1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরেই নিউজিল্যান্ডকে জেতালেন ক্যাপ্টেন উইলিয়ামসন

সামীউর রহমান ঢাকা
১৩ অক্টোবর ২০২৩

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড৷ অন্যদিকে বাংলাদেশ পেয়েছে তিন ম্যাচে টানা দ্বিতীয় হার৷

Indien | ICC Men's Cricket World Cup in Chennai | Neuseeland - Bangladesch
উইলিয়ামসন ও মিচেলের জুটিতে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ডছবি: R. Satish BabuAFP

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান৷  জবাবে ৪২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড৷ ম্যাচসেরা হয়েছেন লকি ফার্গুসন৷

কেন উইলিয়ামসন সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই বছরের জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে৷ পরের ম্যাচটা খেলেছেন শুক্রবার৷ মাঝের এই লম্বা বিরতির কারণ হাঁটুর চোট৷ আইপিএলের এবারের মৌসুমের প্রথম ম্যাচেই ডান পায়ের এসিএল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের৷ অস্ত্রোপচার, পুনর্বাসন; সব মিলিয়ে ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা উইলিয়ামসন উদযাপন করেছেন দুর্দান্ত হাফসেঞ্চুরি দিয়ে৷ বাংলাদেশের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলার পর স্বেচ্ছায় মাঠের বাইরে চলে যান উইলিয়ামসন৷ তাতে অবশ্য ব্ল্যাকক্যাপদের জিততে কোনো সমস্যাই হয়নি৷ ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস মিলে শেষ করেছেন বাকি কাজটা৷

চোট আর আঘাত যেন পিছু ছাড়ছেই না উইলিয়ামসনের৷ ভারতের মাটিতেই, আহমেদাবাদে গুজরাট টাইটানসের হয়ে খেলতে নেমে এসিএল ইনজুরি হয় তার৷ প্রত্যাবর্তনের ম্যাচে ফিল্ডারের রান আউট প্রচেষ্টায় ছোঁড়া বল এসে লাগে তার বাম হাতের বুড়ো আঙ্গুলে৷ ফিজিও মাঠে এসে বেদনানাশক ওষুধ স্প্রে করে দেবার পর মাত্র দুই বল উইকেটে ছিলেন উইলিয়ামসন, এরপর স্বেচ্ছায় ড্রেসিংরুমে ফিরে যান৷ তখন উইলিয়ামসনের রান ৭৮৷ দিব্যি খেলছিলেন, প্রত্যাবর্তনের গল্পটা সেঞ্চুরির রঙে রাঙাতেই পারতেন৷ কিন্তু সামনের দিনগুলোর জন্য বাড়তি ঝুঁকি না নিয়ে উইলিয়ামসন ফিরে গেছেন নিজের ইচ্ছাতেই৷

বাংলাদেশের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলার পর স্বেচ্ছায় মাঠের বাইরে চলে যান উইলিয়ামসনছবি: R. Satish BabuAFP

ধর্মশালা থেকে চেন্নাই৷ পাহাড়ি উপত্যকা থেকে বঙ্গোপসাগরের তীর৷ পর্যটন কেন্দ্র থেকে চিকিৎসা প্রত্যাশীদের প্রাণকেন্দ্র৷ চারপাশে বদলে গিয়েছে অনেক কিছুই৷ বদলায়নি শুধু বাংলাদেশের ব্যাটিং৷ আরো একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ৷ ইনিংসের প্রথম বলেই ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছেন লিটন দাস৷ তার দেখানো পথেই হেঁটেছেন সতীর্থরাও৷ কেবল মাঝে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশের মান বাঁচিয়েছেন৷

ম্যাচের প্রথম বলেই উইকেট৷ ২০০৩ বিশ্বকাপে পিটমারিজবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চামিন্দা ভাসের করা ম্যাচের প্রথম বলেই আউট হয়েছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান হান্নান সরকার৷ চেন্নাইতে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন লিটন৷ ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলেই এগিয়ে এসে ফ্লিক করেছিলেন, বল খুঁজে নেয় ফাইন লেগের ফিল্ডার ম্যাট হেনরিকে৷ ওয়ান ডাউনে মেহেদি হাসান মিরাজ৷ তানজিদ তামিমের সঙ্গে তার জুটিটাকে মনে হচ্ছিল প্রতিশ্রুতিশীল, ৪০ রান করেও ফেলেছিলেন দুজনে মিলে৷ এমন সময় তানজিদ লকি ফার্গুসনের প্যাডের উপর করা বলটা আলতো করে তুলে দিলেন স্কয়ার লেগে ডেভন কনওয়ের হাতে৷

নিউজিল্যান্ডের এই ক্রিকেটার অবশ্য ঝাঁপিয়ে পড়ে বেশ নান্দনিক ক্যাচই নিয়েছেন, তবে বিশ্বকাপে ওসব তো হবারই কথা৷ ৪ বাউন্ডারিতে ১৭ বলে ১৬ রান করে বিদায় তানজিদ তামিমের৷ খানিক বাদে লকি ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিলেন মেহেদি হাসান মিরাজও, ফিল্ডার সেই ম্যাট হেনরি৷

নিউজিল্যান্ডের পেস বোলাররা লম্বা, গতিশীল৷ ক্রমাগত শর্ট বল করেন৷ তাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপের মুখে পড়েছেন৷ কিন্তু কেন উইলিয়ামসন যখন পার্ট-টাইম স্পিনার গ্লেন ফিলিপসকে বোলিংয়ে আনলেন, কেন তার প্রথম বলেই এগিয়ে এসে মারতে যাবেন নাজমুল হোসেন শান্ত সেটা ব্যখ্যার অতীত৷ ১৩ তম ওভারে বোলিংয়ে আসলেন ফিলিপস, প্রথম বলেই এগিয়ে এসে মারতে গেলেন শান্ত৷ ব্যাটে বলে ঠিকঠাক হল না, বল গেল কনওয়ের কাছে৷ ৭ রানে আউট শান্ত৷ বিশ্বকাপে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরির পর টানা দুই ম্যাচেই হতাশ করেছেন তিনি৷ অন্যদিকে ফিলিপস হয়ে উঠেছেন কিউইদের গোপন অস্ত্র৷ ইংল্যান্ডের বিপক্ষে জো রুট ও মঈন আলীকে আউট করেছিলেন ফিলিপস, এবার বাংলাদেশের বিপক্ষেও বল করতে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট৷

৫৬ রানে ৪ উইকেট নেই, আইসিইউতে ধুঁকতে থাকা বাংলাদেশকে অক্সিজেন জুগিয়েছেন সাকিব ও মুশফিক৷ বিকেএসপির দুই প্রাক্তন শিক্ষার্থী বহুবার বাংলাদেশ দলকে এমন জায়গা থেকে উদ্ধার করেছেন৷ একটা সময় মনে হচ্ছিল এবারও দুজনে মিলে বাংলাদেশকে পৌঁছে দেবেন সম্মানজনক লড়াইয়ের জায়গায়৷ বাধ সাধে চেন্নাইর তীব্র গরম৷ সাকিবের মাংসপেশীতে টান লাগে৷ একটা সময় তাই এক-দুই রান করে নেয়ার চেয়ে জোরে উড়িয়ে মেরে চার ছক্কায় রান করার পথ বেছে নেন সাকিব৷ রাচিন রবীন্দ্র’র এক ওভারে পরপর দুই বলে মারেন চার ও ছয়৷ যে বলে আউট হয়েছেন তার আগের বলেও পুল করে ছয় মেরেছিলেন সাকিব৷ কিন্তু লকি ফার্গুসনের পরের বলটা ছিল শরীরের আরেকটু কাছ ঘেঁষে৷ আবারও পুল করতে চেয়েছিলেন সাকিব, ব্যাটের আগায় লেগে বল উঠে যায় আকাশে৷ অনেকটা দৌড়ে গিয়ে টম ল্যাথাম তার বিশ্বস্ত গ্লাভসে তালুবন্দি করেন বল৷ তাতেই ভাঙে ১০৮ বলে ৯৬ রানের জুটি, ৪০ রান করে বিদায় নেন সাকিব৷

ইংল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করা মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা৷ বেশ দৃঢ়চেতাই মনে হচ্ছিল তাকে,ইনিংসটা বড় করার মত অনেকটা সময়ও ছিল হাতে৷ ম্যাট হেনরির স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড তো হয়েছেনই, ভারসাম্য হারিয়ে একেবারে মাটিতে বসে পড়তে হয়েছে তাকে৷ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস খেলে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ৪৮তম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি মাত্র ৯টা৷ 'কনভার্সন রেট'টা আশাব্যঞ্জক নয় এবং কেন নয় তারই প্রমাণ হয়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ৷ যখন আউট হয়েছেন, তখনো ১৪ ওভার খেলা বাকি, উইকেটে টিকে থাকলেই রানটা হয়ে যেতো৷ হতাশ করেছেন তাওহিদ হৃদয়ও, ২৫ বলে ১৩ রান করে বোল্টের বলে ক্যাচ দিয়েছেন মিচেল স্যান্টনারের হাতে৷

আগের ম্যাচে ৪ উইকেট নিয়েও এ ম্যাচের একাদশে নেই শেখ মেহেদি হাসান, ফিরেছেন মাহমুদউল্লাহ৷ আটে ব্যাট করতে নেমে নিজের কাজটা করেছেন ঠিকঠাক,৪৯ বলে ৪১ রান করে উইকেটে ছিলেন শেষ অবধি৷ ১৯ বলে ১৭ রান করে দলীয় সংগ্রহটাকে দুইশ পার করিয়েছেন তাসকিন আহমেদ৷

১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ব্ল্যাকক্যাপদের সফলতম বোলার লকি ফার্গুসন৷ জোড়া শিকার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির৷ ২ উইকেট নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট হয়েছে বোল্টের৷ এক উইকেট করে নিয়েছেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস৷

নিউজিল্যান্ডের সামনে ছিল ২৪৬ রানের জয়ের লক্ষ্য৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়া করে ব্ল্যাকক্যাপরা জিতেছিল সহজেই৷ আবার এই মাঠে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৯৯ রানে, যে রানটা তাড়ায় ২ রানে ৩ উইকেট হারিয়েও বিরাট কোহলি আর লোকেশ রাহুলের বীরত্বে জিতেছিল ভারত৷ বাংলাদেশের সংগ্রহটা খুব বড় নয়, তবুও তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে মোস্তাফিজুর রহমান আউট করলে দুশ্চিন্তা তো আসবেই কিউই ড্রেসিং রুমে৷ সেটা দূর করেছেন উইলিয়ামসন৷

আইপিএল-এর সুবাদে চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে ওঠা ডেভন কনওয়ের সঙ্গে ১০৫ বলে ৮০ রানের জুটি গড়ে শুরুর দুশ্চিন্তা দূর করেছেন অধিনায়ক স্বয়ং৷ সেই সঙ্গে নিজেও লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আস্তে আস্তে হয়ে উঠেছেন সাবলীল৷ কনওয়েও খেলছিলেন সাবলীলভাবেই, সাকিবের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে হয়েছেন লেগ বিফোর উইকেটের শিকার৷ তবে ৪৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গায় আপাতত পৌঁছে গেছেন কনওয়ে৷

সুযোগ যে আসেনি তা নয়৷ কনওয়ের ক্যাচটা হাতে জমাতে পারেননি মেহেদি হাসান মিরাজ, উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছেন তাসকিন আহমেদ৷ সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ব্ল্যাকক্যাপদের চাপে ফেলা যেতো৷ কিন্তু সেসব হয়নি৷ বরং মিড-অনে তাসকিন ফেলেছেন গ্লেন ফিলিপসের ক্যাচও৷ বাউন্ডারি লাইনে লিটন এবং মাহমুদউল্লাহ যথাক্রমে ড্যারেল মিচেল ও উইলিয়ামসনের দুটো ক্যাচ হাতে জমাতে পারেননি৷ মাহমুদউল্লাহ'রটা ছক্কা হয়েছে, লিটন ক্যাচ না নিলেও ছয় বাঁচিয়েছেন।

অল্প পুঁজি নিয়ে এত সুযোগ হাতছাড়া করলে প্রতিপক্ষকে বাগে পাওয়া যাবে না৷ পাওয়াও যায়নি৷ ৪২.৫ ওভারে, মিচেলের ছক্কায় ৮ উইকেট ও ৪৩ বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড৷ মিচেল ৬৭ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় আর ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচটা শেষ করেছেন,অন্য প্রান্তে ১১ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস৷

তিন ম্যাচে তিন জয়ে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে শীর্ষে, তাদের রানরেটটাও স্বাস্থ্যবান৷ অন্যদিকে চেন্নাইতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের রোগীদের মতো আরোগ্য লাভ হলো না বাংলাদেশ ক্রিকেট দলের, ৩ ম্যাচে ২ হার এবং -০.৬৯৯ রান রেট নিয়ে ক্রমেই তারা দূরে সরে যাচ্ছে সেমিফাইনালের লক্ষ্য থেকে৷

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-৫০ ওভারে ২৪৫/৯, মুশফিক ৬৬, মাহমুদউল্লাহ ৪১*, সাকিব ৪০; লকি ফার্গুসন ৩/৪৯
নিউজিল্যান্ড -৪২.৫ ওভারে ২৪৮-২, মিচেল ৮৯*, উইলিয়ামসন ৭৮ (রিটায়ার্ড), কনওয়ে ৪৫; মোস্তাফিজ ১/৩৬
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: লকি ফার্গুসন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ