1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অমানবিক পরিস্থিতি

রিয়াজুল ইসলাম১৯ নভেম্বর ২০০৮

ইসরায়েলী অবরোধের কারণে এখন অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা এলাকায়৷ এদিকে ইসরায়েলকে অবিলম্বে এ অবরোধ সরিয়ে নিতে আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন৷

ছবি: AP

গাজা উপত্যকায় সীমিতভাবে খাদ্য সহায়তা কার্যক্রম আবারও শুরু করেছে জাতিসংঘ৷ তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল গাজা সীমান্ত খুলে না দিলে যে কোন সময় এ সাহায্য বন্ধ হয়ে যেতে পারে৷ জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার মুখপাত্র ক্রিস গুনেজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সোমবার আমরা যে খাবার নিয়ে এসেছিলাম খুব অল্প অল্প করে আমরা তা বিতরণ করছি৷ যে পরিমাণ খাবার আমাদের কাছে রয়েছে তা দিয়ে আর মাত্র কয়েকদিন চলবে৷

এদিকে জাতিসংঘের সহায়তা গাজা উপত্যকায় পৌছা মাত্র সেখানকার হাজার হাজার নারী পুরুষ সেখানে ছুটে যায়৷ সাহায্য নেয়ার জন্য রীতিমত কাড়াকাড়ি পড়ে যায় সেখানকার দুঃস্থ মানুষগুলো মধ্যে৷ দু সপ্তাহের মধ্যে গত সোমবার প্রথম জাতিসংঘের সাহায্য সেখানে গিয়ে পৌছতে সক্ষম হয়৷ তবে ইসরায়েলের অবরোধের কারণে সে সহায়তা পৌছতে কমপক্ষে চারদিন দেরি হয়৷ জাতিসংঘের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে ইসরায়েলী সেনারা তাদের সাহায্য সামগ্রী তল্লাশির নামে অনেক প্যাকেট খুলে দেখেছে৷ এর ফলে অনেক গুঁড়ো দুধের প্যাকেট নষ্ট হয়ে গেছে যার মুল্য কয়েক লাখ ডলার৷ ইসরায়েলী সেনাদের এ কর্মকান্ডে ক্ষোভ জানিয়ে ক্রিস গুনেজ বলেন, আমি জানি না শিশুদের জন্য গুঁড়ো দুধ রকেট শেলে ব্যবহৃত হয় কিনা৷

এদিকে মঙ্গলবার থেকে ইসরায়েল আবার ফিলিস্তিনের গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে৷ ইসরায়েলী সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লেরনার এ ব্যাপারে বলেছেন, দক্ষিণ ইসরায়েল এলাকায় রকেট হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এ সিদ্ধান্ত নিয়েছেন৷

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইসরায়েলী সেনা ও ফিলিস্তিনী হামাস সদস্যদের মধ্যে হামলার ঘটনা ঘটে চলেছে৷ এসব হামলায় এখন পর্যন্ত ১৫ জন ফিলিস্তিনী নিহত হয়েছে৷

এদিকে গাজা উপত্যকার সীমানা বন্ধ করে দেয়ার বিষয়টি মেনে নিতে পারছে না জাতিসংঘ৷ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ন্যাভি পিলে কঠোর সমালোচনা করে বলেছেন, গাজা সীমান্ত বন্ধ করে দেয়ার ফলে সেখানকার ১৫ লাখ ফিলিস্তিনী নারী পুরুষ ও শিশুকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে৷ এটা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সাহায্য সংক্রান্ত আইনের সুষ্পষ্ট লঙ্ঘন৷ ইসরায়েলকে অবিলম্বে অবরোধ সরিয়ে নেয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ন্যাভি পিলে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ