প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘে 'সম্পূর্ণ সদস্য পদ' দেয়ার কথা বলা হয়েছিল। অ্যামোরিকা তাতে রাজি হয়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব আনা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আলজেরিয়া প্রস্তাবটির খসড়া তৈরি করেছিল। সেখানে বলা হয়েছিল, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য় হিসেবে গ্রহণ করা হোক। ১২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। দুইটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। অ্যামেরিকা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। অর্থাৎ, নিজেদের ভেটো ক্ষমতা ব্য়বহার করে তারা।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অ্যামেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া এবং চীন। কোনো প্রস্তাব পাশ করাতে হলে নিরাপত্তা পরিষদের অন্তত নয়টি সদস্য দেশকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হয়। স্থায়ী সমস্ত দেশকে প্রস্তাবের পক্ষে থাকতে হয়। একটি দেশ ভেটো দিলে প্রস্তাব পাশ হয় না।
গাজায় নিহত ত্রাণকর্মীকে পোল্যান্ডে চোখের জলে চিরবিদায়
ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন কর্মী নিহত হন৷ পোলিশ এক ব্যক্তিও ছিলেন নিহতদের মধ্য়ে৷ পোল্যান্ডের শোকাহত প্রতিবেশীরা স্মরণ করলেন এই দরদী ত্রাণকর্মীকে৷
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত পোলিশ সহায়তাকর্মী ড্যামিয়ান সোবোলকে বৃহস্পতিবার শ্রদ্ধা জানালেন তার শোকাহত প্রতিবেশীরা৷ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে কাজ করতেন ড্য়ামিয়ান৷
পিএপি বার্তাসংস্থা জানিয়েছে, ড্যামিয়ান সোবোলকে শ্রদ্ধা জানাতে পোল্যান্ডের প্রজেমিসল ট্রেন স্টেশনের কাছে বৃহস্পতিবার শতাধিক ব্যক্তি জড়ো হন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে৷ ইউক্রেনীয়দের সাহায্য করার জন্য যে জায়গা থেকে তিনি ত্রাণের কাজ শুরু করেছিলেন সেখানে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় তাকে।
ড্যামিয়ানের মতো ত্রাণকর্মীরা গাজার ২৪ লাখ মানুষের কষ্ট খানিকটা লাঘব করার জন্য কাজ করছিলেন। ড্যামিয়ানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না চেনাপরিচিতরা৷ ড্যামিয়ানের স্মরণসভায় ফুল দিতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা৷
ইউক্রেন এবং তুরস্কেও স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন সোবোল৷ তার ছোটবেলার বন্ধু ক্রিজসটফ বুট্রা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানান। সোবলের সহকর্মী ও স্থানীয় সাহায্যকর্মী স্টেফান মস্কোভিজ বেসরকারি সম্প্রচারসংস্থা টিভিএনকে বলেন, ‘’ওর মৃত্যুর খবর মাথায় চরম আঘাতের মতো নেমে এসেছে।"
প্রেজেমিসল স্টেশনে ড্যামিয়ানের পাশাপাশি ইউক্রেনের শরণার্থীদের সহায়তা করতেন স্থানীয় সাহায্য কর্মী ওয়ালডেমার। তিনি বলেন, ‘’আসুন আমরা এটা মনে রাখি, যাতে অন্য মানুষজন খিদের কষ্টে মারা না যান, তাই ড্যামিয়ান সাহায্য করতে গিয়েছিলেন৷ আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ শুরু করেছিলাম। ড্যামিয়ান স্বেচ্ছাসেবী হিসাবে অনেক দূর এগিয়েছিলেন৷ দুর্ভাগ্যবশত ইসরায়েল তাকে হত্যা করেছে।"
ইসরায়েলের দাবি, ভুলবশত ত্রাণ কর্মীদের হত্যা করা হয়েছে৷ ঘটনার পূর্ণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা৷ এদিকে, পোলিশ কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে৷ এছাড়াও ত্রাণকর্মীর পরিবারের জন্য ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে।
ছবি: Leo Correa/AP Photo/picture alliance
6 ছবি1 | 6
শুধু তা-ই নয়, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হলে জাতিসংঘের সাধারণ সভায় দুই-তৃতীয়াংশ ভোট পেলে তবেই ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হতে পারবে। এখন তারা কেবলই অবজারভার হিসেবে সেখানে আছে।
ভোটের পর জাতিসংঘের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ''ভাবনা ভালো ছিল। কিন্তু এদিনের প্রস্তাব সময়ের আগেই নেওয়া হয়েছে। এভাবে ফিলিস্তিনকে সদস্য় করা সম্ভব নয়।''
ভোটের আগে অ্যামেরিকার মুখপাত্র জানিয়েছিলেন, অ্যামেরিকা চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্রের সম্মান পাক। কিন্তু সেই আলোচনা সরাসরি ফিলিস্তিন এবং ইসরায়েলের সদস্যদের একসঙ্গে বসে করতে হবে। অ্যামেরিকা সেখানে মধ্যস্থতা করতে পারে মাত্র।
গাজার পাশে জার্মানির ইসরায়েলি ও ফিলিস্তিনিরা
ফিলিস্তিনের গাজায় স্যানিটেশন ও আশ্রয়কেন্দ্রের মতো জরুরি সেবা দিতে জার্মানিতে ইসরায়েলি-ফিলিস্তিনিদের একটি দল উদ্যোগ নিয়েছেন৷
ছবি: Slieman Halabi
‘ক্লিন শেল্টার’ প্রকল্প
জার্মানিতে কয়েকজন ইসরায়েলি ও ফিলিস্তিনি তরুণ ২০২৪ সালের জানুয়ারিতে ‘ক্লিন শেল্টার’ প্রকল্প শুরু করেছেন৷ তারা গাজায় ঘরহীন মানুষদের আশ্রয় ও স্যানিটেশনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন৷
ছবি: Slieman Halabi
সেবা-টমের উদ্যোগ
ফিলিস্তিনের গাজা থেকে আসা নারী সেবা আবু দাকা ও ইসরায়েলের হাইফা থেকে আসা নারী টম কেলনার জার্মানিতে এই উদ্যোগ শুরু করেন৷ তারা গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরের আশ্রয় নেয়াদের সাহায্যে বিভিন্ন নেটওয়ার্ক থেকে অর্থ জোগাড় করেছেন৷
ছবি: Slieman Halabi
২৮টি টয়লেট, ৩০টি তাঁবু
২০২৪ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত তারা মাওয়াসি শরণার্থী কেন্দ্রে ২৮টি টয়লেট ও ৩০টি তাঁবু বসিয়েছেন৷ টয়লেটগুলো শরণার্থী কেন্দ্রে প্রচণ্ড ভিড়ের মাঝে কিছুটা হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করছে৷
ছবি: Clean Shelter
আলোচনা প্রকল্প থেকে শুরু
মূল প্রকল্পটি ইউরোপে একটি আলোচনা প্রকল্প থেকে শুরু হয়েছে৷ স্লিমান হালাবি নামের এক ইসরায়েলি নাগরিক (যিনি আসলে ফিলিস্তিনি) উভয় সমাজের লোকজনের মাঝে একটা আলোচনা শুরু করেন৷
ছবি: Sarah Hofmann/DW
সংঘাত থেকে মুক্তি
এই প্রকল্পের এখনকার লক্ষ্য হলো একেবারে তৃণমূল পর্যায়ের মানুষকে যুক্ত করা এবং সংঘাত থেকে মুক্তির জন্য কাজ করা৷
ছবি: Israel Defense Forces/REUTERS
5 ছবি1 | 5
উল্লেখ্য ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ওসলো চুক্তিতে ফিলিস্তিনকে নিজস্ব প্রশাসন ও সরকার গঠনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের রাষ্ট্রের সম্মান দেওয়া হয়নি। তবে ভবিষ্য়তে য়াতে তারা রাষ্ট্রের সম্মান পেতে পারে, সেই রাস্তা তৈরি করে রাখা হয়েছিল।
হুতি বিদ্রোহীদের দাবি
এদিকে মধ্য়প্রাচ্য়ে উত্তেজনা অব্য়াহত। বৃহস্পতিবার ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইসরায়েল গাজা আক্রমণ করার পর থেকে লাগাতার তারা লোহিত সাগরে জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে। এই নিয়ে মোট ১০০টি জাহাজে হামলা চালানো হয়েছে। হুতি মুখপাত্র একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারত মহাসাগরে তারা অভিযান শুরু করেছে। অর্থাৎ, জলপথে ইসরায়েলের দক্ষিণে পৌছানোর চেষ্টা করছে তারা। মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরো জোরদার হবে।
ইসরায়েল গাজা স্ট্রিপে আক্রমণ শুরু করার পর থেকেই হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজের উপর আক্রমণ শুরু করে। এদিকে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে গাজা স্ট্রিপে এখনো পর্যন্ত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অসংখ্য নারী এবং শিশু আছে বলে অভিযোগ।