1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে অ-ফুটবলীয় ব্যাপার-স্যাপার

৬ এপ্রিল ২০১৩

ফুটবল মাঠের ভিতরে এবং বাইরে এমন অনেক ঘটনা ঘটে, যা’কে ঠিক ‘স্পোর্ট’ বলা যায় না৷ অথচ ফুটবল যে জীবনের সঙ্গে যুক্ত এবং জীবনেরই অঙ্গ, ঘটনাগুলি যেন তার প্রত্যক্ষ প্রমাণ৷

ছবি: picture-alliance/M.i.S.-Sportpressefoto

রেফারিইং নিয়ে খেলোয়াড়দের এবং ক্লাবেদের অভিযোগ চিরকালের৷ কখনো যুক্তিযুক্ত, কখনো অযৌক্তিক এ'সব অভিযোগ৷ কিন্তু মাঠে রাগারাগি, লাইনের বাইরে কোচদের লম্ফঝম্প, সমর্থকদের দুয়ো, ভাষ্যকারদের মর্জিমতো বিশ্লেষণ ও সমালোচনা, শেষমেষ ফুটবল সমিতির বিচার-বিবেচনা: এ'সব মিলিয়েই তো ফুটবল৷

যেমন গত মঙ্গলবার বার্সেলোনা বনাম পারি সাঁ-জার্মাঁ'র চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালের ম্যাচ৷ খেলা শেষ হয় ২-২ গোলে৷ বার্সা এবার উয়েফা'র কাছে জার্মান রেফারি ভল্ফগাং স্টার্ক'এর রেফারিইং সম্পর্কে রীতিমতো অভিযোগ করে বসে আছে: দু'টি ঘটনা নিয়ে৷

প্রথম ঘটনা: খেলার দ্বিতীয়ার্ধে বার্সার খাবিয়ের মাস্কেরানো এবং জর্দি আলবা যখন পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আছেন, পেনাল্টি এলাকার ভেতরে৷ বার্সার মতে নিয়ম অনুযায়ী রেফারির তখন খেলা রুখে দেওয়া উচিত ছিল৷ স্টার্ক যা করেননি৷

জার্মান রেফারি ভল্ফগাং স্টার্ক'এর রেফারিইং নিয়ে অভিযোগ এনেছে বার্সাছবি: picture-alliance/dpa

আরো বড় কথা, স্টার্ক তাদের মাঠ ছেড়ে লাইনের বাইরে যেতে বাধ্য করেন, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ৷ এই হল বার্সার বক্তব্য৷ এছাড়া পিএসজি'র স্লাটান ইব্রাহিমোভিচ খেলার ৭৯ মিনিটের মাথায় যে গোলটি করেন, তা ছিল অফসাইড থেকে - বলছে বার্সা৷ যুগপৎ বার্সা বলেছে, তারা রেফারির কাজের সমালোচনা করছে না৷ তারা শুধু এই বুনিয়াদি নীতিটা নিশ্চিত করতে চাইছে যে, বিচারকের অন্তত আইনটা জানা থাকা উচিত৷

‘যৌন উৎকোচ'

রেফারি সংক্রান্ত একটি অনেক বড় - খেলার গুরুত্বের বিচারে ছোট - কেলেঙ্কারির খবর এসেছে বৃহস্পতিবার, সিঙ্গাপুর থেকে৷ তিনজন লেবাননি ফুটবল রেফারির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি ম্যাচ ফিক্সিং'এর জন্য উৎকোচ হিসেবে যৌন সান্নিধ্য লাভ করেছেন৷ খেলাটা ছিল বুধবার, এএফসি কাপের খেলা, ট্যাম্পাইন্স রোভার্স'এর সাথে ইস্ট বেঙ্গল'এর৷ ওদিকে বুলগেরিয়ার ফুটবল ইউনিয়ন রেফারিদের ভুলের সংখ্যা যে ক্রমাগত বেড়ে চলেছে, সে ব্যাপারে চিন্তিত৷ এমনকি তারা চারজন রেফারিকে বড় বেশি ভুল করার জন্য সাসপেন্ডও করেছে৷

টুইট করে ফাউল

ওদিকে আধুনিক প্রযুক্তির বাজারে খেলোয়াড়রা খেলার বাইরেও সক্রিয়, অনেক সময় সতীর্থদের বিরুদ্ধেই৷ যেমন ফ্রান্সের অলিম্পিক মার্সেই ক্লাবের ব্রিটিশ মিডফিল্ডার জোয়ি বার্টন তাঁর টুইটে পারি' সাঁ-জার্মাঁ'র ব্রাজিলিয়ান ডিফেন্ডার তিয়েগো সিলভা'কে ‘‘ওভারওয়েট লেডিবয়'' বা ‘ন্যাকা মোটা' বলে অভিহিত করে বিপদে পড়েছেন৷ বার্টন সিলভা'কে ‘‘ট্রান্সসেক্সুয়াল'' বা লিঙ্গপরিবর্তনকারীদের সঙ্গে তুলনা করেন৷ এবং টুইটারে বার্টনের বিশ লাখ অনুসরণকারী সেই টুইট দেখেছে বলে ধরে নেওয়া যায়৷ পিএসজি'র অভিযোগে বার্টনকে এবার ফরাসি ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটির সামনে জবাবদিহি করতে হবে৷

অনেক সময় ফুটবলের চেয়ে দর্শকরাই বেশি আলোচিত হয়ে থাকেছবি: Attila Kisbenedek/AFP/GettyImages

কর্তব্য-অকর্তব্য

তবে নীতি অমান্য করে, নিয়ম ভেঙেও জিরো থেকে হিরো হওয়া যায়৷ গত বুধবার ব্রাজিলের দু'টি দলের খেলা৷ বাঙ্গু দলের ডিফেন্ডার চেলসিনিও একটি ক্র্যাম্প'এর দরুন গোলের পিছনে ট্রিটমেন্ট নিচ্ছিলেন৷ ঠিক তখনই বাঙ্গু'র গোলরক্ষক ভার্গাস অকারণে ড্রিবল করতে গিয়ে বলটি হারান৷ বিপক্ষদল ডুকে দে কাক্সিয়াস'এর ফরোয়ার্ড চাড বস্তুত খালি গোলের দিকে শট নেন৷ কিন্তু চেলসিনিও শোয়া অবস্থা থেকেই লাফিয়ে উঠে, রেফারির তোয়াক্কা না করে গোলের সামনে একটি চমৎকার ঝাঁপ খেয়ে গোলটি বাঁচান৷

ফলে চেলসিনিও'কে লাল কার্ড দেখতে হয় বটে, কিন্তু ডুকে গোল না পেয়ে, পায় একটি ইনডাইরেক্ট ফ্রি-কিক৷ এছাড়া চেলসিনিও'কে পরের ছটি গেমের জন্য ‘ব্যান' করা হয়েছে৷ ট্রাইব্যুনাল বলেছে, চেলসিনিও নাকি স্পোর্টসম্যানশিপ দেখাননি এবং নৈতিকতা বিরোধী আচরণ করেছেন৷ রেফারির অনুমতি না নিয়ে মাঠে ঢোকাটা ছিল তাঁর তৃতীয় অপরাধ৷

মাঝেমধ্যে ফুটবলে অ-ফুটবলীয় কাজটা যে কি এবং কেন, বোঝা শক্ত হয়ে ওঠে, নয় কি?

এসি / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ