1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফিলিপাইন্স

ফিলিপাইন্স ও জাপানে ভূমিকম্প

১৯ এপ্রিল ২০২২

ফিলিপাইন্সে মিন্ডানাও দ্বীপে ভূমিকম্প হয়েছে। আর উত্তর-পূর্ব জাপান ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে।

ফিলিপাইন্সের এই দ্বীপেই ভূমিকম্প হয়েছে। ছবি: Michael Runkel/robertharding/picture alliance

রিখটার স্কেলে ফিলিপাইন্সে ভূমিকম্পের পরিমাপ ছিল ছয়। আর জাপানে ছিল পাঁচ দশমিক তিন। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্প দশ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছে।

মিন্ডানাও হলো ফিলিপাইন্সে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটা হলো বিশ্বের সপ্তম সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দ্বীপ। তবে ভূমিকম্পের ফলে এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার সকালে জাপানের ফুকুসিমা সহ উত্তরপূর্বের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জিএইচ/এসজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ