটি অংশ মনে করে, ইসলামি নিয়ম-কানুন মেনে না চলায় আল্লাহ রাগ করেছেন বলেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ ৩৭০’ ও ‘এমএইচ ১৭’ ফ্লাইট দুটি দুর্ঘটনার শিকার হয়েছে! সেই থেকে দেশটিতে একটি ইসলামি এয়ারলাইন্সের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন মুসলমানদের ঐ অংশটি৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
প্রথম যাত্রা
রবিবার (২০ ডিসেম্বর, ২০১৫) ‘রায়ানি এয়ার’-এর প্রথম ফ্লাইট কুয়ালালামপুর থেকে কোতা বারু-তে যায়৷ ৫৫ মিনিটের এই ফ্লাইট শুরুর আগে কোরানের আয়াত তেলাওয়াত করা হয় এবং যাত্রীদের হালাল খাবার পরিবেশন করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
ইসলামি পোশাক
ফ্লাইটের কেবিন ক্রু-রা ইসলামি রীতি অনুযায়ী পোশাক পরেন৷ তবে যাত্রীরা যে-কোনো পোশাকে বিমানে উঠতে পারবেন৷ পুরুষ ও নারীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
চাহিদা পূরণ
রায়ানি এয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাফর জামহারি বলেন, ‘‘অনেক মুসলিম মালয়েশিয়ান একটি ইসলামি এয়ারলাইনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে আমরা এটি চালু করেছি৷ তাই বলে আমরা কোনো পবিত্র এয়ারলাইন অথবা পবিত্র গন্তব্যে যাওয়ার কথা বলছি না৷ আমরা শুধু যাত্রীদের একটি বিকল্প ব্যবস্থা দিতে চেয়েছি৷ তবে আমরা সব ধর্ম ও জাতির যাত্রীদেরও স্বাগত জানাই৷’’
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
মালিক কিন্তু হিন্দু!
মালয়েশীয়দের এই ডাকে সাড়া দিয়েছেন এক হিন্দু দম্পতি৷ রবি আলাগেনড্রান ও তাঁর স্ত্রী কার্তিয়ানী গোবিন্দন৷ এয়ারলাইনের নামটি তাঁদের দু’জনের নামের অংশ থেকে নেয়া৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
যাত্রীদের প্রতিক্রিয়া
রায়ানি এয়ারের প্রথম ফ্লাইটে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন৷ তাঁদের বেশিরভাগই মুসলমান৷ এঁদের একজন ২৩ বছর বয়সি শিক্ষার্থী চে মাসনিতা আতিকাহ জানান, ‘‘এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আমি একজন মুসলিম৷ আর দ্বিতীয়ত, মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ৷’’ রায়ানি এয়ার বর্তমানে মালয়েশিয়ার তিনটি গন্তব্যে চলাচল করছে৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
এর আগে আরও তিনটি
রায়ানি এয়ার-এর আগে থেকে বিশ্বে আরও তিনটি ইসলামি এয়ারলাইন চালু আছে৷ এগুলো হচ্ছে, রয়েল ব্রুনাই এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ইরান এয়ার৷
ছবি: picture-alliance/AP Photo/J. Paul
7 ছবি1 | 7
ফলে নাজিব-মাহাথিরের মধ্যকার লড়াই ছিল এবারের নির্বাচনের মূল আকর্ষণ৷ আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির সেই লড়াইয়ে আবারো জয়ী হয়েছেন৷ এশিয়ার মধ্যে মালয়েশিয়া এখন যে অবস্থানে রয়েছে সেটা মাহাথিরই গড়ে দিয়েছিলেন৷ তাঁর জনপ্রিয়তাতে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি তা প্রমাণ হলো আবারো৷
নির্বাচনে জয়ের পর মাহাথির বলেছেন, ‘‘আমরা প্রতিশোধ নিতে চাই না, আইনের শাসন পুর্নপ্রতিষ্ঠা করতে চাই৷''
মাহাথিরের পক্ষে এই জয় অবশ্য সহজ ছিল না৷ বরং বুধবার নির্বাচনের দিনও তাঁর জোট পাকাতুন হারাপান দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে৷ অনেকে ভোটার লাইনে দাঁড়িয়ে থেকেও শেষমেষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছে জোটটি৷ আর বিদেশে বসবাসরত ভোটারদের ভোট দিতে পর্যাপ্ত সময় দেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে৷ মোটের উপর কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণায় ইচ্ছাকৃতভাবে দেরি করছিল বলে অভিযোগ করেছেন খোদ মাহাথির মোহাম্মদ৷
উল্লেখ্য, ১৯৮১ থেকে ২০০৩ সাল অবধি মালয়েশিয়ার শাসন করেছিলেন মাহাথির মোহাম্মদ৷ দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করতে ব্যাপক অবদান রাখেন তিনি৷ পাশাপাশি ক্ষমতায় থাকাকালে বিরোধী মতের উপর দমনপীড়ন চালানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ তা সত্ত্বেও দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ৷ ৯২ বছর বয়সে পুনরায় প্রধানমন্ত্রী হলেও বেশিদিন এই পদে থাকবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷