1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষতা বাড়াতে প্রযুক্তি

২২ মার্চ ২০১৪

২০০৬ বিশ্বকাপে জার্মানি আর আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা মনে আছে? টাইব্রেকারে আর্জেন্টিনার হেরে যাওয়ার ছবিটা সমর্থকদের এখনো মনে গেঁথে থাকার কথা৷

Robocup Roboter Fußball Weltmeisterschaft 2000 in Melbourne
ছবি: Getty Images

টাইব্রেকারের সময় জার্মানির গোলরক্ষক ইয়েন্স লেমানের হাতে ছোট্ট একটা টুকরো কাগজ ধরিয়ে দিয়েছিলেন কোচ৷ সেই কাগজে আর্জেন্টিনার যেসব খেলোয়াড় পেনাল্টি শট নেবেন, তাঁদের ধরণ সম্পর্কে কিছুটা বর্ণনা ছিল৷ যেমন কোন খেলোয়াড় কোনদিকে বেশি শট নেন ইত্যাদি৷

হাতে এই তথ্যগুলো থাকার কারণে লেমান সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন, কোন খেলোয়াড়ের শট ঠেকানোর জন্য তিনি কীভাবে, কোনদিকে ঝাঁপিয়ে পড়বেন৷ এতে তিনি দুটো শট ঠেকাতে সফল হয়েছিলেন৷ ফলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছিল জার্মানি৷

অত্যাধুনিক ‘চিপ’-এর সমন্নয়ে তৈরি ফুটবলছবি: picture alliance/Pressefoto Ulmer

এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, প্রতিপক্ষ দলের খেলার ধরণ ও তাদের খেলোয়াড় সম্পর্কে তথ্য জানাটা কত গুরুত্বপূর্ণ৷ এছাড়া নিজ দলের খেলোয়াড়দের আগের খেলার বিশ্লেষণও ফুটবলারদের মান বাড়াতে সহায়তা করে৷ বর্তমান সময়ে কোনো দলের কোচের কাজই হলো এই বিশ্লেষণগুলো আমলে নিয়ে সে অনুযায়ী দল পরিচালনা করা৷ জার্মান জাতীয় দলের ম্যানেজার অলিভার বিয়েরহোফ বলেন, ‘‘প্রশিক্ষণের সময় যে বিষয়টাতে বেশি সময় দেয়া হয় তা হলো খেলা বিশ্লেষণ৷''

এই বিশ্লেষণ করতে কোচদের চক হাতে বোর্ডে আঁকাআঁকি করতে দেখা যায়৷ তবে যুগের সাথে তাল মিলিয়ে এক্ষেত্রেও পরিবর্তন আসছে৷ ভবিষ্যতের কোচদের হাতে থাকবে ট্যাবলেট৷ সেটা দিয়েই তারা খেলোয়াড়দের খেলার কৌশল বুঝিয়ে দেবেন৷

জার্মান জাতীয় দল ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার শুরু করে দিয়েছে৷ বিশ্বকাপকে সামনে রেখে তারা প্রশিক্ষণ কাজে এসএপি কোম্পানির ‘হানা' নামক একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছে৷ নাম শুনেই বোঝা যাচ্ছে, হানা সফটওয়্যারটি বিভিন্ন তথ্য বিশ্লেষণে সহায়তা করছে৷ এসএপি-র এই প্রযুক্তি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছে বুন্ডেসলিগার দল হোফেনহাইম৷

জার্মান জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহারের জন্য একটি ‘অ্যাপ' তৈরি করে দিয়েছে এসএপি৷ এর মাধ্যমে ফুটবলাররা জাতীয় দলের খেলা না থাকলেও একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারছেন৷

অন্যান্য খেলায় প্রযুক্তির ব্যবহার

আইবিএম রাগবি খেলোয়াড়দের জন্য একই ধরণের প্রযুক্তি সরবরাহ করেছে৷ গলফ খেলোয়াড়রাও অনেকদিন ধরে প্রযুক্তির সহায়তা নিচ্ছেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ