1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিক বই হিরো

৩ মার্চ ২০১৪

সুপারম্যান, স্পাইডারম্যান, অরণ্যদেব বা ম্যানড্রেক নয় – আইভরি কোস্টের ফুটবলার দিদিয়ে দ্রগবা এখন আর শুধু সাধারণ জীবনে নয়, একেবারে কমিক বইয়ের হিরো হয়ে উঠেছেন৷ শিশু-কিশোরদের প্রেরণা যোগাবে এই ফুটবল তারকার জীবনকাহিনি৷

আইভরি কোস্টের দ্রগবাছবি: picture-alliance/dpa

হাঁটতে শিখেছিলেন মাত্র ছয় মাস বয়সে৷ পাঁচ বছরেই পরিবারকে পেছনে ফেলে বিদেশে চলে যেতে হয়েছিল৷ প্রেম পর্বেও দেরি হয় নি৷ মাত্র ১৭ বছর বয়সে বিয়েও করেছিলেন প্রেমিকাকে৷ সেই বিয়ে অবশ্য টেকেনি৷ শুধু ব্যক্তিজীবনে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা অবশ্য কাউকে খ্যাতির শিখরে নিয়ে যেতে পারে না৷ আফ্রিকার দরিদ্র পরিবার থেকে বিশ্ব ফুটবলের প্রথম সারিতে আসার সাফল্যই দিদিয়ে দ্রগবাকে বাকিদের থেকে আলাদা করে রেখেছে৷ সেই কাহিনি এবার ফুটে উঠছে কমিক বইয়ে৷ ফ্রান্সের একটি প্রকাশনা সংস্থা ‘টিটো থেকে দ্রগবা' নামের বইটি বাজারে আনছে৷ তার আগেই ব্রিটেনের জন্য ইংরাজি সংস্করণের পরিকল্পনাও হয়ে গেছে৷

আফ্রিকার দ্রগবাছবি: Issouf Sanogo/AFP/Getty Images

আইভরি কোস্টের রাজধানী আবিদজান থেকে দ্রগবার যাত্রা শুরু৷ ১৯৭৮ সালে সেখানকার এক দরিদ্র পরিবারে জন্ম৷ ছোটবেলায় ডাকনাম রাখা হয়েছিলো ‘টিটো'৷ পাঁচ বছর বয়সে মামা মিশেল গোবার সঙ্গে ফ্রান্সে চলে যান তিনি৷ মিশেল তখনই পেশাদার ফুটবলার ছিলেন৷ টিটো-র বাবা-মা ভেবেছিলেন, ফ্রান্সে গেলে ছেলে হয়ত কিছু করে দেখাতে পারবে৷ কিন্তু সমস্যা হলো, মামা বার বার ক্লাব বদলানোর ফলে ছোট্ট টিটো কোনো এক জায়গায় থিতু হয়ে বসতে পারছিল না৷ তবে তার যখন বয়স ১৩, তখন বাবা-মাও ফ্রান্সে চলে আসেন৷ স্থানীয় একটি ফুটবল ক্লাবে খেলাও শুরু হয়৷ তারপরের ঘটনা তো ইতিহাস৷

দ্রগবার কাহিনি কিশোরদের অনুপ্রেরণা যোগাতে পারে, তাদের স্বপ্ন দেখার সাহস দিতে পারে – এমনটাই এই প্রকল্পের উদ্দেশ্য৷ দ্রগবা নিজে এক সাক্ষাৎকারে বলেছেন, ফুটবল খেলে অনেক মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে, ইউনিসেফ-এর দূত হয়ে উঠেছেন৷

কমিক বই বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে, তার একটা অংশ যাবে ‘দিদিয়ে দ্রগবা ফাউন্ডেশন'-এর কাজে৷ আফ্রিকায় স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত অনেক প্রকল্পের সঙ্গে তিনি এভাবে যুক্ত আছেন৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ