1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন

২২ মে ২০২৪

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে৷ স্পেন ও আয়ারল্যান্ডও একই ঘোষণা দিয়েছে৷

ডাবলিনে ফিলিস্তিনের পতাকা আঁকা ড্রাম বাজাচ্ছেন এক আইরিশ
রাষ্ট্রের স্বীকৃতি আয়ারল্যান্ডের ইতিহাস বিবেচনায় বিশেষ একটি বিষয় বলে মনে করেন আইরিশ প্রধানমন্ত্রীছবি: Artur Widak/NurPhoto/picture alliance

স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস৷

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান৷

বুধবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, ‘‘চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে: দুটি রাষ্ট্র, যেখানে মানুষ একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে৷’’

ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে৷ তাদের বক্তব্য, ঐ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন৷

প্রতিক্রিয়া

ঐ তিন দেশের ঘোষণার সমালোচনা করে ইসরায়েল ঐসব দেশ থেকে তাদের রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়েছে৷ ইসরায়েল বলছে, এভাবে স্বীকৃতি দেওয়া হলে ‘আরও সন্ত্রাসবাদ ও অস্থিরতা’ বাড়বে৷ একে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বলেও মন্তব্য করেছে ইসরায়েল৷ এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটার বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবেন৷

এদিকে, ইউরোপের তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেওয়ায় লেবাননের বৈরুতে শরণার্থী শিবিরে বাস করা ফিলিস্তিনিরা আনন্দ প্রকাশ করেছেন৷ ‘‘আমরা আশা করছি, পুরো বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, আর আমরা এই ঘোষণা শুনে খুশি... দারুণ অনুভূতি,’’ বলে জানান ২৬ বছর বয়সি আলা গোজলান৷

ফ্রান্স বলেছে, স্বীকৃতি দেওয়ার এটি সঠিক সময় নয়৷

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে৷ হামাস একে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে৷ ফিলিস্তিনিদের ‘সাহসী প্রতিরোধের’ কারণে এটি সম্ভব হয়েছে বলেও মনে করছে হামাস৷

নরওয়ের ঘোষণার আগে জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল৷

সুইডেন প্রায় এক দশক আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়৷ ফ্রান্স এখনও এমনটি করার পরিকল্পনা করছে না৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ