1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনি তথ্যচিত্রের অস্কার মনোনয়ন

৩০ জানুয়ারি ২০১৩

ছবিটির নাম ‘‘পাঁচটি ভাঙা ক্যামেরা''৷ ফিলিস্তিনিরা স্বয়ং সেটা প্রথম দেখবার সুযোগ পান গত সোমবার৷ তাঁদের আশা, দুনিয়া এবার দেখবে এবং বুঝবে স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামের কথা৷

ছবি: Jonathan Nackstrand/AFP/GettyImages

ফিলিস্তিনি সাংবাদিক এমাদ বুরনাত পাঁচ বছর ভাঙা ক্যামেরা কাঁধে করে বেরিয়েছেন – ‘‘পাঁচটি ভাঙা ক্যামেরা'' – এবং ছবি তুলেছেন৷ কিসের? অধিকৃত পশ্চিম তীরে বুরনাতের নিজের গ্রাম বিল'ইন-এ সাপ্তাহিক প্রতিবাদের ছবি৷ ইসরায়েলি সামরিক বাহিনী ও ইহুদি বসতি যেভাবে তাদের জমি গ্রাস করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ৷

বুরনাত দেখাচ্ছেন, তাঁর কচি ছেলেটা কিভাবে ফিলিস্তিনি বাস্তবকে চিনতে শিখছে, কিভাবে সেই ছেলে প্রথম যে দু'টি শব্দ বলতে শিখল, সে দু'টি হল ‘‘প্রাচীর'' এবং ‘‘সেনাবাহিনী''৷ বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে বুরনাতের প্রতিবেশিরা প্রাণ হারাচ্ছেন৷ পটভূমিতে রয়েছে বাড়ি ভাঙার বুলডোজার৷

‘‘এই ছবিটা হলো যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের জন্য৷ সেটা আমার চেয়ে, বিল'ইন-এর চেয়েও বড়৷ একশো কোটির বেশি মানুষ অস্কার দেখে৷ এবার তারা আমাদের সংগ্রামের কথা জানতে পারবে,'' বলেছেন বুরনাত৷

সিনেমায় যাওয়াও ফিলিস্তিনিদের জন্য মোটেই সহজ নয়ছবি: AP

আগামী মাসের অস্কার অনুষ্ঠানে ‘পাঁচটি ভাঙা ক্যামেরা''-র প্রতিদ্বন্দ্বী হবে ‘‘দ্য গেটকিপার্স'' নামের আরো একটি তথ্যচিত্র, যার উপজীব্য ইসরায়েলি গুপ্তচর বিভাগের ছ'জন প্রাক্তন প্রধানের চোখ দিয়ে দেখা মধ্যপ্রাচ্য সংঘাত৷ আশ্চর্যের কথা, এই দ্বিতীয় ছবির বার্তাও কিন্তু এক: পশ্চিম তীরে ইসরায়েলের জবরদখল নৈতিক বিচারে একটি প্রমাদ এবং অবিলম্বে তার অন্ত ঘটা উচিত৷

২০০৭ সালে ইসরায়েলি হাইকোর্ট রায় দেন যে, বিল'ইন-এ যে বিভাজন প্রাচীর তৈরি করা হয়েছে তা বেআইনি৷ আদালত ঐ বিভাজন রেখাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন৷ সে নির্দেশ শেষমেষ ২০১১ সালে কার্যকরি করা হয়, কিন্তু প্রতিবাদ থামেনি৷

অপরদিকে ‘‘পাঁচটি ভাঙা ক্যামেরা''-র সহ-পরিচালক হলেন এক ইসরায়েলি শান্তি আন্দোলনকারী ও ছবি নির্মাতা: গাই ডাভিডি৷ এর ফলে আরব বিশ্বে বুরনাতের ছবিটিকে কখনো-সখনো ইসরায়েলি ছবি বলে ভুল করা হয়েছে৷ ঠিক সেই কারণেই ছবিটি মরক্কো চলচ্চিত্র উৎসবে প্রত্যাখ্যাত হয়৷

ডাভিডি একাই বিল'ইন-এ এসেছিলেন আন্দোলনকারী হিসেবে, বলেছেন বুরনাত৷ ফিলিস্তিনি ফুটেজ দেখার পর তিনি সাহায্য করতে সম্মত হন৷ তবে এটাকে ফিলিস্তিনি-ইসরায়েলি সহযোগিতা বলা চলে না৷ অপরদিকে ছবিটিতে কিন্তু ইসরায়েলি আন্দোলনকারী এবং স্থানীয় জনগণের মধ্যে সহযোগিতার নানা দৃষ্টান্ত আছে৷

এক ইসরায়েলি আলোকচিত্রশিল্পী বুরনাত-কে তাঁর পাঁচটি ক্যামেরার মধ্যে একটি দেন৷ ছবি তোলার পাঁচ বছরে বুরনাতের ক্যামেরাগুলি প্রতিবাদ চলার সময় গুলিতে কিংবা ধাক্কা খেয়ে গুঁড়ো হয়ে গেছে – তা-ই ‘‘পাঁচটি ভাঙা ক্যামেরা''৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ