1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য সংকট

১৬ জুলাই ২০১৪

হামাসের যু্দ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজায় আরো জোরেশোরে শুরু হয়েছে ইসরায়েলি হামলা৷ এ পর্যন্ত অন্তত ২০৩ জন নিহত হয়েছে৷ নেতানিয়ানহু বলেছেন, হামলা চলবে এবং যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় চড়া মূল্য দিতে হবে হামাসকে৷

Israel Angriffe auf Gaza 16.07.2014
ছবি: Reuters

মিশর যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার পর সাময়িকভাবে হলেও গাজায় হামলা বন্ধ রেখেছিল ইসরায়েল৷ কিন্তু হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মঙ্গলবার রাত থেকে আবার হামলা শুরু করেছে ইসরায়েল৷ ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা হামাসের ঘাঁটি এবং হামাস নেতাদের বাসা লক্ষ্য করেই হামলা চালাচ্ছেন৷ তবে বার্তাসংস্থাগুলোর খবর অনুযায়ী প্রতিদিনই আসছে নিরীহ সাধারণ মানুষেরও প্রাণহানির খবর৷ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরফ আল-কেদরা বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, সপ্তাহাধিক কাল ধরে চলমান এ হামলায় এ পর্যন্ত ২০৩ জন মারা গেছে৷ নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি সাধারণ মানুষ বলেও জানিয়েছেন তিনি৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের সংগৃহীত তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১,৫২০ জন আহত হয়েছে বলেও জানা গেছে৷

মঙ্গলবার রাত থেকে দশ মিনিট পর পর বিমান থেকে বোমা নিক্ষেপ করছে ইসরায়েলের বিমান বাহিনী৷ এতে এক রাতেই মারা গেছে ১০ জন৷ হামাসও বিভিন্ন স্থান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ১৪২টি রকেট ছুড়েছে৷ তবে তাতে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে তা জানা যায়নি৷

গাজায় সাধারণ মানুষ যুদ্ধ শুরুর পর থেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছাড়ছেন৷ নিরুপায় হয়ে যাঁরা এখনো বাসস্থানে ছিলেন তাঁদেরও গাজা ছেড়ে যেতে বলেছে ইসরায়েল৷ এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামাসের ওপর তাদের হামলা চলবে, সুতরাং প্রাণ বাঁচানোর জন্য সাধারণ জনগণের গাজার পূর্বাঞ্চল ছেড়ে যাওয়াই শ্রেয়৷

এদিকে বেনইয়ামিন নেতানিয়ানহুও বলেছেন, গাজার ওপর হামলা আরো তীব্রতর হবে৷ মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় হামাসকে চড়া মূল্য দিতে হবে৷ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখনো হাল ছাড়েননি৷ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে বুধবারই তাঁর মিশরের রাজধানী কায়রোয় যাওয়ার কথা৷

এসিবি/এসবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ