1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ফিলাডেলফিয়ায় গুলি, মৃত চার

৪ জুলাই ২০২৩

অ্যামেরিকায় আবার বন্দুকধারীর তাণ্ডব। ফিলাডেলফিয়ার রাস্তায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করলো এক বন্দুকধারী।

ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর তাণ্ডবের পরের ছবি।
ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর তাণ্ডবের পরের ছবি। ছবি: Drew Hallowell/Getty Images

সোমবার ৪০ বছর বয়সি এক বন্দুকধারী গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ফিলাডেলফিয়ার রাস্তায় গুলি চালাতে থাকে। তিন চারটি আলাদা জায়গায় সে গুলি চালায়। এর ফলে দুই অপ্রাপ্তবয়স্ক-সহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

এর একদিন আগেই বাল্টিমোরে এক বন্দুকধারী দুইজনকে হত্যা করেছে এবং ২৮ জনকে আহত করেছে। এই বছরে এখনো পর্যন্ত অ্যামেরিকায় ৩৩৯ বার প্রকাশ্যে গুলি চললো।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে তাড়া করে। তারপরেও অভিযুক্ত গুলি চালাতে চালাতে পালাতে থাকে। পরে সে পুলিশের কাছে আত্মসমর্পন করে।

তিনি বলেছেন, ''এখন আমরা শুধু এটুকুই জানি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময়ই গুলি চালিয়ে মানুষকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। তার কাছে প্রচুর গুলি ছিল। তার কাছে একটা রাইফেল ও একটা হ্যান্ডগানও ছিল।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ