1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিল্ডিং ও রানিং বিটউইন দ্য উইকেটের সমস্যা রয়েছে ভারতীয় দলের- কপিল দেব

২ ফেব্রুয়ারি ২০১১

টস জেতা মানেই ম্যাচ জেতা- এমনটাই বলছেন কিংবদন্তীতুল্য ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব৷ তিনি বললেন, আসন্ন বিশ্বকাপে ভারতের শক্তি ব্যাটিং হলেও ট্রফি জিততে ভারতের জন্য টস হয়ে উঠবে গুরুত্বপূর্ণ৷

কপিল দেবছবি: AP

১৯৮৩ সাল৷ ক্রিকেটের বিশ্বকাপ জিতে নিল ভারত৷ দলের অধিনায়ক ছিলেন কপিল দেব৷ সাবেক অল রাউন্ডার৷ আর কয়েক দিন পরেই বিশ্বকাপ ক্রিকেট৷ এখন সব দলের পারফর্মেন্স আর দলের বিভিন্ন কৌশল নিয়ে চলছে আলোচনা৷ ভারতের শক্তিশালী দিক কোনটি? এমন এক প্রশ্ন করা হয়েছিল কপিল দেব কে৷ এর উত্তরে তিনি বললেন, ‘ভারতের শক্তিশালী দিক ব্যাটিং৷ ব্যাটিংয়ের উপর আমাদের ভরসা এবং বিশ্বাস দুটোই করতে হবে৷ তবে খেলায় ভাগ্যও একটি ব্যাপার৷ বিশেষ করে প্রতি ম্যাচে টস জয় করাটা জরুরী৷ তিনি বলেন, টস হেরে গেলে সেটা ম্যাচ জয়ে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷ যদি প্রথমে ব্যাট করে ৩০০ বা তার বেশি রান করতে পারে ভারতীয় দল, তাহলে বোলারদের জন্য ম্যাচে জয় বের করে আনাটা সহজ হয়৷'

কপিল দেব মনে করেন, বর্তমান ভারতীয় দল থেকে যেকোন সময়ের তুলনায় বেশ ভারসাম্যপূর্ণ দল৷ তবে দলে একজন পরিপূর্ণ অল রাউন্ডারের অভাব রয়েছে৷ কিন্তু কপিলের কথা, উইকেটরক্ষক - ব্যাটসম্যান হিসেবে ধোনী সেই অভাব বেশ ভালভাবেই পুরণ করতে পারছেন৷

তিনি বলেন, কাগজে কলমে ভারত এবারের টুর্নামেন্টে ফেবারিট এতে কোন সন্দেহ নেই৷ দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে৷ তবে তাদের মধ্যে ফিল্ডিং এবং রানিং বিটউইন দ্য উইকেটের সমস্যা রয়েছে৷ সব মিলিয়ে ভারতের ব্যাটিং এই মুহূর্তে যতটা শক্তিশালী তাতে দিন শেষে দলের ফলাফল অনুকূলেই থাকবে বলে আমি বিশ্বাস করি৷

দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন বিশ্বকাপের পরে দল ছেড়ে চলে যাচ্ছেন- এ নিয়ে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে রাজী হননি কপিল৷ বিশ্বকাপ জয়ের ব্যপারে কোন পরামর্শ দলের জন্য আছে কিনা এই প্রশ্নের উত্তরে অনেকটা কূটনৈতিক মন্তব্য করে কপিল বলেছেন এ ব্যপারে পরামর্শ দেবার মত যোগ্য আমি নই৷ আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই দল যাতে ক্রিকেটকে উপভোগ করে এবং নিজেদের যথাসম্ভব সেরা খেলাটা উপহার দেয়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ