1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলকে গুডবাই জানালেন বির্গিট প্রিন্স

১২ আগস্ট ২০১১

একবার নয় দুই বার নয় তিন তিন বার বিশ্ব সেরা হয়ে জার্মানির প্রমীলা ফুটবলকে যিনি গোটা বিশ্বের কাছে পরিচিত করে তুলেছিলেন, সেই বির্গিট প্রিন্স অবসর নিলেন৷ শুক্রবার জানিয়ে দিলেন, আর ফুটবল মাঠে নামছেন না তিনি৷

বির্গিট প্রিন্সছবি: dapd

২০০৭ সালে জার্মানির প্রমীলা ফুটবল দল যখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে, তখন দলকে নেতৃত্ব দিয়েছিলেন বির্গিট প্রিন্স৷ অনেক আশা ছিল এবারের বিশ্বকাপে, কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের৷ এবারের বিশ্বকাপের সব খেলাতে মাঠে নামতে পারেননি প্রিন্স৷ এমনকি কোয়ার্টার ফাইনালেও৷ সাইড বেঞ্চে বসেই দলের বিদায় দেখতে হয় ৩৩ বছরের এই প্রমীলা ফুটবলারকে৷ জাতীয় দলের কোচ সিলভিয়া নাইডের প্রাথমিক পছন্দের তালিকায় নিজেকে দেখতে পাচ্ছেন না প্রিন্স৷ এছাড়া বয়সও হয়েছে৷ তাই সময় থাকতেই সরে দাঁড়ালেন তিনি৷ শুক্রবার বির্গিট প্রিন্স তাঁর অবসরের কথা জানিয়ে দিলেন হাসি মুখেই৷

তবে প্রিন্সের অভাব এতো সহজে পূরণ হবে না৷ প্রমীলা ফুটবলের অন্যতম তারকা বুন্ডেসলিগার ফ্রাংকফুর্ট দলের এই ফুটবলার৷ ১৯৯৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর৷ এরপর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে দেশের পক্ষে সর্বোচ্চ ২১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি৷ গোল করেছেন ১২৮টি৷ দু'বার বিশ্বকাপ, পাঁচবার ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের সদস্য ছিলেন প্রিন্স৷ বিগত ২০০৩ সাল থেকে টানা তিন বছর ফিফা'র বিশ্বসেরা প্রমীলা ফুটবলার নির্বাচিত হন তিনি৷

ঘরোয়া ফুটবলেও নজরকাড়া সাফল্য রয়েছে তাঁর৷ ফ্রাংকফুর্ট দলের হয়ে নয়বার বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন, জার্মান কাপ জিতেছেন এখনও পর্যন্ত দশবার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ