২০১৬ সাল বাংলাদেশের জন্য জঙ্গিবাদের ‘চরম উত্থানের' বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে৷ সংখ্যালঘু, ভিন্ন মতাবলম্বী এবং বিদেশি নাগরিক হত্যার ধারাবাহিকতায় জুলাইয়ে ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে দেশের মানুষ৷
বিজ্ঞাপন
হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা দেশবাসীকে কিছুটা আশ্বস্ত করেছে৷ তবে বছর শেষে দেশে প্রথম নারী জঙ্গির আত্মঘাতী হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে৷ বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসের মানচিত্রে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে জঙ্গিরা৷ আর এই জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসতে হলে চলমান জঙ্গিবিরোধী অভিযানকে ধারাবাহিক অভিযানে রূপ দিতে হবে৷ আর সাধারণ মানুষকে সচেতন করে জঙ্গিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে৷ সামাজিক প্রতিরোধ ছাড়া জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয় বলে মনে করেন তাঁরা৷
হলি আর্টিজান হামলা:
১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় বিদেশি ও পুলিশসহ ২২ জন নিহত হন৷ জঙ্গিরা হলি আর্টিজানে ঢুকে জিম্মি করে এই হত্যাকাণ্ড চালায়৷ তারা হত্যায় ব্যবহার করে আধুনিক আগ্নেয়াস্ত্র৷ অভিযানে কাজে লাগায় আধুনিক টোলিযোগাযোগ ডিভাইস৷ হত্যাকাণ্ডের পর তারা নিহতদের ছবিও অনলাইনে প্রকাশ করে৷ হত্যাকারীরা নিজেদের তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বলে দাবি করলেও বাংলাদেশ সরকার কখনোই এখানে আইএস-এর অস্তিত্ব স্বীকার করেনি৷
বিভীষিকার ১২ ঘণ্টা
ঢাকার গুলশানের আর্টিজান ক্যাফেতে দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি ঘটনার অবসান হলেও মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না৷ এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত হয়েছে ২০ জিম্মি৷ নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও৷
ছবি: Getty Images/M. H. Opu
ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷
ছবি: picture-alliance/AP Photo
দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম৷
ছবি: Getty Images/M. H. Opu
প্রধানমন্ত্রীর বক্তব্য
কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছ'জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বলেছেন, বাকি কয়েকজনকে হয়তো বাঁচানো যায়নি৷ এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছে বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি৷
ছবি: Reuters
এ যেন দুঃস্বপ্ন
কমান্ডো অভিযানে মুক্ত গুলশানের ক্যাফে থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের ১২ ঘণ্টার ‘দুঃস্বপ্ন’ কাটছে না৷ তাঁদের চোখে মুখে ক্লান্তি ও ভীতির ছাপ৷ তারা বলছিলেন, কয়েকজনের মৃতদেহ দেখেছেন, অনেক জায়গায় রক্তের ছাপ৷
ছবি: picture-alliance/AP Photo
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
তাঁরা বলছেন, জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে৷ সুরা পড়তে পারার পর তাঁদেরকে রাতে খেতেও দেওয়া হয়৷ যাঁরা হিজাব পরা ছিল, তাঁদের বাড়তি খাতির করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das
আইএস-এর দায় স্বীকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে৷ এই জঙ্গি দলের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সব খবরে দাবি করা হয় যে, ‘তাদের’ এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন৷
ছবি: picture-alliance/abaca
কমান্ডো অভিযান
সকাল ৭ টা ৩০ মিনিটে রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়৷ ৮ টা ১৫ মিনিটে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভবনের নিয়ন্ত্রণ ও আতঙ্কের অবসান
৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা৷ গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে৷ ৯ টা ১৫ মিনিটে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়৷
ছবি: Getty Images/M. H. Opu
8 ছবি1 | 8
জঙ্গিবিরোধী অভিযানে নতুন রূপ:
হলি আর্টিজানের হামলার পর বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানে নতুন ধারা যোগ হয়৷ এসব অভিযানে গত ৬ মাসে নব্য জেএমবি নেতা তামিম চৌধুরীসহ মোট ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে৷ তাদের মধ্যে নারী জঙ্গিও রয়েছে৷ তারপরও নব্য জেএমবির ‘চিন্তা গুরু' মেজর জিয়া এবং নতুন প্রধান মুসা এখনো ধরা ছোঁয়ার বাইরে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘‘এই দুই নব্য জেএমবি নেতা পুলিশের নজরদারির মধ্যেই আছে৷ আশা করছি তারা অচিরেই গ্রেপ্তার হবে৷''
জঙ্গি দলে ধনী শিক্ষিত তরুণরা:
হলি আর্টিজানে হামলার ঘটনায় জঙ্গিদের ভয়াবহ নৃশংসতার পাশাপাশি আরেকেটি ঘটনা প্রকাশ পায়৷ জানা যায় জঙ্গিরা তাদের নেটওয়ার্ক ধনী এবং শিক্ষিত পরিবারগুলোর মধ্যেও বিস্তৃত করেছে৷ ইংলিশ মিডিয়াম এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও জঙ্গি দলে ভিড়ছে৷ তাদের কেউ কেউ আবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ হলি আর্টিজানে হামলায় জড়িতরা সবাই উচ্চবিত্ত এবং ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা৷ আগে একটি সাধারণ ধারণা ছিলো মাদ্রাসা ও নিম্নবিত্ত ঘরের সন্তানরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ে৷ কিন্তু চলতি বছরে সেই ধারণা ভেঙ্গে গেছে৷ এমনকি উচ্চবিত্তদের কেউ কেউ সপরিবারে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে৷
NOOR khan - MP3-Stereo
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘‘উচ্চবিত্ত বা নিম্নবিত্ত, ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা যেখান থেকেই তারা জঙ্গিবাদে জড়িত হোক না কেন তারা শেকড় থেকে বিচ্ছিন্ন৷ তারা দেশের সংস্কৃতি, মাটি, ইতিহাস ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন৷ এই বিচ্ছন্নতা তাদের হতাশায় নিমজ্জিত করে৷ আর সেখান থেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তারা৷''
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে দেশত্যাগ:
লেখক , ব্লগার, মুক্তমনা, ভিন্ন ধর্ম ও বিদেশি নাগরিকদের হত্যা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের জঙ্গিরা আসলে একধরনের ড্রেস রিহার্সাল দিয়েছে৷ তারা ভয় ছড়িয়েছে, শক্তির প্রকাশ ঘটিয়েছে৷ তারা বলতে চেয়েছে তাদের মতের সঙ্গে যাদের মত মিলবে না তাদেরই হত্যা করা হবে৷ আর এই ‘মিশনে' তারা বিদেশি সহায়তা ও প্রশিক্ষণ পেয়েছে৷ তথ্য প্রযুক্তির বিকাশ জঙ্গিদের সহায়তা করেছে৷ বাংলাদেশ থেকে অনেক তরুণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে দেশ ছেড়েছে৷ নব্য জেএমবির সংগঠক এবং হলি আর্টিজানে হামলার প্রধান পরিকলল্পনাকারী তামিম চৌধুরী সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছিলেন৷
বিশ্লেষকের মত:
জঙ্গি বিষয়ক গবেষক ও মানবাধিকার কর্মী নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সবশেষ এই ডিসেম্বরে আমরা ঢাকার আশকোনায় আত্মঘাতী নারী জঙ্গিও দেখলাম৷ তাই জঙ্গিবিরোধী অভিযান জোরদার থাকলেও আমাদের নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই৷ আমাদের সতর্ক থাকতে হবে৷ তা না হলে জঙ্গিরা নতুন বছরে যদি নতুন কোনো হামলার ছক বাস্তবায়ন করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না৷''
Abdur rashid - MP3-Stereo
জঙ্গিদের বর্তমান প্রবণতা হল পরিবার কেন্দ্রিক সংগঠন৷ সর্বশেষ আশকোনায় অভিযানে এক নারী জঙ্গি আত্মঘাতী হয়েছে৷ আর দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ হলি আর্টিজানের হামলার পর এখন পর্যন্ত ১০ জন নারী জঙ্গি আটক হয়েছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান জানান, ‘‘এই নারীরা হয় জঙ্গিদের স্ত্রী অথবা কন্যা৷ আর এতে স্পষ্ট হয় যে জঙ্গিরা কোণঠাসা হয়ে এখন পরিবারের নারী সদস্যসহ অন্য সদস্যদেরও জঙ্গিবাদে জড়িয়ে ফেলছে৷''
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘জঙ্গিরা তাণ্ডবের পর এখন কোণঠাসা সত্য৷ কিন্তু ব্যাপক সামাজিক সচেতনতা ছাড়া জঙ্গি নির্মূল সম্ভব নয়৷''
২০১৬ সালে এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা
এশিয়ার জন্য কেমন ছিল ২০১৬ সাল? বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, উত্তপ্ত ছিল কাশ্মীর, তাইওয়ান পেয়েছে নতুন নারী প্রেসিডেন্ট, চলে গেছেন থাইল্যান্ডের দীর্ঘদিনের রাজা, আর...
দুই পরমাণু পরীক্ষা
২০১৬ সালের ৬ জানুয়ারি উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে, তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে৷ তবে পরে জানা যায়, আসলে সেটি ছিল একটি ‘নিয়মিত’ পরমাণু পরীক্ষা৷ পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি৷ সেপ্টেম্বরের ৯ তারিখে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এই দেশটি আরেকটি পরমাণু পরীক্ষা চালায়৷ এসব কর্মকাণ্ডের কারণে জাতিসংঘ দেশটির উপর আরও নিষেধাজ্ঞা জারি করে৷
ছবি: picture-alliance/dpa/Xinhua
মিয়ানমারে ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর
প্রায় অর্ধ শতক সামরিক শাসনের অধীনে থাকার পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থিন চ৷ তিনি এক সময় অং সান সু চির সহপাঠী ছিলেন৷
ছবি: Getty Images/AFP/N. C. Naing
মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ
জুনে ফিলিপাইন্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রদ্রিগো দুতার্তে৷ তাদের হত্যা করার আহ্বান জানান তিনি৷ দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ইতিমধ্যে কয়েকহাজার মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছে৷
ছবি: Imago/Kyodo News
প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাই ইং-ভেন৷ তিনি তাঁর পূর্বসুরির মতো চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পক্ষে নন৷ ডিসেম্বের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর টেলিফোন আলাপে চীন অসন্তোষ প্রকাশ করে৷
ছবি: Reuters/P. Chuang
তালেবান কমান্ডারকে হত্যা
মে মাসে পাকিস্তান-আফগানিস্তানের মাঝে কোনো এক জায়গায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন মুল্লাহ আখতার মনসুর৷ ২০১৫ সালে তালেবান কমান্ডার হিসেবে প্রতিষ্ঠাতা মুল্লাহ ওমরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি৷ মনসুরের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছেন হায়বাতুল্লাহ আখুনজাদা৷
নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত ‘দ্য পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন’ গত মে মাসে এক রায়ে দক্ষিণ চীন সাগরের কিছু অংশের প্রতি চীনের যে দাবি তা বাতিল করে দেয়৷ রায় যায় ফিলিপাইনের পক্ষে৷ চীন এই রায় প্রত্যাখ্যান করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/Xinhua/Z. Chunming
সন্ত হলেন টেরেসা
সেপ্টেম্বরের ৪ তারিখ পোপ ফ্রান্সিস মাদার টেরেসাকে ক্যাথলিক সন্ত বলে ঘোষণা করেন৷ ১৯১০ সালে মেসিডোনিয়ায় জন্ম নেয়া টেরেসা ১৯২৯ সালে ভারতে যান৷ এরপর থেকে সেখানেই মানুষের সেবা করেছেন৷ তাঁর কাজের জন্য ১৯৭৯ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Carconi
থাই রাজার মৃত্যু
১৯৪৬ সাল থেকে থাইল্যান্ডের রাজা ছিলেন ভূমিবল আদুলিয়াদে৷ দীর্ঘদিন রোগ ভোগের পর অক্টোবরের ১৩ তারিখ তিনি মারা যান৷ তাঁর প্রয়াণের পর পুরো থাইল্যান্ড জুড়ে যে মাতম চলছে, এমনটা আর কখনো দেখা যায়নি৷ ডিসেম্বরে নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালংকর্ন৷
ছবি: picture-alliance/dpa/R. Yongrit
পাকিস্তানে রক্তপাত
অক্টোবরের ২৪ তারিখ কোয়েটা শহরের পুলিশ একাডেমিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়৷ এতে ৬১ জন ক্যাডেট নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে৷ আগস্টে একই শহরে একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ৭১ জন নিহত হন৷
ছবি: picture-alliance/dpa/J. Taraqai
বাংলাদেশে জঙ্গি হামলা
জুলাইতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বনানি থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ জন বিদেশি নাগরিক ও তিন জন বাংলাদেশি নিহত হন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে৷