1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে এল অ্যাটলান্টিস

২৯ মে ২০০৯

ফ্লোরিডার বদলে ক্যালিফোর্নিয়ায় অবতরণ করতে হল মার্কিন মহাকাশফেরী ‘অ্যাটলান্টিস’কে৷ সফলভাবে ‘হাবল’ টেলিস্কোপের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ সেরে পৃথিবীতে ফিরেছেন ৭ জন মহাকাশচারী৷

নতুন শক্তি নিয়ে আবার কাজ শুরু করতে চলেছে ‘হাবল’ছবি: AP

প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় ২ দিন পর, অর্থাৎ ২৪শে মে মার্কিন মহাকাশফেরী ‘অ্যাটলান্টিস’ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ার বেস’এ অবতরণ করেছে৷ ১২ দিন, ২১ ঘণ্টা ও ৩৭ মিনিট পর অভিযানের নেতা স্কট অল্টম্যানের নেতৃত্বে মোট ৭ জন মহাকাশচারী নিরাপদেই আবার পৃথিবীর বুকে ফিরে এসেছেন৷ এই সময়কালে ‘অ্যাটলান্টিস’ মোট ১৯৭ বার পৃথিবী প্রদক্ষিণ করেছে৷ ১১ই মে উৎক্ষেপণের পর মোট ১১ দিন মহাকাশে থেকে আবার ফেরার কথা ছিল তাঁদের৷

ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫৬০ কিলোমিটার উপরে মহাকাশে ভাসমান ‘হাবল’ টেলিস্কোপের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কিছু জটিল ও গুরুত্বপূর্ণ কাজ সারাই ছিল ‘অ্যাটলান্টিস’এর এবারের অভিযানের মূল লক্ষ্য৷ মহাকাশযান ছেড়ে মোট ৫ বার মহাশূন্যে ভাসমান অবস্থায় মহাকাশচারীরা সফলভাবে এই দুরূহ কাজ শেষ করতে পেরেছেন৷ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল এই ‘স্পেস ওয়াক’ অবশ্য সার্থক হয়েছে৷ ইতিমধ্যে মহাকাশে অকেজো স্যাটেলাইটের ভাঙা টুকরো ভরে গেছে৷ ‘স্পেস ওয়াক’এর সময় এই সব আবর্জনা ও ছোট আকারের উল্কা মহাকাশচারীদের অত্যন্ত বিপজ্জনক দূরত্বে চলে এসেছিল৷ শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটে নি৷

এই সফল অভিযানের ফলে ‘হাবল’এর পুনর্জন্ম হল, বলা চলে৷ নতুন সাজে সজ্জিত এই টেলিস্কোপ এবার আরও দূরে অবস্থিত নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তুর সন্ধান করতে পারবে৷ মেরামতি ও নতুন যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হলেও এখনই অবশ্য ‘হাবল’ কাজ শুরু করছে না৷ অভিযান শেষ হওয়ার ৩ সপ্তাহ পর ‘হাবল’কে আবার চালু করার পরিকল্পনা রয়েছে৷

১৯৮১ সালে মার্কিন মহাকাশফেরী অভিযান শুরু হওয়ার পর থেকে এই নিয়ে মোট ১২৬টি অভিযান সম্পন্ন হল৷ ২০১০ সাল পর্যন্ত আরও ৮টি অভিযানের পরিকল্পনা রয়েছে৷ তারপর শেষ হবে এই প্রজন্মের মহাকাশফেরীর মেয়াদ৷ ‘অ্যাটলান্টিস’ ছাড়াও ‘এন্ডেভার’ ও ‘ডিস্কাভারি’ নামের মহাকাশফেরী এখনো সক্রিয় রয়েছে৷

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ