এর আগেও অন্য দেশে সামরিক অভিযানে বাহিনী পাঠিয়েছে তুরস্ক৷ গাজা উপত্যকাতেও এমনটা করার কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান৷
বিজ্ঞাপন
রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান বলেন, ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক, যেমনটা এর আগে লিবিয়া ও নাগোর্নো-কারাবাখ অঞ্চলে করেছিল৷ কিন্তু সেখানে গিয়ে কেমন অভিযান চালাবে তারা বা তাদের ভূমিকা কী হবে, তা স্পষ্ট করেননি তিনি৷
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণলায়ের কাজের প্রশংসা করতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন এর্দোয়ান৷ আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কড়া সমালচক তিনি৷
নিজের শহর রিজেতে তার দল একে পার্টির একটি বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমাদের খুব শক্ত থাকতে হবে যাতে ইসরায়েল এমন উদ্ভট কাজ ফিলিস্তিনে না করতে পারে৷ যেভাবে আমরা কারাবাখে ঢুকলাম, যেভাবে আমরা লিবিয়াতে প্রবেশ করেছি, তেমনই কিছু আমরা সেখানে করতে পারি৷''
টেলিভিশনে সম্প্রচার করা এই বক্তব্যে এর্দোয়ান আরো বলেন, ‘‘আমাদের এমন কাজ না করতে পারার কোনো কারণ নেই৷ এই পথে এগোতে আমাদের দৃঢ় থাকতে হবে৷''
দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজাবাসী
গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক সহায়তার সুযোগ সীমিত থাকলে সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে৷
ছবি: Mohammed Salem/REUTERS
অপুষ্টির শিকার শিশুরা
অপুষ্টির শিকার ফিলিস্তিনি শিশু ইয়ানা আয়াদের মা গাজা উপত্যকার দক্ষিণে একটি ফিল্ড হাসপাতালে মোবাইলে থাকা ইয়ানার একটি ছবি দেখাচ্ছেন৷ ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সেখানে দুর্ভিক্ষের শঙ্কা তৈরি হয়েছে৷
ছবি: Mohammed Salem/REUTERS
গরম খাবারের অপেক্ষা
একটি দাতব্য সংস্থার রান্না করা গরম খাবার নিতে ভিড় করেছে একদল ফিলিস্তিনি৷ যুদ্ধের কারণে গাজায় ত্রাণ সহায়তা ঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না৷ ছবিটি ১৯ জুন খান ইউনিসে তোলা৷
ছবি: Hatem Khaled/REUTERS
অপেক্ষায় শিশু
গাজায় খাদ্য সংকট চলছে৷ ছবিতে একটি শিশুকে খাবারের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে৷
ছবি: Hatem Khaled/REUTERS
বাইরে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষা
অপুষ্টির শিকার ফিলিস্তিনি শিশু আমজাদ আল কানুকে ধরে রেখেছেন তার মা নাদা৷ গাজার বাইরে চিকিৎসা নিতে যাওয়ার জন্য খান ইউনিসের একটি হাসপাতালে অপেক্ষায় আছে শিশুটি৷
ছবি: Mohammed Salem/REUTERS
ক্যানসার চিকিৎসার অপেক্ষা
ফিলিস্তিনি শিশু জোরি আল-আর ক্যানসার এবং অপুষ্টির শিকার৷ চিকিৎসার জন্য সেও গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় আছে৷ ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সাধারণ গাজাবাসীরও মাসের পর মাস ধরে ভুগতে হচ্ছে৷
ছবি: Mohammed Salem/REUTERS
ফিলিস্তিনি মায়ের বিশ্রাম
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে অসুস্থ সন্তানের পাশে বিশ্রাম নিচ্ছেন তার মা৷ যুদ্ধের কারণে সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ বেসামরিক হতাহতের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে৷ হামাস গতবছরের অক্টোবরে ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালালে জবাবে গাজায় অভিযান শুরু করে দেশটি৷
ছবি: Mohammed Salem/REUTERS
6 ছবি1 | 6
যে প্রসঙ্গ তুলছেন এর্দোয়ান
২০২০ সালে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড অফ লিবিয়া সরকারের পক্ষে লড়তে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক৷
বর্তমানে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহকেও সমর্থন করে তুরস্ক৷
নাগোর্নো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে তুরস্কের কোনো ভূমিকা নেই, এমনটাই এত দিন যাবত বলে আসছিল এর্দোয়ান সরকার৷ কিন্তু গত বছর তুরস্ক জানায়, বন্ধু পক্ষের সমর্থনে তারা ‘সকল পন্থা' অবলম্বন করছে৷