1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

ফিল্মি কায়দায় কিম জং-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২৬ মার্চ ২০২২

হলিউডের অ্যাকশনধর্মী ছবি ‘টপ গান'-এর কথা মনে আছে? অনেকটা সেই ছবির অ্যাকশনের মতোই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷

Nordkorea Raketen-Test
ছবি: KCNA /AP Photo/picture alliance

স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল দরজা৷ গায়ে লেদারের চকচকে জ্যাকেট, চোখে সানগ্লাস আর দুই পাশে দুই সেনা কর্মকর্তা নিয়ে ধীর গতিতে এগিয়ে আসলেন কিম জং উন৷ ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে দিলেন নির্দেশনা৷ এমনই একটি ভিডিও শুক্রবার প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল৷

টেলিভিশনে এমন ভিডিও দেখিয়ে শুক্রবার উত্তর কোরিয়া তাদের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়৷

ভিডিওতে উত্তর কোরিয়ার এই নেতায় বিশেষ স্টাইলে জমকালো উপস্থিতিকে হলিউডের ‘টপ গান' সিনেমা বা দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গান ‘গ্যাংন্যাম স্টাইলের সাথেই তুলনা করছেন কেউ কেউ৷

উৎক্ষেপণের নির্দেশ দেয়ার আগে ঘড়ি দেখছেন কিমছবি: Avalon/Photoshot/picture alliance

ভিডিওতে দেখা যায়, সেনা কর্মকর্তাদের দুই পাশে রেখে ধীর গতিতে বেরিয়ে আসছেন কিম জং৷ এরপর কর্মকর্তারা তাদের ঘড়ির দিকে তাকান৷ অর্থাৎ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়টি দেখছিলেন৷ এরপর নিজের সানগ্লাস নামিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য মাথা নেড়ে অনুমতি দিতে দেখা গেল কিমকে৷

সেনা কর্মকর্তাদের কসরত শেষে উৎক্ষেপণ হয় ক্ষেপণাস্ত্রটি৷ উৎক্ষেপণ শেষে হাত তুলে দুই সেনা কর্মকর্তার সাথে চিৎকার করে তা উদযাপন করতে দেখা গেছে কিমকে৷

কেসিএনএর প্রকাশিত ছবিতে দানবীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের দৃশ্যছবি: Avalon/Photoshot/picture alliance

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া ২০১৭ সালের পর থেকে এবারই প্রথমবারের মতো আইসিবিএমের পূর্ণাঙ্গ পরীক্ষা চালালো৷ আইসিবিএম হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র৷ এগুলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম বলে দাবি করছেন কোনো কোনো বিশেষজ্ঞ৷

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্মুখভাবে সাদাকালো রঙের দানবীয় ক্ষেপণাস্ত্রটি একটি উৎক্ষেপণ যান ছেড়ে উঠে যাচ্ছে৷ 

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হাসং-১৭ সর্বোচ্চ ৬২৪৮.৫ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে ১০৯০ কিলোমিটার দূরে সাগরের লক্ষ্যস্থলে নির্ভুলভাবে আঘাত হেনেছে৷

আরআর/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ