1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরেছে ভিনাইল রেকর্ডের সেই পুরোনো সুদিন

২৮ জানুয়ারি ২০১২

বিশ শতকের জনপ্রিয় সংগীত মাধ্যম রেকর্ড৷ কিন্তু ৮০’র দশকে ক্যাসেট ও সিডির জয়যাত্রার পর ধীরে ধীরে গুরুত্ব হারায় রেকর্ড৷ তবে এই একবিংশ শতকে এসে পুরোনো সেই এলপি রেকর্ডের প্রতি আবারো ফিরছে মানুষের আগ্রহ৷

ছবি: picture-alliance/ dpa

হয়তো সন্ধ্যা নামছে বারান্দায়৷ এমন সময় ঘরে সে একা৷ জানালায় চোখ রেখে দূরে দেখছে আকাশ৷ আর ঘরের কোণে গ্রামোফোনে বেজে চলেছে প্রিয় কোনো সুর৷ পুরোনো দিনের বাংলা সিনেমাগুলোতে এমন দৃশ্য কি দেখেছেন? হ্যাঁ, দেখারই কথা৷

প্রতিমুহূর্তে পাল্টে যাচ্ছে প্রযুক্তি৷ আজ যা নতুন কালই তা পুরনো হয়ে যাচ্ছে৷ একসময় তুমুল জনপ্রিয় ছিলো যে ক্যাসেট প্লেয়ারও এখন বাতিলের খাতায়৷ সিকম্পিউটারের বাটন চাপলেই যেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে আনকোরা নতুন গান সেখানে সিডি আর এমপিথ্রিও যেন পুরোনো হয়ে এসেছে৷ গ্রামোফোনে বাজানো হতো যে এলপি রেকর্ড, প্রযুক্তির এই ধুন্ধুমার বিকাশের কালে সে রেকর্ড আজ বড়ই সেকেলে; সেই আদ্দিকালে ফেলে আসা পেছনের স্মৃতি, তাই না?

কিন্তু না, এখানেই একটু থামতে হবে আপনাকে৷ ভাবতে হবে নতুন করে৷ কারণ হারানো সে ভিনাইল রেকর্ড বাজারে ফিরেছে আবার৷ ইউরোপ, আমেরিকার মতো দেশের মানুষ এখন ঢুঁ মারছে ভিনাইল রেকর্ড-এর পুরনো দোকানগুলোতে৷ আর খুব বিখ্যাত বা পছন্দের কোনো রেকর্ড বিক্রি হবে শুনলেই দল বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে দোকানের দরজায়৷ ৫০ বা ১০০ ডলার তো কোনো ব্যাপারই নয়, বিরল কোন রেকর্ড হলে দশ হাজার ইউরো খরচেও দ্বিধ্বা নেই গ্রামোফোন রেকর্ডের ভক্তদের৷ এই তো, মাত্র কিছু দিন আগেই ‘রোলিং স্টোন্স' এর একটি অতি পুরোনো অ্যালবাম বিক্রি হলো দশ হাজার ডলারে৷

নিউইয়র্কের গ্রামোফোন রেকর্ড বিক্রেতা টমাস বার্নিক৷ তিনি বলছেন, ভিনাইল রেকর্ড এর একটি ঐতিহ্য আছে৷ এছাড়া এ মাধ্যমে শব্দের গুণগত মানও থাকে সবচেয়ে ভালো৷

গত দশ বছরের অভিজ্ঞতা থেকে বার্নিক বলেন, ভিনাইল রেকর্ডের প্রতি মানুষের আগ্রহ আবার ফিরেছে৷ শুধু তাই নয়, ২০১১ সালে সিডি, ডিভিডিতে নিজের অ্যালবাম বের করার পাশপাশি রেকর্ডও করেছে নতুন প্রজন্মের কোনো কোনো শিল্পী৷ তরুণেরাও আজকাল রেকর্ড কিনছে হুমড়ি খেয়ে৷ ডিজে পার্টিতেও এখন এই রেকর্ডের কদর আবার বেড়েছে৷ বার্নিক জানান, তার দোকানেই এখন বছরে বিক্রি হয় কয়েক লাখ রেকর্ড৷

জেফ ওগিবা, তিনিও রেকর্ড বিক্রির ব্যাবসা করছেন গত দেড় বছর ধরে৷ তার মতে, আপনি যদি সত্যিকারের একজন সংগীতপ্রেমী হন, তাহলে ভিনাইল রেকর্ডের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না৷

স্কট নিউমান, ফরএভার ভিনাইল ডট কমের সভাপতি৷ তার মতে, যারা সোনা-দানা পছন্দ করে, মাটি খুঁড়ে তারা যদি বিনামূল্যে স্বর্ণ পায়, তো তারা যেমন খুশি হবে, এই রেকর্ডের ভক্তরাও সে রকম, একটি দুষ্প্রাপ্য ভিনাইল রেকর্ড তাদের কাছে সোনার চেয়েও দামি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ