1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের দেশে অবহেলিত ক্রিকেট

৭ নভেম্বর ২০১৭

হ্যাঁ, জার্মানি ফুটবলের দেশ৷ এটা সবাই জানে৷ তবে এ দেশে আরো অনেক খেলা আছে যেগুলো জনপ্রিয় এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত৷ কিন্তু ক্রিকেট এখনো পালে হাওয়া পাচ্ছে না৷ অথচ ইউরোপের এ দেশে ক্রিকেট আলোচনায় আছে দীর্ঘদিন ধরে৷

Bildergalerie Cricket Sebastian Vettel
ছবি: Getty Images

হিটলার কি জার্মানিতে ক্রিকেট নিষিদ্ধ করেছিলেন? কেউ বলেন, হ্যাঁ, আর কেউ বলেন, না৷ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কিছুদিন আগে এক প্রতিবেদনে লিখেছে যে, নাৎসি জমানায় ক্রিকেট নিষিদ্ধ ছিল জার্মানিতে, কেননা, তারা চেয়েছিল জার্মানরা অ্যাথলেটিকসে বেশি মনোযোগ দিক৷ আবার ব্রিটিশ গণমাধ্যম ঘাটলে দেখা যায়, ১৯৩৭ সালে নাৎসি জার্মানি সফর করেছিল ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দল৷ আর সেসব প্রতিবেদনে ক্রিকেটের প্রতি হিটলারের অনীহার কথা থাকলেও নিষিদ্ধ করা হয়েছে এমন তথ্য সুনির্দিষ্টভাবে নেই৷

তবে ক্রিকেট যে দীর্ঘদিন ধরেই জার্মানিতে কোনো-না-কোনোভাবে আলোচনায় রয়েছে সেটা ইতিহাস ঘাটলেই বোঝা যায়৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, আলোচনায় থাকা এক ক্রীড়া এ দেশে জনপ্রিয়তা পাচ্ছে না কেন? বিশেষ করে জার্মানি এমন এক দেশ, যে দেশের সরকারের কোনো অর্থাভাব নেই৷ বরং গত কয়েক বছর ধরে বিলিয়ন বিলিয়ন ইউরো খরচের পথ পাচ্ছে না দেশটির সরকার৷ এখান থেকে অল্প কিছু ক্রিকেটের পেছনে ব্যায় করলে কি চলে না? এ কথা জানতে চেয়েছিলাম বাংলাদেশি-জার্মান প্রকৌশলী আদনান সাদেকের কাছে৷ ‘স্টুটগার্ট ক্রিকেট ইগলস' নামের একটি ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি৷ জড়িত আছেন আরো অনেক ক্রিকেট সংগঠনের সঙ্গে৷

Germany: now that's cricket

03:49

This browser does not support the video element.

আদনান আমাকে স্পষ্টতই জানালেন, জার্মান সরকার ক্রিকেটকে এগিয়ে নিতে কোনো ধরনের সহায়তা করে না৷ কেননা, ক্রিকেট অলিম্পিকের অন্তর্ভূক্ত কোনো খেলা নয়৷

তার মানে, অলিম্পিকে অন্তর্ভূক্ত খেলা হলে ক্রিকেট দল জার্মান সরকারের অর্থভাণ্ডার থেকে বড় ধরনের সহায়তা পেতো৷ যেহেতু পাচ্ছে না, তাই বাকি থাকছে বেসরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা৷ সেটাও যে আশানুরূপ নয়, তা-ও আদনানের কথায় পরিষ্কার৷ তিনি জানালেন, জার্মানিতে ক্রিকেটের উপযুক্ত মাঠের অভাব রয়েছে৷ গোটা দেশে অসংখ্য ফুটবল মাঠ থাকলেও শক্ত বলে ক্রিকেট খেলার উপযুক্ত মাঠে আছে মাত্র দু-তিনটি৷ আর বাকি যেসব মাঠে খেলা হয়, সেগুলো আসলে ফুটবল মাঠ৷

Refugee influx leads to German cricket boom

02:17

This browser does not support the video element.

তবে ক্রিকেটের এই দুর্দশায় আশার আলো দেখাচ্ছে জার্মানির অভিবাসী জনগোষ্ঠী৷ বিশেষ করে গত কয়েক বছরে দক্ষিণ এশিয়া থেকে আসা শরণার্থী তরুণদের মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা ক্রিকেটে বেশ পারদর্শী৷ উপযুক্ত সহযোগিতা পেলে এদের মধ্য থেকে আন্তর্জাতিক মানের পেসার, স্পিনার বা ব্যাটসম্যান গড়া সম্ভব৷

কিন্তু প্রশ্ন হচ্ছে, ‘উপযুক্ত সহায়তা' করবে কে? জার্মান জাতীয় দলের কথাই ধরুন৷ এই দলের খেলোয়াড়দের অধিকাংশই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী৷ এদের কেউ এসেছেন লেখাপড়া করতে, কেউ চাকুরি নিয়ে কেউবা শরণার্থী হিসেবে৷ ক্রিকেট তাঁদের কাছে প্যাশন হলেও পেশা নয়৷

আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলে

তারপরও কি কোনো আশা আছে? জার্মানির ক্রিকেট ফেডারেশনের প্রধান নির্বাহী ব্রায়ান মেন্টাল শরণার্থীদের মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছেন৷ কয়েকদিন আগে এক ব্রিটিশ পত্রিকাকে তিনি কিছু তথ্য দিয়েছেন৷ তাঁর হিসেব অনুযায়ী, জার্মানিতে এখন শক্ত বল ব্যবহার করে ক্রিকেট খেলা খেলোয়াড়ের সংখ্যা ছয় হাজারেরও বেশি৷ আর টেপটেনিসে ক্রিকেট খেলছেন আরো কয়েক হাজার মানুষ৷ এসব ক্রিকেটারের ৯৫ শতাংশই হচ্ছে এশীয় বংশোদ্ভূত৷ শুধু তাই নয়, পাঁচ বছর আগে জার্মানিতে ক্রিকেট ক্লাব ছিল ৬০টি, এখন হয়েছে ৩৭০টি৷

ব্রায়ানের এসব পরিসংখ্যান দেখলে কিছুটা আশাবাদী হয়ত হওয়া যায়৷ ক্রিকেটের আন্তর্জাতিক সংগঠন আইসিসি থেকে অল্পবিস্তর আর্থিক সহায়তা পায় ফেডারেশন৷ ইউরোপীয় স্তরে দলটির ছোটখাট কিছু সাফল্যও আছে৷ তবে মূল বাধা সম্ভবত জার্মানির মূল সমাজে ক্রিকেটর গ্রহণযোগ্যতা৷ এ দেশের মানুষের মাঝে জনপ্রিয় না হলে ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল করা সম্ভব হবে না৷ সেক্ষেত্রে আদনান সাদেকের পরামর্শটা গ্রহণ করা যেতে পারে৷ তিনি মনে করেন, স্থানীয় স্কুলগুলোতে ক্রিকেট জনপ্রিয় করার চেষ্টা করতে হবে৷ আর এ জন্য জার্মান ভাষা জানে এমন নিবেদিত ক্রিকেটার এবং কোচের দরকার৷

কেমন লাগলো ব্লগ-পোস্টটি? মন্তব্য লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ