রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বিশ্বে এক মানবিক রাষ্ট্রের ভাবমূর্তি গড়ে তুললেও অভ্যন্তরীণ মানবাধিকার ইস্যুতে সমালোচনার মুখে ছিল সরকার৷ দ্রব্যমূল্য, প্রধান বিচারপতি, প্রশ্নপত্র ফাঁসসহ নানা ঘটনা আলোচনার জন্ম দিয়েছে এ বছর৷
বিজ্ঞাপন
২০১৭ এর ২৫শে আগস্ট থেকে নতুন করে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গা শরণার্থীরা৷ মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন৷ বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে৷ এই নির্যাতিত রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুদের আশ্রয়, খাবার, চিকিৎসাসহ নানা সাহায্য করছে বাংলাদেশ৷ সরকারের পাশাপাশি নানা সংগঠন ও সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে৷ শরণার্থীদের প্রতি বাংলাদেশের এই মানবিক আচরণের ভূঁয়সী প্রশংসা করেছে জাতিসংঘসহ অনেক আর্ন্তজাতিক সংগঠন৷ একটি মানবিক রাষ্ট্রের এই ভাবমূর্তি গড়ে তোলার জন্য প্রশংসিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷
২০১৭ সালে বাংলাদেশ
একদিকে রোহিঙ্গাদের প্রতি মানবিক, অন্যদিকে সংখ্যালঘু নিপীড়ন৷ একদিকে ক্রিকেটে অর্জন, অন্যদিকে হারিয়ে যাওয়া মানুষের মিছিল৷ একদিকে হতাশা, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় – এ সবের মধ্যেই বাংলাদেশ অতিক্রম করলো ২০১৭ সাল৷
ছবি: DW/M.M. Rahman
রোহিঙ্গা সংকট
জাতিগত সহিংসতা থেকে বাঁচতে এ বছরের আগস্টে আবারো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা৷ মানবিক বিবেচনায় তাঁদের আশ্রয় দেবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷ এরপর রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের ফার্স্ট লেডি, জর্ডানের রানি, ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুসহ অনেকে৷ আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মতিপত্রে স্বাক্ষর করলেও রোহিঙ্গা প্রত্যাবসানে অনিশ্চয়তা এখনো কাটেনি৷
ছবি: Reuters/D. Sagolj
খেলা
সময়টা মার্চ মাস, ভেন্যু কলম্বোর পি. সারা ওভাল মাঠ৷ সেখানেই নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ৷ আর এর মধ্যে দিয়ে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে শততম ম্যাচে জয় পায় টাইগাররা৷ একই সাথে এই প্রথম শ্রীলঙ্কাকে টেস্টে হারানোর স্বাদও পায় বাংলাদেশ৷ পঞ্চম দিনে চার উইকেটে জয়৷ ম্যাচ সেরা হন তামিম ইকবাল৷
ছবি: Getty Images/AFP/A. Dey
৭ই মার্চের ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’’
ছবি: bdnews24
সংখ্যালঘু নির্যাতন
ধর্ম অবমাননার অভিযোগ তোলে সংখ্যালঘুদের উপর আক্রমণের ধারাবাহিক ঘটনা ঘটছে বাংলাদেশে৷ এ বছর এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রংপুরের একটি ঘটনা৷ সেখানে টিটু রায় নামের একজনের ফেসবুক পাতায় ইসলাম অবমাননামূলক পোস্ট দেয়া হয়েছে, এমন গুজব তুলে সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ চালানো হয়৷ পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি৷
ছবি: bdnews24.com
বনানী ধর্ষণ মামলা
এ বছরের মার্চে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়৷ ঘটনার কয়েকদিন পর তরুণীরা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধু নাইম, সাদ্দামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ এ ঘটনায় একদিকে মামলা নিতে পুলিশের গরিমসির দিকটি নজরে আসে, অন্যদিকে আপন জুয়েলার্সের বিরুদ্ধে সোনা চোরাচালানসহ বেশ কিছু অভিযোগ চলে আসে সামনে৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
পাঠ্যপুস্তক বিতর্ক
পাঠ্যবইয়ে ভুল বানানের ছড়াছড়ির সাথে বিষয়বস্তুর আপত্তিজনক সংযোজন, পরিমার্জন, বিয়োজন নিয়ে আলোচনা ছিল সারা বছর জুড়েই৷ অভিযোগ ওঠে, মৌলবাদী গোষ্ঠির চাপে পড়ে বিতর্কিত নানা বিষয় যেমন ঢোকানো হয়েছে, তেমনি প্রগতিশীল অনেক লেখা বাদ দেয়া হয়েছে৷ ‘ও’ তে ওড়না বা ‘ছাগলের গাছে উঠে আম খাওয়া’ অথবা আঘাত অর্থে Hurt কে Heart (হৃদয়) লেখা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপও চলে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
ছবি: bdnews24.com
পিলখানা মামলার রায়
দীর্ঘ আট বছর পর ২০১৭ সালে পিলখানা হত্যাযজ্ঞ মামলার রায় ঘোষিত হয়৷ ১৫২ জন আসামির মধ্যে ১৩৯ জনেরই ফাঁসি, আটজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়৷ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান৷ রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
ছবি: DW
গুম
বাংলাদেশে গুম বা ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ গত কয়েক বছর ধরেই আলোচিত বিষয়৷ ২০১৭ সালেও এ নিয়ে ছিল সোরগোল ও আতঙ্ক৷ বছরের শেষের দিকে নর্থসাউথের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হন৷ এছাড়াও আলোচনায় ছিল কবি ফরহাদ মজহারের নিখোঁজ ও ১৮ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধারের ঘটনা৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, এ বছর অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন বাংলাদেশে৷
ছবি: DW/M. Mamun
সিলেটের শীতল পাটি
সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি ‘দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমানিটি’ হিসেবে জিতে নিয়েছে ইউনেস্কোর স্বীকৃতি৷
ছবি: bdnews24
যাঁদের হারালাম
এ বছর অনেক গুণী মানুষ পাড়ি দিয়েছেন পরলোকে৷ এর মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক, সংগীতশিল্পী লাকি আখন্দ, বারি সিদ্দিকি, আব্দুল জব্বার এবং কবি সৈয়দ শামসুল হক৷
ছবি: bdnews24
10 ছবি1 | 10
মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘‘বাংলাদেশে ২০১৭ সালে মানবাধিকার নিয়ে পরস্পরবিরোধী ঘটনা ঘটেছে৷ মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যেমন মানবিক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে তেমনি গুম এবং নিখোঁজের ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নানা প্রশ্নের মুখে পড়েছে৷ বিশেষ করে বছরের শেষ দিকে হঠাৎ করেই গুম এবং নিখোঁজের ঘটনা বেড়ে গেছে৷''
বাংলাদেশে ২০১৭ সালে সাবেক কূটনীতিক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইটি বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীসহ অনেকে গুম, অপহরণ ও নিখোঁজের শিকার হন৷ তাদের কেউ ফিরে এসেছেন আবার কেউ আসেননি৷ আবার কেউ নিখোঁজ হওয়ার অনেক দিন পর আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার দেখিয়েছে৷ বিভিন্ন পেশার মানুষ নিখোঁজের মধ্য দিয়ে এববছর নিখোঁজ এবং গুমের ঘটনা সাধারণের মনে উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে৷
এছাড়া এবার বছর জুড়ে আলোচনায় ছিল প্রশ্নপত্র ফাঁস এবং পাঠ্যপুস্তক বিতর্ক৷ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে৷ আর শিক্ষা খাতে দুর্নীতি বছরের শেষে নতুন আলোচনার জন্ম দিয়েছে৷ এমনকি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ক্ষেত্রে সহনীয় মাত্রায় দুর্নীতি অনুমোদনের কথা বলেন৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন,‘‘শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে৷ মানেরও অধঃপতন ঘটছে৷ শিক্ষায় দুর্নীতি পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে৷''
‘গুম এবং নিখোঁজের ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নানা প্রশ্নের মুখে পড়েছে’
হাফিজ বলেন, ‘‘দেশে দুর্নীতি বেড়েছে৷ রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, কথা বলার স্বাধীনতা কমেছে৷ আর প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে৷ একটি রায়কে কেন্দ্র করে একজন প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা নজীরবিহীন৷''
সংবিধানের ষোড়শ সংবিধান বাতিলের রায় আপিলে বহাল রাখা নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহা চাপের মুখে পড়েন৷ ওই রায়ের মধ্য দিয়ে বিচারপতিদের অভিসংশনে সংসদের ক্ষমতা বাতিল হয়ে যায়৷ এরপর ছুটি নিয়ে এসকে সিনহা অসুস্থতা দেখিয়ে দেশত্যাগ করেন৷ পরে ১১ নভেম্বর বিদেশ থেকেই পদত্যাগ পত্র পাঠিয়ে দেন৷
বছরের শুরুতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি ভাস্কর্য স্থাপন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়৷ এটি অপসারণ নিয়ে আন্দোলনের হুমকি দেয় হেফাজতে ইসলাম৷ অন্যদিকে ভাস্কর্য না সরানোর পক্ষে অবস্থান নেয় সুশীল সমাজের অনেকে৷ শেষপর্যন্ত ২৭ মে সুপ্রিম কোর্টের মূল প্রাঙ্গণ থেকে সরিয়ে ভাস্কর্যটি আদালতের বর্ধিত (অ্যানেক্স) ভবনের সামনে স্থাপন করা হয়৷
‘একটি রায়কে কেন্দ্র করে একজন প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা নজীরবিহীন’
২০১৭ সালে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে হাওর অঞ্চলে বন্যা পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে৷ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর হিসেবে, হাওরে আগাম বন্যা ও ৩২ জেলায় মৌসুমি বন্যায় মোট ১৫ হাজার ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে৷ এসব জেলায় ক্ষতিগ্রস্ত মোট মানুষের সংখ্যা ৮২ লাখ ১৭ হাজার ৪৩২ জন৷ ক্ষতিগ্রস্ত মোট ফসলি জমির পরিমাণ ছয় লাখ ছয় হাজার ৯৫৫ হেক্টর৷ এর মধ্যে এক লাখ দুই হাজার ৮০৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে এবং পাঁচ লাখ চার হাজার ১৪৭ হেক্টর জমির ফসল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এছাড়া চলতি বছরে চালের দাম অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে৷ সরকারকে চাল আমদানি করতে হয়েছে৷ পেঁয়াজের দামও রেকর্ড বেড়েছে৷ এই অভিঘাত নতুন বছরেও অব্যাহত থাকতে পারে৷
বাংলাদেশে ২০১৮ সালকে নির্বাচনের বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ সুশাসনের জন্য নাগরিক- সুজন-এর প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‘২০১৭ নির্বাচনের প্রস্তুতির বছর ছিল। নির্বাচন কমিশন কতটা প্রস্তুত তা বোঝা যাচ্ছে না৷ তবে যদি নির্বাচন ভালো না হয় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে৷ দেশে সুশাসন আসেনি৷ গণতন্ত্র না এলে সুশাসন আসবে না৷’’
‘যদি নির্বাচন ভালো না হয় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে’
হাফিজউদ্দিন খান বলেন, ‘‘২০১৭ সালে রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে৷ রাজনৈতিক পরিবেশের অবনতি ঘটেছে৷ দেশের মানুষ এখন আর প্রতিবাদও করে না৷ তিনি আরো বলেন, ‘‘দেশে সংঘাতময় রাজনৈতিক পরিবেশ রয়েই গেছে৷ কোনো সমঝোতা এবং রাজনৈতিক পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা আমি দেখছি না৷''
২০১৭ সালে বাংলাদেশে গণপরিবহন ব্যবস্থায় উবার নতুন আলোচনার জন্ম দিয়েছে, আলোচনায় এসেছে পাঠাও৷ সিএনজি অটোরিকশা এবং ট্যাক্সি ক্যাবের দৌরাত্ম্যের মুখে এই দু'টি পরিবহন সেবা রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে৷ আর এই সেবা এখন বিভাগীয় ও জেলা শহরেও সম্প্রসারণের দাবি উঠেছে৷
এবছর জিডিপি-তে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি৷ বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ সালে জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২৷ ২০১৫-১৬ সালের তুলনায় এই প্রবৃদ্ধি ০ দশমিক ১৭ ভাগ বেশি৷ ফলে জিডিপির আকার বেড়ে হয়েছে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার৷ এই দুই বছর বাদ দিলে আগে জিডিপিতে প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের ঘরে৷
বাংলাদেশের মানুষের এখন মাথাপিছু আয় বছরে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা৷ আর এ বছরই শুরু হয়েছে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ৷ অনেক বিতর্কের পর নিজস্ব অর্থায়নেই এই সেতু নির্মাণ করছে বাংলাদেশ৷
ভুলে যাওয়া বন্যা দুর্গতরা
পৃথিবী ভুলে গেছে তাঁদের দুর্দশার কথা৷ নেপাল, নাইজেরিয়া, ভারত এবং বাংলাদেশের লাখ লাখ মানুষ বন্যায় তাঁদের সর্বস্ব হারিয়েছেন৷ পানি কমার সাথে সাথে বন্যার ভয়াবহতা আরো স্পষ্ট হয়ে উঠছে৷
ছবি: picture alliance/AP/dpa/A. A. Siddiqui
আসছে আরো বাজে সময়
বৃষ্টি কমছে, কিন্তু বিশৃঙ্খলা রয়েই গেছে৷ জাতিসংঘের জরুরি আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ বলছে, দক্ষিণ এশিয়ার অন্তত এক কোটি ৬০ লাখ শিশুকে তাদের ওপরই নির্ভর করতে হবে৷ বিশুদ্ধ পানি, খাবার এবং ওষুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই চরম অভাব৷
স্কুল, হাসপাতাল এবং বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মৃতের সংখ্যাও বেড়েই চলেছে৷
ছবি: picture-alliance/NurPhoto/R. Asad
বৃষ্টি যখন অভিশাপ
কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হয়েছে৷ দক্ষিণ এশিয়ায় লাখ লাখ লোক বন্যার কারণে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন৷ নেপাল এবং বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ তলিয়ে গিয়েছিল পানির নীচে৷ ভারতের বিহার রাজ্যের চাম্পারান জেলায় বেশকয়েকটি গ্রাম একেবারে ধ্বংস হয়ে গেছে৷
ছবি: picture-alliance/Photoshot/Stringer
জীবিত, কিন্তু বিধ্বস্ত
কারিতাস ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বন্যায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১০ লাখ মানুষ৷ এর মধ্যে ৪০ লাখই বাংলাদেশে৷ অনেকেই প্রাণে বাঁচতে পেরেছেন, কিন্তু তাঁরা জানেন না, কী আছে ভবিষ্যতে৷ দাতাসংস্থাগুলোও জানিয়েছে সাহায্যের আহ্বান৷
ছবি: bdnews24.com
কোথাও কেউ নেই
ভারতের বিহারে অনেক পরিবার খোলা আকাশের নীচে বাস করতে বাধ্য হচ্ছেন৷ একসময় বৃষ্টি কমলে, বন্যার পানি নেমে গেলে বাড়িতে ফেরার আশা তাঁদের৷ এ বছর এত ভয়াবহ বন্যা হয়েছে যে, অচল হয়ে পড়েছিল অর্থনৈতিক রাজধানী মুম্বইও৷
ছবি: picture alliance/AP/dpa/A. A. Siddiqui
পরিত্যক্ত মাকুরদি
নাইজেরিয়াতেও ভয়াবহ বন্যায় এক লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোর্নো এবং বেন্যু রাজ্য৷ বেন্যু নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় রাজ্যের রাজধানী মাকুরদি৷ সরিয়ে নিতে হয় হাজার হাজার নাগরিককে৷
ছবি: Getty Images/AFP/F. Ijidioma
যোগাযোগব্যবস্থায় ধস
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে রাস্তাঘাট ডুবে গেছে বন্যার পানিতে৷ জমে থাকা পানিতে কোথাও ভেঙে পড়েছে সড়ক৷ বন্যার পানি নেমে গেলেও পুরো শহরের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷
ছবি: Getty Images/AFP/S. Heunis
তেল নয়, জল
গত কয়েক বছর ধরেই বন্যা নাইজেরিয়ার স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে৷ ২০১২ সালেও তেলসমৃদ্ধ বেশ কয়েকটি শহর ও গ্রাম ডুবে গিয়েছিল৷ ১৫ জন মানুষ এতে মারা যান, হাজার হাজার মানুষ হারান বাড়িঘর৷ তেলের পাইপলাইনে জল ঢুকে ক্ষতি হয়েছিল দীর্ঘস্থায়ী৷
ছবি: picture alliance/dpa
কী হবে এখন!
৮৭ বছরের লিডিয়া আনুসা৷ ইয়েনাগোয়ার এক শিবিরের সামনে বসে আছেন বন্যার কবল থেকে বেঁচে যাওয়া নিজের অল্প কিছু সম্বল নিয়ে৷ ২০১২ সাল থেকে দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮০ লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ৷
ছবি: Getty Images/AFP/P. Utomi Ekpei
8 ছবি1 | 8
এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷