ক্রিকেটে উইকেটকিপার হয়ে ভালো ব্যাট করা যায়, কিন্তু বল করা যায় কি? সোমবার পোর্তো আলেগ্রে-তে জার্মানির গোলকিপার মানুয়েল নয়ার দেখালেন, গোলে থেকেও কিভাবে ‘স্টপার' হওয়া যায়৷
বিজ্ঞাপন
ধরা যাক পোড়ো-ঝোড়ো মাঠঘাট৷ সেখানে উত্তেজনামূলক কিংবা কৌতূহল উদ্দীপক কিছু ঘটবার আশা কিংবা সম্ভাবনা নিতান্ত কম৷ সেই মলিন প্রান্তরে যদি হঠাৎ চারদিক আলোকিত করে কোনো দেবদূত আবির্ভূত হন, তাহলে যেমন হাঁটু গেড়ে বলতে ইচ্ছে করে: এতদিন পরে এলে, প্রভু? আলজেরিয়ার সঙ্গে জার্মান দলের ৯০ মিনিট প্লাস আধঘণ্টার ধস্তাধস্তি দেখার পর মানুষজন যখন সবে ধুত্তোর বলে টিভি বন্ধ করতে যাচ্ছেন, ঠিক তখনই তাঁদের মুখে হাসি ফুটলো: অন্তত মানু নয়ারকে তো দেখা গেছে, যাকে বলে কিনা ‘ইন অ্যাকশন'৷
ডিফেন্সে চার-চারটে একেবারে খেজো ব্যাক রেখেছিলেন কোচ ইওয়াখিম ল্যোভ, যা-তে ছুঁচ কিংবা ছুঁচো পর্যন্ত গলতে না পারে৷ তা সত্ত্বেও দেখা গেল, জার্মান ডিফেন্সের মধ্যমণিটি সবার পিছনে: সেখান থেকেই ১৯ বার পেনাল্টি এরিয়ার বাইরে এসে ফুলব্যাকের কাজ করেছেন এই গোলরক্ষক, যাকে আজ বিশ্বের সেরা গোলরক্ষক বলতে শুধু আমার কেন, বিশ্বের আরো অনেক বোদ্ধার কোনো দ্বিধা নেই৷
চুমু খাওয়ার মজাই আলাদা
ফুটবল মানে বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস দুঃখ, হতাশা বা কান্না৷ গত বিশ্বকাপের সময় আবেগ, অনুভূতি প্রকাশে রাখঢাক রাখেননি অনেকেই৷ এমনকি প্রকাশ্যে চুমু খেতেও আপত্তি ছিল না তাঁদের৷ ফুটবল ভক্তদের কিছু অন্তরঙ্গ ছবি পাবেন এখানে৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
প্রেমিক যুগল
১৭ই জুন ২০১৪৷ ব্রাজিলের সালভাদোরে খেলা হচ্ছিলো ব্রাজিল বনাম মেক্সিকোর৷ খেলা দেখার সময় ব্রাজিল দলের ভক্ত যুগল এভাবেই অনুভূতি প্রকাশ করেন৷
ছবি: Getty Images
জার্মান দলের ভক্ত
২০১০ সালের ৭ই জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল৷ জার্মানি বনাম স্পেনের সেমি ফাইনাল খেলা৷ বার্লিনের ‘ফ্যান মাইল পাবলিক ভিউয়িং’-এ খেলা দেখার সময় জার্মান জাতীয় দলের দুই ভক্তের চুম্বনের দৃশ্য এটি৷
ছবি: AFP/Getty Images
ব্রাজিল দলের ভক্ত যুগল
খেলা হচ্ছে ব্রাজিল দলের সাথে মেক্সিকো দলের৷ দেশের মাটিতে প্রিয় দলের খেলা হচ্ছে, কাজেই আনন্দ কিছুটা বেশিই! অন্যান্যদের মাঝে বসে নিজেরা চুম্বনে ব্যস্ত৷
ছবি: Dimitar Dilkoff/AFP/Getty Images
ফ্রেঞ্চ কিস!
এ বছর ১৫ই জুন, পর্তো আলেগ্রের বাইরা – রিও স্টেডিয়ামে ই-গ্রুপের প্রাথমিক খেলা৷ খেলছিল ফ্রান্স বনাম হন্ডুরাস৷ খেলা চলাকালে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এক আলোকচিত্রী৷
ছবি: picture-alliance/dpa
চিলির ভক্তদের চুম্বন
বিশ্বকাপ ফুটবল ২০১৪, চিলির সাথে স্পেনের বি-রাউন্ডের প্রাথমিক খেলা৷ চিলির ভক্তরা ব্রাজিলের রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে খেলা দেখতে দেখতে চুমু খাচ্ছিলেন৷
ছবি: picture-alliance/dpa
দুই ‘অন্ধ ভক্তের’ কাণ্ড
স্প্যানিশ দলের দুই ‘অন্ধ ভক্ত’ চুম্বন করছেন স্পেন বনাম হল্যান্ডের খেলা দেখার সময়৷ খেলাটি হয় গত ১৩ই জুন সালভাদোরের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে৷
ছবি: Getty Images
কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা
১৪ই জুন ২০১৪, কলোম্বিয়া বনাম গ্রিসের খেলা৷ খেলাটি হয় ব্রাজিলের বেলো হরিসন্ট-এর মিনাইরাও অ্যারেনাতে৷ কলোম্বিয়া দলের ভক্তদের এই চুম্বনটি খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তোলা৷
ছবি: AFP/Getty Images
মাঠের শত্রু যখন বন্ধু
মানাউসের অ্যামাজন অ্যারেনা স্টেডিয়ামে ১৪ই জুন ইংল্যান্ডের সাথে ইটালির গ্রুপ ‘ডি’-এর ফুটবল ম্যাচ৷ ইটালি দলের ভক্ত চুম্বন করেছেন ইংল্যান্ড দলের ভক্তকে৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images
উরুগুয়ের ভক্তদের চুমু
উরুগুয়ের ভক্ত একে অপরকে চুমু দিচ্ছে৷ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাই খেলার সময়৷ খেলাটি ছিল কোস্টারিকা বনাম মন্টেভিডিও৷
ছবি: AP
স্পেনের সমর্থক যুগল
স্পেনিশ দলের সাপোর্টার দু’জন এভাবেই চুমু খাচ্ছেন রিও ডি জানেরোর মারাকানা স্টেডিয়ামে, যখন চিলির জাতীয় দলের সাথে স্পেনের জাতীয় দলের খেলা চলছিল ১৮ই জুন ২০১৪ সালে৷
ছবি: LLUIS GENE/AFP/Getty Images
ইরানি যুগল
১৬ই জুন ছিল বিশ্বকাপ ফুটবলের ইরান বনাম নাইজেরিয়ার খেলা৷ খেলা শুরুর ঠিক আগে ইরানের ভক্ত প্রেমিক-প্রেমিকার চুমুর দৃশ্য এটি৷ রক্ষণশীল দেশ হিসেবে বিবেচিত ইরানের নাগরিকদের এ রকম প্রকাশ্য চুমুর ছবি সত্যিই বিরল৷
ছবি: Behrouz Mehri/AFP/Getty Images
11 ছবি1 | 11
‘স্রেফ হারাকিরি'
গোলকিপার মাত্রেই প্রয়োজনে কুমির-ডাঙা খেলে থাকেন, মানে বুঁদির গড় ছেড়ে বাইরে এসে এটা-সেটা ক্লিয়ার করে থাকেন৷ এবং প্রতিবারেই সেটা একটা ঝুঁকি: মিস করলে সময় মতো আবার গোলে ফিরতে না পারার সম্ভাবনা; বিপক্ষের প্লেয়ারকে হিট করলে লাল কার্ড দেখার সম্ভাবনা; সবচেয়ে বড় কথা, নিজের চোট পাবার সম্ভাবনা৷ সাধে কি জার্মানি তথা বিশ্বের আরেক সেরা গোলরক্ষক অলিভার কান – যিনি এই বিশ্বকাপে জার্মান টেলিভিশনের হয়ে রিও ডি জানেরোর হোটেলের ছাদে দাঁড়িয়ে এক্সপার্ট কমেন্ট দিচ্ছেন – সেই অলিভার কান গতকাল মানুয়েল নয়ারের ‘অ্যাডভেঞ্চার'-কে বলেছেন স্রেফ হারাকিরি৷
তা-তে আবার জার্মান দলের বিটিটি, অর্থাৎ ফেডারাল গোলরক্ষক ট্রেনার আন্ড্রেয়াস ক্যোপকে তাবৎ প্রতিবাদ জানিয়েছেন: নয়ারের ঐ ‘‘ঝুঁকি নেওয়াটা আদৌ অপ্রয়োজনীয় নয়'', বলেছেন ক্যোপকে৷ বরং দেখা গেছে যে, মানুয়েল নয়ার খেলে মজা পাচ্ছেন এবং বেঞ্চে বসা কোচ ও কর্মকর্তারা নয়ারের কাণ্ডকারখানা দেখে বিন্দুমাত্র নার্ভাস হয়ে পড়েননি৷ ‘মানু' যেভাবে পরিস্থিতি আন্দাজ করতে পারেন, তা ‘ইউনিক' এবং ‘ফ্যান্ট্যাস্টিক', বলেছেন ক্যোপকে৷ দরকার হলে নয়ার ‘স্টপার' হিসেবে খেলতে পারেন, বলেছেন জাতীয় দলের আরেক সাবেক খেলোয়াড় ক্রিস্টফ মেটসেল্ডার৷
জুয়েল সামাদের চোখে বিশ্বকাপ
ফরাসি বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী জুয়েল সামাদ বিশ্বকাপ চলাকালে ব্রাজিলে ব্যতিক্রমী কিছু ছবি তুলেছেন৷ চলুন বাংলাদেশি এই আলোকচিত্রীর চোখে দেখা যাক এবারের বিশ্বকাপ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জার্সিতে নেইমার
বিশ্বকাপ শুরুর দিন সাও পাওলোতে তোলা ছবি এটি৷ ভক্তদের জন্য তৈরি এসব জার্সির পেছনে লেখা আছে নেইমারের নাম এবং দশ নম্বর৷ ব্রাজিলসহ গোটা বিশ্বেই এখন সুপরিচিত নেইমার৷ বিশ্বকাপ শুরুর দিন ‘এএফপি/গেটি ইমেজেস’-এর জন্য এই ছবিটি তুলেছেন বাংলাদেশি আলোকচিত্রী জুয়েল সামাদ৷ তাঁর তোলা আরো ছবি পাবেন এই ছবিঘরে৷
ছবি: AFP/Getty Images
পুরো পা ট্যাটু করা
পর্তুগালের মধ্যমাঠের খেলোয়াড় রাউল মায়রেলেস-এর ডান পা পুরোটাই ট্যাটুতে ভরা৷ ১৮ই জুন সাও পাওলোতে খেলোয়াড়দের অনুশীলনের সময় ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বিমানবন্দরে প্রতিক্ষা
কলোম্বিয়ার এক ফুটবল সমর্থক তাঁর পরবর্তী গন্তব্যের উড়ালের জন্য ব্রাজিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন৷ তবে তিনি কি মাঠে নাকি বিমানবন্দরে – তা এই পোশাক দেখে বোঝা মুশকিল৷ ছবিটি ১৯শে জুন তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
নখে ব্রাজিল!
বিশ্বকাপ মাঠের এক স্বেচ্ছাসেবী তাঁর নখ রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে৷ ব্রাজিলের কুইয়েবা স্টেডিয়ামে ২০শে জুন ছবিটি তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বোকো হারামকে ঠেকানোর আহ্বান
বিশ্বকাপ ‘কভার’ করতে আসা নাইজেরিয়ার এক সাংবাদিকের টি-শার্টে লেখা ‘ওয়ার্ল্ড ইউনাইটস এগেইনস্ট বোকো হারাম’৷ ব্রাজিলের কুইয়েবায় নাইজেরিয়ার বিপক্ষে বসনিয়া-হ্যারৎসেগোভিনার খেলার দিন ২১শে জুন স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ছবিটি তোলা হয়৷
ছবি: J.Samad/AFP/GettyImages
‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’
বোকো হারাম নাইজেরিয়ায় কয়েক শত স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখেছে৷ তাদের মুক্তির দাবিতে চালু করা হয় হ্যাশট্যাগ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’৷ কুইয়েবায় নাইজেরিয়া এবং বসনিয়া-হ্যারৎসেগোভিনার ম্যাচ চলাকালে গ্যালারিতে ব্যানারটি প্রদর্শন করেন এক ফুটবল ভক্ত৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
প্রতিক্রিয়া
বসনিয়া-হ্যারৎসেগোভিনার মধ্যমাঠের খেলোয়াড় টিনো সুশিচ খেলা শেষে এভাবেই মাঠে শুয়ে পড়েন৷ কুইয়েবায় নাইজেরিয়ার সঙ্গে সে খেলায় ১-০ গোলে হারে তাঁর দল৷ তাই এমন প্রতিক্রিয়া৷ ২১শে জুন ছবিটি তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
অনুশীলনের জন্য ‘ব্রাজুকা’ বল
আর্জেন্টিনার খেলায়াড়দের অনুশীলনের জন্য জড়ো করা বিশ্বকাপের ব্রাজুকা বল৷ পোর্তো আলেগ্রে স্টেডিয়াম থেকে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জন্মদিনে বিশেষ জুতা
নিজের জন্মদিনে বিশেষভাবে তৈরি জুতা পরে অনুশীলনে অংশ নেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি৷ বিশ্বকাপের কারণে ২৭তম জন্মদিনটি এবার ব্রাজিলেই উদযাপন করেছেন তিনি৷ পোর্তো আলেগ্রের স্টেডিয়ামে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
এমেনিকার অনুশীলন
পোর্তো আলেগ্রেতে অনুশীলনের সময় এভাবেই ক্যামেরাবন্দি হন নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ইমানুয়েল এমেনিকে৷ এ ছবিটিও ২৪শে জুন তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
আলোকচিত্রী জুয়েল সামাদ
আলোকচিত্রী জুয়েল সামাদ বেশ কয়েক বছর ধরে বার্তা সংস্থা এএফপিতে চাকরি করছেন৷ বর্তমানে তিনি মূলত হোয়াইট হাউজে প্রেসিডেন্টের ইভেন্ট কভার করার দায়িত্বে আছেন৷ ছবিতে মেয়ে আইয়ানের সঙ্গে রয়েছেন সামাদ৷
ছবি: Farjana khan
11 ছবি1 | 11
‘আমি জানি, আমি কি করতে পারি'
এবার শোনা যাক জার্মান দলের কোচ ইওয়াখিম ল্যোভ কী বলেছেন বায়ার্ন মিউনিখের ২৮ বছর বয়সি গোলরক্ষকটির সম্বন্ধে: ‘‘ও দারুণ খেলেছে৷ ও একজন স্টপারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আমাদের একাধিক সংকটপূর্ণ পরিস্থিতি থেকে বাঁচিয়েছে৷'' সেই সঙ্গে নয়ারের নিজের মন্তব্য যোগ করলে আলো ভালো লাগবে: নয়ার কিন্তু হাজার প্রশংসাতেও ‘কুল', মানে যাকে ইংরিজিতে বলে কিনা ঠান্ডা৷ এভাবে খেলার অর্থ বারংবার একটা সিদ্ধান্ত নেওয়া, ‘‘কিন্তু একবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমি পুরোপুরি একশো ভাগ সেই কাজটা করি৷''
আর চোট পাবার আশঙ্কা? ‘‘ভয় পেলে আমি গোললাইনেই দাঁড়িয়ে থাকতাম৷ আমি চেষ্টা করি, ইনজুরির কথা না ভাবতে,'' বলেন নয়ার৷ ‘‘আমি জানি, আমি কি করতে পারি৷ এটাই আমার খেলা'' – আর ঠিক সেইজন্যেই নয়ার ‘বিশ্বখ্যাত', বলেছেন দলীয় সতীর্থ এবং ফুলব্যাক পের মের্টেসাকার৷
আর বিশ্বখ্যাত যদি এ যাবৎ না-ও হয়ে থাকেন, তবে এবার মানুয়েল নয়ারের বিশ্বখ্যাত হওয়া রোখে কে? গোল থেকে ৩০ মিটার দূরে গোলকিপারকে লাফ-ঝাঁপ করতে দেখা আর বাগেরহাটে বাঘ দেখতে পাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে কি?