1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনকে ‘সাহায্য' করবে না অস্ট্রেলিয়া

৩ জুলাই ২০১৮

ফিলিস্তিনের পুনর্গঠন এবং উন্নয়নের জন্য প্রতি বছর ৭৫ লাখ ডলারের অর্থ সহায়তা দিয়ে আসছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনকে আর সেই অর্থ সরাসরি দেয়া হবে না৷

Gaza: Al Quds Proteste im Gazastreifen
ছবি: picture-alliance/H. Salem

গত মার্চেই আইন পাশ করে ফিলিস্তিনকে কিছু আর্থিক সহায়তা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার৷ যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই অর্থ ইসরায়েলের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা নিহত বা কারাবন্দি হয়েছেন, তাদের পরিবারের পেছনে ব্যয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ ফিলিস্তিনও তা অস্বীকার করেনি৷ বরং তারা বলেছে, নিরীহ মানুষদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে কিছু অর্থ সহায়তা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন৷

সম্প্রতি যুক্তরাষ্ট্র আরো জানিয়েছে, ইসরায়েলে কারাবন্দি ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে যে আর্থিক সহায়তা দেয়া হতো, তা বন্ধ করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে৷

ঠিক এই পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ দিয়েছেন একই রকমের ঘোষণা৷ সোমবার তিনি জানান, তাঁর দেশ মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতায় অংশ নিচ্ছে এমন মানুষদের জন্য আর্থিক সহায়তার অর্থ ব্যয় করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ৷ গত ২৯ মে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করে ফিলিস্তিন কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন বলেও জানান তিনি৷ তারপরই এই সিদ্ধান্ত – অস্ট্রেলিয়া ফিলিস্তিন কর্তৃপক্ষকে আর সরাসরি কোনো আর্থিক সহায়তা দেবে না৷

তবে ফিলিস্তিনের দিক থেকে সহায়তার হাত কিন্তু একেবারে সরিয়ে নিচ্ছে না অস্ট্রেলিয়া৷ জুলি বিশপ জানিয়েছেন, এখন থেকে জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তা করবে তাঁর দেশ৷ অর্থাৎ আগের মতোই বছরে ফিলিস্তিনকে ৭৫ লাখ ডলারই দেয়া হবে, কিন্তু পুরো অর্থ পাঠিয়ে দেয়া হবে জাতিসংঘের মানবিক সহায়তা তহবিলে৷ অস্ট্রেলিয়া মনে করছে, জাতিসংঘের মাধ্যমে যখন এই অর্থ ব্যয় হবে, তখন আর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতায় অংশগ্রহণকারীরা এর সুবিধা ভোগ করবে না৷ এ বিষয়ে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্ট, ‘‘আমি নিশ্চিত যে, অতীতে বিশ্বব্যাংকের মাধ্যমে দেয়া অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তা ফিলিস্তিন কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে খরচ করেছে৷'' তিনি মনে করেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতায় অংশ নেয়া লোকদের প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশন যে রকমের সহায়তাই দিক, তা অস্ট্রেলিয়ার মূল্যবোধের পরিপন্থি৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ