1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ক্যানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি

২১ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্য, ক্যানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে৷ জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর আগে এই ঘোষণা এলো৷

বার্লিনে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের আন্দোলন
পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স এবং মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে, চাপ বাড়ছে জার্মানিতেওছবি: Michael Kuenne/PRESSCOV via ZUMA Press/picture alliance

রবিবার আধা ঘণ্টার ব্যবধানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া দেশগুলোর তালিকায় যোগ দিলো অস্ট্রেলিয়া, ক্যানাডা এবং যুক্তরাজ্য৷ পর্তুগালেরও রবিবার এই স্বীকৃতি ঘোষণা করার কথা রয়েছে৷ জাতিসংঘের অধিবেশনে স্বীকৃতি দেয়ার কথা আগে থেকেই জানিয়েছে ফ্রান্স ও বেলজিয়ামও৷

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন৷ এমন ঘোষণার ফলে দীর্ঘদিনের ব্রিটিশ নীতির অবসান ঘটলো৷ স্টারমারের পূর্ববর্তী সরকারগুলো স্বীকৃতি দেয়ার বিষয়টি শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে আসা উচিত, এমন নীতি অনুসরণ করে আসছিল৷

জুলাই মাসেই ইসরায়েলকে একটি আল্টিমেটাম দিয়েছিলেন স্টারমার৷ তিনি বলেছিলেন, যুক্তরাজ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যদি না, যদি ইসরায়েল ‘‘গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ'' নেয়৷

তবে এরপর থেকে গাজা পরিস্থিতির উন্নতির বদলে অবনতিই ঘটেছে বলে মনে করছে যুক্তরাজ্য৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র'কে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন৷

আলবানিজ বলেছেন, ‘‘ক্যানাডা এবং যুক্তরাজ্যের সঙ্গে মিলে নেয়া এই সিদ্ধান্তটি দ্বি-রাষ্ট্র সমাধানে নতুন গতি আনতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ৷''

ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার দেশের সিদ্ধান্ত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ক্যানাডা ‘‘ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে৷''

জাতিসংঘে স্বীকৃতির বিরুদ্ধে ‘লড়বেন' নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগকে প্রতিহত করার অঙ্গীকার করেছেন৷

সোমবারও জাতিসংঘের সাধারণ পরিষদে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে৷

নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে বলেছেন, ‘‘আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণা এবং ফিলিস্তিনি রাষ্ট্রের আহ্বানের বিরুদ্ধে জাতিসংঘ এবং অন্যান্য সকল ক্ষেত্রেই আমাদের লড়াই করতে হবে, যা আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য অযৌক্তিক প্রতিদান হিসেবে কাজ করবে৷''

গাজা শহরে ইসরায়েলি আক্রমণ তীব্রতর হয়েছে৷ এর প্রতিক্রিয়ায় গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য আরো বেশি পশ্চিমা দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে৷

ফিলিস্তিনকে যেসব দেশ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৫০টি এরই মধ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র স্বীকৃতির বিষয়টিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এই ধরনের পদক্ষেপকে উগ্র ইসলামপন্থি গোষ্ঠী হামাসের জন্য "সন্ত্রাসের উপহার" হিসাবে আখ্যা দিয়েছেন।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নসহ  বেশ কিছু দেশ ও জোট হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাবদ্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার পর গাজায় যুদ্ধের সূত্রপাত হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর স্বীকৃতি ফিলিস্তিনের জন্য একটি মর্যাদাজনক জয় এবং ইসরায়েলের জন্য কূটনৈতিক পরাজয় বলে মন্তব্য করেছেন।

এডিকে/আরআর (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ