1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধ হতে পারে নাইজেরিয়া

৫ জুলাই ২০১৪

ক’দিন আগেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নাইজেরিয়া৷ দেশটি এবার পড়েছে ফুটবল থেকেই ‘বিদায়’ হওয়ার ঝুঁকির মুখে৷ ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে ফুটবলে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা৷

WM 2014 Gruppe F 2. Spieltag Nigeria Bosnien-Herzegowina
ছবি: picture-alliance/empics

ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও ব্রাজিল বিশ্বকাপে কিন্তু খুব খারাপ করেনি নাইজেরিয়া৷ ১৯৯৪ এবং ১৯৯৮ – এর পর এবার তৃতীয়বারের মতো শেষ ষোলোয় উঠেছিল ‘সুপার ঈগল'-রা৷ কিন্তু '৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হারার পরপরই নিজেদের দেশের ফুটবল ফেডারেশন এনএফএফ-এর নির্বাহী কমিটিকে বাতিল করে নতুন নির্বাহীর নিয়োগ দেয় নাইজেরিয়া সরকার৷ ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপ কখনোই বরদাস্ত করেনা ফিফা৷ ফলে নাইজেরিয়ার ক্রীড়ামন্ত্রী ট্যামি দানাগোগো এনএফএফ-র প্রধান প্রশাসক হিসেবে লরেন্স কাটিকেনকে নিয়োগ দেয়ার পর ফিফা জানিয়েছে এই হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারে৷

২০১০ বিশ্বকাপের পরও একই পরিস্থিতির মুখে পড়েছিল নাইজেরিয়ার ফুটবল৷ সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে সত্যিই খুব খারাপ করেছিল নাইজেরিয়া৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ায় সরকার এনএফএফ-এর কমিটি ভেঙে দেয়৷ পাশাপাশি জানানো হয়, পরের দু বছর নাইজেরিয়ার কোনো দল আর আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেবেনা৷ ফেডারেশনের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দিলেও কোনো কাজ হয়নি৷ নিষেধাজ্ঞা যথারীতি বলবৎ হয়ে যায়৷ তারপর প্রেসিডেন্ট গুডলাক জনাথন ফিফার শর্ত মেনে এনএফএফ-এর কমিটি গঠন করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷

এবার কী হবে? আবারও প্রেসিডেন্টের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? নাকি আন্তর্জাতিক ফুটবলে আবার নিষিদ্ধ হবে নাইজেরিয়া? নাইজেরিয়া সরকার কী পদক্ষেপ নেয় তার ওপরই নির্ভর করছে সব৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ