1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনে ইসরায়েলের সেনা অভিযান, নিহত ৯

২৬ জানুয়ারি ২০২৩

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ নয় জন নিহত হয়েছেন৷

Westjordanland | Jenin nach israelischer Militäroperation
ছবি: Raneen Sawafta/REUTERS

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়৷     

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷ আহতদেরকে সেবা প্রদান করা মুশকিল হয়ে পড়ছিল বলে দাবি সংস্থাটির৷  

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইসলামিক জিহাদ নামে একটি সংগঠনের ‘জঙ্গিদের' আটক করতে পশ্চিম তীরের জেনিনে একটি বিশেষ দল পাঠানো হয়৷ সেনাবাহিনীর দাবি, সংগঠনটির সদস্যরা বড় ধরনের সস্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল৷

ইহুদিবিদ্বেষের পেছনে থাকা অস্পষ্ট ধারণাসমূহ

13:09

This browser does not support the video element.

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানায়, সেনাবাহিনী ইসলামিক জিহাদ-এর ‘জঙ্গিদের' ধরতে গেলে তাদের দিকে গুলি ছোঁড়া হয়৷ এ সময় সেনাবিহিনীর গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়৷

এদিকে অভিযান চলাকালে হামাসের চার অস্ত্রধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে৷ এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ-র এক সদস্যও নিহত হন৷

তাছাড়া, অভিযান চলাকালে এক নারীসহ আরো দুই সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানায় স্থানীয়রা৷

উল্লেখ্য,  পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে৷ গত বছরের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বার বার অভিযান পরিচালনা করছে৷ অভিযানের সময়ে প্রায়ই প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটছে৷

আরআর/এসিবি (রয়টার্স, ডিপিএ)     

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ