1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনের আরো বড় হুমকি হবে ইসরায়েল?

১৭ মার্চ ২০১৫

ইসরায়েলে নির্বাচন৷ ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে যাবে? ফিলিস্তিনিদের স্বাধীন, শান্তিময় রাষ্ট্র কি স্বপ্নই থেকে যাবে? বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তাঁর দল কিন্তু দুটি প্রশ্নেই বড় হুমকি৷

Israel Wahlen 2015 Benjamin Netanjahu
ছবি: Getty Images/MENAHEM KAHANA

মঙ্গলবার জাতীয় সংসদ নেসেটের ভোট হয়ে গেল ইসরায়েলে৷ ১২০টি আসনের নির্বাচনে কি নেতানিয়াহুর লিকুদ পার্টি জিততে পারবে? আবার প্রধানমন্ত্রী হতে পারবেন নেতানিয়াহু? জনমত জরিপ বলছে, এ নির্বাচনে মধ্য-বামপন্থি দল জিওনিস্ট ইউনিয়নের চেয়ে তিন থেকে চারটি আসন কম পাবে লিকুদ পার্টি৷ কিন্তু জরিপই তো শেষ কথা নয়৷ নির্বাচনের ঠিক আগের মুহূর্তের কিছু বিষয়ও মাঝে মাঝে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ নেতানিয়াহু সেই চেষ্টাই করেছেন৷

নির্বাচনের আগে নেতানিয়াহু জানিয়েছেন, ২০০৯ সালে ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে মত দিলেও এখন তিনি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বই মানতে নারাজ৷ ‘এনআরজি' নামের একটি ওয়েবসাইট এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেছিল তাঁকে৷ নেতানিয়াহুও সরাসরিই বলেছেন, ‘‘হ্যাঁ, আমি পুনর্নিবাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবো না৷'' ছ'বছর আগে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সহাবস্থানের পক্ষে কথা বলে এখন কেন সম্পূর্ণ উল্টো অবস্থানে নেতানিয়াহু? কারণটা তিনি সরাসরিই বলেছেন৷ তাঁর মতে, এখন স্বাধীন ফিলিস্তিন হলে সেই রাষ্ট্র শাসন করবে ইসলামি জঙ্গিরা৷ এমন একটি কারণ দেখিয়েই ‘ফিলিস্তিনের সঘোষিত শত্রু' হয়ে নির্বাচনে ভোট প্রার্থনা করছেন লিকুদ পার্টির শীর্ষ নেতা৷

কিন্তু ইসরায়েলের সাধারণ মানুষ কি নেতানিয়াহুর ফিলিস্তিনবিরোধী মনোভাবকে খুব ভালোভাবে নিয়েছে? উত্তরটা হয়ত নির্বাচনের ফলাফলেই সবচেয়ে বেশি প্রতিফলিত হবে৷

সম্প্রতি রিপাবলিকান দলের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কংগ্রেসে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু৷ দু'দেশের সম্পর্কের ক্ষতিই হয়েছে তাতে৷ মঙ্গলবারের নির্বাচনে ইসরায়েলের জনগণ যে দল বা জোটকে দেশ শাসনের ভার দেবে সেই দল বা জোটকে দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্যও কাজ করতে হবে৷

এবারের নির্বাচনে ২৫টি দল অংশ নিচ্ছে৷ সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, এর মধ্যে ১১টি দল ক্নেসেটে প্রতিনিধি পাঠাতে পারবে৷ ইসরায়েলের নির্বাচনে ৩ দশমিক ২৫ ভাগ ভোট পেলে যে কোনো দলই সংসদে যেতে পারে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ