1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের উন্নয়নে ‘পারফর্মেন্স সেন্টার' গড়ার কথা চলছে জার্মানিতে

২৬ সেপ্টেম্বর ২০১১

ফ্রাঙ্কফুর্ট শহরে একই ছাদের নিচে বহুমুখী এক ফুটবল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন জাতীয় টিমের ম্যানেজার অলিভার বিয়ারহফ৷ সোমবার তিনি সেই কেন্দ্রের রূপরেখা তুলে ধরলেন৷

‘পারফর্মেন্স সেন্টার' গড়ার উদ্যোগ নিচ্ছেন বিয়ারহফছবি: DW-TV

আন্তর্জাতিক স্তরে কোন দল কত ভালো ফুটবল খেলবে, কতদূর এগোবে – তা আগে থেকে বলা কার্যত অসম্ভব৷ ভালো টিম গড়ে, কঠিন পরিশ্রম ও অনুশীলন করিয়ে টিমকে বড়জোর প্রস্তুত করে তুলতে পারেন কোচ৷ তারপর ফলাফল ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না৷ কিন্তু ভবিষ্যতে জার্মানি গোটা বিষয়টিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার পথে এগোচ্ছে৷ সেরা ফুটবল দেখতে হলে এমন আয়োজন করতেই হবে বলে মনে করেন জাতীয় টিমের ম্যানেজার অলিভার বিয়ারহফ৷ তিনি নিজে এই কাজের দায়িত্ব কাঁধে তুলে নিতে চান৷

প্রায় ৪ কোটি ইউরো ব্যয় করে এক ‘পারফর্মেন্স সেন্টার' গড়ে তোলার স্বপ্ন দেখছেন বিয়ারহফ৷ সেখানে বেশ কয়েকটি ফুটবল মাঠ ছাড়াও থাকবে ফিটনেস সেন্টার, আহত খেলোয়াড়দের সুস্থ করে তোলার ব্যবস্থা৷ দৌড়ানোর ট্র্যাক ও এক মিডিয়া সেন্টারও থাকতে পারে এই কেন্দ্রে৷ জাতীয় দল সেখানে অনুশীলন করবে৷ বুন্ডেসলিগা স্তরের কোচ ও রেফারিদেরও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে৷ অতএব সারা বছর ধরেই কাজে লাগানো যাবে এই কেন্দ্রকে৷

জার্মান জাতীয় দলের জন্য এক কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করবে ‘পারফর্মেন্স সেন্টার'ছবি: picture-alliance/dpa

বেশ কয়েক বছর ধরে বিয়ারহফ এই প্রকল্পের পেছনে দৌঁড়চ্ছেন৷ ফ্রাঙ্কফুর্ট শহরে জার্মান ফুটবল ফেডারেশনের সদর দপ্তর৷ সেখানেই এই কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি৷ অ্যামেরিকায় যেমন এলিট শ্রেণীর জন্য ছোট আকারের বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেকটা সেই আদলেই এক ক্যাম্পাস গড়ে তুলতে চান বিয়ারহফ৷ তবে বর্তমান জাতীয় দলের কথা ভেবে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে না৷ তিনি চান, সেরা ফুটবলার গড়ে তুলতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে এমন এক কেন্দ্র গড়ে তোলা হোক, যার আওতায় একই জায়গায় সব ক্ষমতা একত্র করে উচ্চ মানের খেলা নিশ্চিত করা যায়৷ তবে ২০১৩ সালের আগে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই৷

খেলাধুলার জগতে যেমনটা প্রায়ই দেখা যায়, জার্মানিতেও এই প্রস্তাবকে ঘিরে প্রাতিষ্ঠানিক স্তরে বিতর্ক শুরু হয়ে গেছে৷ কেন্দ্রীয় স্তরে এক ‘পারফর্মেন্স সেন্টার' গঠিত হলে রাজ্যগুলিতে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেগুলির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কর্মকর্তারা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ