1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ফ্রান্স-সহ কয়েকটি দেশের প্রস্তুতি

২২ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন যে সোমবার তিনি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্র সংক্রান্ত সমাধানের বিষয়ে একটি বৈঠকে যোগ দেবেন৷

ফ্রান্সের মালাকফ টাউন হলের পেডিমেন্টে ফিলিস্তিনি পতাকা।
ব্রিটেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স৷ ছবি: Romuald Meigneux/SIPA/picture alliance

ব্রিটেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স৷ জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা আগে থেকেই জানিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম৷ 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন যে সোমবার তিনি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্র সংক্রান্ত সমাধানের বিষয়ে একটি বৈঠকে যোগ দেবেন৷ মাক্রোঁর কথায়, ‘‘তারা একটি রাষ্ট্র চায়, আমাদের তাদের হামাসের দিকে ঠেলে দেওয়া অনুচিত৷’’ তার দাবি, দ্বিরাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত সফল হলে ক্ষমতা কমবে হামাসের৷ তিনি আরও বলেন, হামাস কর্তৃক ইসরায়েলি পণবন্দিদের মুক্তি ফিলিস্তিনে ফ্রান্সের দূতাবাস খোলার পূর্বশর্ত হিসেবে রাখা হবে৷

এই বিষয়ে সোমবারই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, ‘‘আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান হলে তাইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাসের সুযোগ তৈরি করবে৷’’ তার কথায়, ‘‘জার্মানির ক্ষেত্রে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়ার শেষে আসবে৷ তবে এই প্রক্রিয়াটি এখনই শুরু হতে হবে৷’’

এদিকে জার্মানির বামপন্থি দলের দাবি, জার্মানির দ্রুত ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত৷ চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে সেই বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা৷ যদিও বার্লিন মনে করে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দেওয়ার সঠিক সময় এখনও আসেনি৷ 

এসটি/জেডএইচ (এএফপি, ডিপিএ)

 

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ