1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৩ : তথ্যপ্রযুক্তি

১৭ ডিসেম্বর ২০১৩

২০১৩ সালে প্রযুক্তি বিশ্বের অন্যতম খবর ছিল শেয়ারবাজারে টুইটারের প্রবেশ৷ এসেছে নতুন নতুন স্মার্টফোন, নতুন গেমস৷ আসছে বছরেও এ ধারা অব্যাহত থাকবে৷ এদিকে, মাইক্রোসফট খুঁজছে তাদের নতুন প্রধান নির্বাহী৷

Twitter Börsengang
ছবি: Reuters

টুইটার: এ বছরই নভেম্বরে শেয়ার ছাড়ে টুইটার৷ কয়েক কোটি ডলারের শেয়ার বেঁচে সান ফ্রান্সিসকো'র এই কোম্পানি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে৷ খুব শিগগিরই টুইটার সেরা ইন্টারনেট কোম্পানিতে পরিণত হবে বলে ধারণা বিশ্লেষকদের৷

নেটফ্লিক্স: ইন্টারনেট ভিত্তিক এই মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান এতটাই জনপ্রিয় হয়েছে, যে জনপ্রিয়তার দিক থেকে তা টিভি চ্যানেল এইচবিও'কে পেছনে ফেলেছে৷ যুক্তরাষ্ট্রের গ্রাহকরা এখন যে-কোনো চলচ্চিত্র দেখতে নেটফ্লিক্সকেই প্রাধান্য দেয়৷ তাদের নিজস্ব অনুষ্ঠান অনলাইন শো ‘হাউজ অব কার্ডস' প্রথম অনলাইন শো হিসেবে অ্যামি এডওয়ার্ড পেয়েছে৷ এ বছর এর শেয়ার মূল্যও বেড়েছে তিন গুন৷

ভিডিও গেমস: ‘গ্র্যান্ড থেফট অটো ভি' গেমটি উৎপাদন খরচ এবং বিক্রির দিক থেকে এ বছর রেকর্ড গড়েছে৷ হলিউডের ব্লক বাস্টার মুভি নির্মাণে যত অর্থ ব্যয় হয় এটি তৈরিতেও সেরকম অর্থ ব্যয় করা হয়েছে৷ মুক্তির মাত্র তিন দিনেই গেমটি বিক্রি হয়েছে ১ বিলিয়ন ডলার৷ নভেম্বরে মাইক্রোসফট এবং সনি নিউ জেনারেশন এক্স-বক্স ওয়ান এবং প্লে স্টেশন ফোর ভিডিও গেমস বাজারে আনে৷

ছবি: Getty Images

বিটকয়েন: বছরান্তে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বিটকয়েন বা ডিজিটাল কয়েন৷ এমনকি কোনো কোনোটার মূল্য দাঁড়িয়েছে ১০০০ ডলার পর্যন্ত৷ তবে বিটকয়েনের কারণে অনলাইনে চোরাকারবারীদের দৌরাত্ম্য বেড়েছে বলে মনে করেন অনেকে৷

গুগল: কিছুদিন আগেও অ্যাপলের গেজেটে বাজার সয়লাব ছিল৷ সেই বাজারে ভাগ বসিয়েছে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়ার৷ আধিপত্য বিস্তার করছে স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজারে৷ স্যামসাং-ও এই বাজারে গুগলের সমকক্ষ৷ তারা নিজের প্লাটফরম দাঁড় করিয়েছে৷ বিস্ময়কর চশমা, রবোটিক্স এবং দ্রুতগতি সম্পন্ন কেবল লাইনস তৈরির মাধ্যমে গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়েছে৷

ফ্যাবলেটস: স্মার্টফোনের বড় স্ক্রিন মোবাইল ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছে এ বছর৷ ফলে ফ্যাবলেটের চাহিদা উত্তরোত্তর বাড়ছে৷

পার্সোনাল কম্পিউটার: স্মার্টফোন এবং ট্যাবলেটের এই যুগে পার্সোনাল কম্পিটার বিক্রি আসলেই মুখ থুবড়ে পড়েছে৷ ফলে চাপে রয়েছে মাইক্রোসফট কোম্পানি৷ এদিকে, কোম্পানিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এমন একজন দক্ষ ব্যক্তির জন্য সময়ের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট প্রধান স্টিভ বালমার৷

অ্যাপল: সময়ের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার অ্যাপল কোম্পানির জুরি নেই৷ নতুন আইফোন, আইপ্যাড এবং ম্যাকিনটস কম্পিউটার দিয়ে পুরো বছর বাজার ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে কোম্পানিটি৷ তবে তাদের আইওয়াচ এবং আইটিভি বক্স বাজারে তেমন সাড়া ফেলেনি৷

ব্ল্যাকবেরি: একসময় কর্মক্ষেত্রে রাজত্ব করেছে স্মার্টফোন ব্ল্যাকবেরি৷ কিন্তু এ বছর চাকরি হারানো, বস ও অন্যান্য নেতাদের পদত্যাগের কারণে বেশ ঝুঁকির মুখে রয়েছে এটি৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ