1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য লাস্ট স্ট্যান্ড’

৭ জানুয়ারি ২০১৩

আর্নল্ড শোয়ারৎসেনেগার এ কথাটা বললেন তাঁর নতুন অ্যাকশন ছবি ‘দ্য লাস্ট স্ট্যান্ড’-এর মোহরত উপলক্ষ্যে৷ ফিল্ম হল মনোরঞ্জন, কনেক্টিকাটের স্কুলে গুলি চালনার মতো ট্র্যাজিক ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বলেন শোয়ারৎসেনেগার৷

Batman und Robin (Batman and Robin, USA 1997, Regie: Joel Schumacher)Uma Thurman, Arnold Schwarzenegger / Kostüme: Poison Ivy, Mr, Freeze, Mister; Rüstung, Panzer, Brustpanzer, Harnisch, futuristisch, Fantasy, Comic-Verfilmung, & /------ WICHTIG: Nutzung nur redaktionell mit Filmtitelnennung bzw. Berichterstattung über diesen Film. Buch- und Kalendernutzung nur nach Absprache. ------IMPORTANT: To be used solely for editorial coverage of this specific motion picture/TV programme.
ছবি: picture-alliance/dpa

‘দ্য লাস্ট স্ট্যান্ড' মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ১৮ই জানুয়ারি থেকে৷ এ ধরণের ছবি হলো এন্টারটেইনমেন্ট, আর অন্যটা হলো একটি অবিশ্বাস্য ট্র্যাজেডি, লস এঞ্জেলেসে রিপোর্টারদের বলেন ‘টার্মিনেটর', ‘প্রেডেটর', ‘ট্রু লাইজ' ইত্যাদি ছবির নায়ক শোয়ারৎসেনেগার, যিনি ৬৫ পার করেছেন৷ এবং শুধু অভিনেতাই নন, সাত বছর ধরে ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন অস্ট্রিয়া-জাত এই সাবেক বডি-বিল্ডার৷ প্রদেশ শাসনের দায়িত্ব থেকে রেহাই পাবার পর নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি হলো ‘দ্য লাস্ট স্ট্যান্ড'৷

ফিল্ম হল মনোরঞ্জন, কনেক্টিকাটের স্কুলে গুলি চালনার মতো ট্র্যাজিক ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বলেন শোয়ারৎসেনেগারছবি: picture-alliance/dpa

১৪ই ডিসেম্বর স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে হত্যাকাণ্ডে ২০ জন শিশু এবং ছয় জন শিক্ষক-শিক্ষিকা প্রাণ হারান৷ শোয়ারৎসেনেগারের মতে এই ট্র্যাজেডি শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ঘটিত নয়৷ ‘‘আমাদের দেখতে হবে, আমরা কিভাবে মানসিক অসুস্থতার মোকাবিলা করি; আগ্নেয়াস্ত্র আইনের ব্যাপারে আমরা কি করি; সন্তান প্রতিপালনের ব্যাপারে আমরা কি করি,'' বলেন শোয়ারৎসেনেগার৷

বলতে কি, স্যান্ডি হুক হত্যাকাণ্ডের ব্যাপারে হলিউড এবং অ্যাকশন ছবির দিকে যারা আঙুল তুলেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ‘গান লবি' – অর্থাৎ যারা সাধারণ নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার এবং বন্দুকধারণের সপক্ষে – সেই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনও পড়ে৷ এমনকি এনআরএ প্রধান ওয়েন লাপিয়ের শোয়ারৎসেনেগারের ‘দ্য লাস্ট স্ট্যান্ড' ছবিটির নাম করেই বলেছেন, স্যান্ডি হুক হত্যাকাণ্ডের পিছনে এ ধরণের ছবিরও একটা ভূমিকা থাকতে পারে৷

ছবিটিতে শোয়ারৎসেনেগার লস এঞ্জেলেসের এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন, যে পরে মেক্সিকো সীমান্তে একটি ছোট শহরের শেরিফ হয়ে এক ড্রাগলর্ডের অ্যামেরিকায় ঢোকা রোখার চেষ্টা করছে৷ স্বভাবতই ছবিটিতে মারদাঙ্গা দৃশ্যের কোনো অভাব নেই৷ তবে শোয়ারৎসেনেগারের মতে আগ্নেয়াস্ত্র আইন এবং মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত নিয়মাবলীর সংস্কারের প্রয়োজন থাকতে পারে – হলিউডের নেই৷

সন্তান প্রতিপালন? শোয়ারৎসেনেগারের প্রশ্ন হলো, কনেক্টিকাটের খুনি অ্যাডাম ল্যাঞ্জার মা বন্দুক সংগ্রহ করতেন ও তাঁর শিশুসন্তানকে শুটিং রেঞ্জে নিয়ে যেতেন কি কারণে?

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ