1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইন্সে গির্জায় বোমা হামলা, নিহত কমপক্ষে ২৭

২৭ জানুয়ারি ২০১৯

ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে একটি চার্চের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অর্ধশতাধিক৷ হামলাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷

Philippinen Bomenanschlag auf Kirche in Jolo
ছবি: Getty Images/AFP/N. Butlangan

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো অন্তত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ এছাড়া আহত হয়েছেন ৭৭ জন৷ রোববারের প্রার্থনার সমাবেশকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে৷

ঘটনাটি ঘটেছে ফিলিপাইন্সের সুলু প্রদেশের জোলো আইল্যান্ডে আওয়ার লেডি অফ মাউন্ট কার্মেল ক্যাথিড্রালে৷ এটি একটি রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল৷ স্থানীয় সময় সকাল ৮ টার দিকে চার্চটির বাইরে প্রথম বোমাটি বিস্ফোরিত হবার মিনিট খানেকের মধ্যেই মূল ফটকের সামনে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়৷

বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের ফটোগ্রাফার ঘটনাস্থলে গিয়ে ছিন্নভিন্ন দেহাবশেষ, দরজা, জানালা ও কাঁচের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন৷

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের এক মুখপাত্র ঘটনাকে ‘‘সন্ত্রাস ও হত্যাকাণ্ড'' বলে অভিহিত করেছেন৷

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির এক সেনা কর্মকর্তা বলেন, ‘‘বোঝাই যাচ্ছে, হামলার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ৷ এখানে অনেকেই আছেন, যারা শান্তি চান না৷''

তিনি জানান, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷

রোববার বিকেল পর্যন্ত ঘটনার দায় কোনো জঙ্গিবাদী গোষ্ঠী স্বীকার করেনি৷

কেন এই হামলা?

ফিলিপাইন্সের অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক৷ এখানে মুসলিমরা সংখ্যালঘু৷ এর দক্ষিণাঞ্চলের পাঁচটি মুসলিম প্রধান প্রদেশ মিলে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল রয়েছে৷ সেই স্বায়ত্বশাসিত অঞ্চলটি যে আইনের দ্বারা পরিচালিত তাতে পরিবর্তন এনে নতুন করে স্বায়ত্বশাসিত অঞ্চলটির নাম ‘বাংসামোরো স্বায়ত্বশাসিত অঞ্চল' নির্ধারণ করা হয়৷

মূলত ২০১৪ সালে দেশটির সবচেয়ে বড় মুসলিম বিচ্ছিন্নতাবাদী সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট বা এমআইএলএফ-এর সঙ্গে সরকারের একটি শান্তি চুক্তি হয়৷ সেই চুক্তির আওতায়ই এই সিদ্ধান্ত নেয়া হয়৷ চুক্তি অনুযায়ী, ২০২২ সালে এই স্বায়ত্বশাসিত অঞ্চলের পার্লামেন্ট অঞ্চলটির দায়িত্ব বুঝে নেবে৷

অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী নতুন এই স্বায়ত্বশাসন চুক্তি মেনে নিলেও সুলু প্রদেশের ভোটাররা তা প্রত্যাখ্যান করেছিলেন৷ মূলত এমআইএলএফের বিরোধী গোষ্ঠী ছাড়াও জোলো আইল্যান্ডে আবু সায়াফ নামের একটি জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি রয়েছে৷ এই সংগঠনটি দেশটিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত৷

অভিযোগ আছে, মিন্দানাও অঞ্চলের অশান্তির সুবিধা নিয়ে এমন সংগঠনগুলো কোটি কোটি টাকার ব্যবসা করে৷ 

এর আগেও বোমা হামলা, শিরচ্ছেদ ও অপহরণের ঘটনা ঘটিয়েছে আবু সায়াফ৷

ফিলিপাইন্সের প্রতিরক্ষা সচিব দেলফিন লোরেঞ্জানা প্রদেশটির নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন৷ আরো হামলার আশঙ্কা করা হচ্ছে৷

জেডএ/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ