1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

২৯ মে ২০২৪

এই ঘোষণার সময়ে স্পেনের প্রধানমন্ত্রী এ কথাও জানিয়ে দেন যে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে এমন নয় যে এটা ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত৷

স্পেন, নরওয়ে,আয়ারল্যান্ড ও ফিলিস্তিনের পতাকা
মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডছবি: Rebecca Ritters/DW

মঙ্গলবার স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়৷ গত বছর হামাসের হামলার পর থেকে গাজায় যে হামলা চালাচ্ছে ইসরায়েল, তা নিয়ন্ত্রণে আনতে ও আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে চাপে রাখতে এমন পদক্ষেপ এই তিন পশ্চিমা রাষ্ট্রের৷

এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা করেছে ইসরায়েল, যার কোনো প্রভাব গাজায় চলমান যুদ্ধে পড়বে না বলে মনে করে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড৷

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এক বিবৃতিতে বলেন, ‘‘ এই ঐতিহাসিক সিদ্ধান্তের একটা লক্ষ্য, তা হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সাহায্য করা৷''

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেন, সানচেস সরকার ‘ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের উসকানি দিচ্ছে৷'

ডাবলিনে আয়ারল্যান্ডের সংসদ ভবন লাইনস্টার হাউসের বাইরে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা৷

সংসদে এই সিদ্ধান্ত পাস হবার পর আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ‘‘আমি আশা করি যে এতে ফিলিস্তিনের মানুষ আশার বার্তা পাবে, তাদের এই অন্ধকার সময়েও, যে আয়ারল্যান্ড তাদের পাশে আছে৷''

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী এসপেন বার্থ এইড একটি বিবৃতিতে বলেন, ‘‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সবচেয়ে দৃঢ়ভাবে দাবি জানিয়ে আসছে নরওয়ে৷ আজ রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়টি দুই দেশের সম্পর্কে একটি মাইলস্টোন৷''

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে আরো যেসব রাষ্ট্র

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ফিলিস্তিনকে আগেই রাষ্ট্রের স্বীকৃতি দেয়৷

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গ্লব সোমবার বলেন, তাদের সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে কিনা সেই সিদ্ধান্ত তারা বৃহস্পতিবার নেবে৷ তার আগে দেশটির সংসদে আলোচিত হবে বিষয়টি৷

ফিনল্যান্ডের সরকারি সম্প্রচার সংস্থা ওয়াইএলই মঙ্গলবার সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে উদ্ধৃত করে বলে নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার বিষয়টি ‘ভবিষ্যতে বিবেচিত হবে৷'

ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ধারণাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য৷ কিন্তু তার নিষ্পত্তি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করে এই রাষ্ট্র দুটি৷ নেতানিয়াহুর মতে, সরাসরি আলোচনার মাধ্যমেই এই সংঘাতের সমাধান সম্ভব৷

মঙ্গলবারের বক্তব্যে সানচেস বলেন যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবার এই সিদ্ধান্ত ‘কারো বিরুদ্ধে নেওয়া হয়নি, ইসরায়েলের বিরুদ্ধে তো কোনোমতেই নয়৷ কারণ, তারা বন্ধুত্বপূর্ণ মানুষ, যাদের আমরা সম্মান করি, প্রশংসা করি, যাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে চাই৷''

                                                      

এসএস/এসিবি (এপি, রয়টার্স)

তিন ইউরোপীয় দেশের স্বীকৃতির খবরে আশাবাদী ফিলিস্তিনিরা

01:00

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ