ক’দিন আগেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নাইজেরিয়া৷ দেশটি এবার পড়েছে ফুটবল থেকেই ‘বিদায়’ হওয়ার ঝুঁকির মুখে৷ ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে ফুটবলে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা৷
বিজ্ঞাপন
ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও ব্রাজিল বিশ্বকাপে কিন্তু খুব খারাপ করেনি নাইজেরিয়া৷ ১৯৯৪ এবং ১৯৯৮ – এর পর এবার তৃতীয়বারের মতো শেষ ষোলোয় উঠেছিল ‘সুপার ঈগল'-রা৷ কিন্তু '৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হারার পরপরই নিজেদের দেশের ফুটবল ফেডারেশন এনএফএফ-এর নির্বাহী কমিটিকে বাতিল করে নতুন নির্বাহীর নিয়োগ দেয় নাইজেরিয়া সরকার৷ ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপ কখনোই বরদাস্ত করেনা ফিফা৷ ফলে নাইজেরিয়ার ক্রীড়ামন্ত্রী ট্যামি দানাগোগো এনএফএফ-র প্রধান প্রশাসক হিসেবে লরেন্স কাটিকেনকে নিয়োগ দেয়ার পর ফিফা জানিয়েছে এই হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারে৷
জুয়েল সামাদের চোখে বিশ্বকাপ
ফরাসি বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী জুয়েল সামাদ বিশ্বকাপ চলাকালে ব্রাজিলে ব্যতিক্রমী কিছু ছবি তুলেছেন৷ চলুন বাংলাদেশি এই আলোকচিত্রীর চোখে দেখা যাক এবারের বিশ্বকাপ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জার্সিতে নেইমার
বিশ্বকাপ শুরুর দিন সাও পাওলোতে তোলা ছবি এটি৷ ভক্তদের জন্য তৈরি এসব জার্সির পেছনে লেখা আছে নেইমারের নাম এবং দশ নম্বর৷ ব্রাজিলসহ গোটা বিশ্বেই এখন সুপরিচিত নেইমার৷ বিশ্বকাপ শুরুর দিন ‘এএফপি/গেটি ইমেজেস’-এর জন্য এই ছবিটি তুলেছেন বাংলাদেশি আলোকচিত্রী জুয়েল সামাদ৷ তাঁর তোলা আরো ছবি পাবেন এই ছবিঘরে৷
ছবি: AFP/Getty Images
পুরো পা ট্যাটু করা
পর্তুগালের মধ্যমাঠের খেলোয়াড় রাউল মায়রেলেস-এর ডান পা পুরোটাই ট্যাটুতে ভরা৷ ১৮ই জুন সাও পাওলোতে খেলোয়াড়দের অনুশীলনের সময় ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বিমানবন্দরে প্রতিক্ষা
কলোম্বিয়ার এক ফুটবল সমর্থক তাঁর পরবর্তী গন্তব্যের উড়ালের জন্য ব্রাজিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন৷ তবে তিনি কি মাঠে নাকি বিমানবন্দরে – তা এই পোশাক দেখে বোঝা মুশকিল৷ ছবিটি ১৯শে জুন তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
নখে ব্রাজিল!
বিশ্বকাপ মাঠের এক স্বেচ্ছাসেবী তাঁর নখ রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে৷ ব্রাজিলের কুইয়েবা স্টেডিয়ামে ২০শে জুন ছবিটি তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বোকো হারামকে ঠেকানোর আহ্বান
বিশ্বকাপ ‘কভার’ করতে আসা নাইজেরিয়ার এক সাংবাদিকের টি-শার্টে লেখা ‘ওয়ার্ল্ড ইউনাইটস এগেইনস্ট বোকো হারাম’৷ ব্রাজিলের কুইয়েবায় নাইজেরিয়ার বিপক্ষে বসনিয়া-হ্যারৎসেগোভিনার খেলার দিন ২১শে জুন স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ছবিটি তোলা হয়৷
ছবি: J.Samad/AFP/GettyImages
‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’
বোকো হারাম নাইজেরিয়ায় কয়েক শত স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখেছে৷ তাদের মুক্তির দাবিতে চালু করা হয় হ্যাশট্যাগ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’৷ কুইয়েবায় নাইজেরিয়া এবং বসনিয়া-হ্যারৎসেগোভিনার ম্যাচ চলাকালে গ্যালারিতে ব্যানারটি প্রদর্শন করেন এক ফুটবল ভক্ত৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
প্রতিক্রিয়া
বসনিয়া-হ্যারৎসেগোভিনার মধ্যমাঠের খেলোয়াড় টিনো সুশিচ খেলা শেষে এভাবেই মাঠে শুয়ে পড়েন৷ কুইয়েবায় নাইজেরিয়ার সঙ্গে সে খেলায় ১-০ গোলে হারে তাঁর দল৷ তাই এমন প্রতিক্রিয়া৷ ২১শে জুন ছবিটি তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
অনুশীলনের জন্য ‘ব্রাজুকা’ বল
আর্জেন্টিনার খেলায়াড়দের অনুশীলনের জন্য জড়ো করা বিশ্বকাপের ব্রাজুকা বল৷ পোর্তো আলেগ্রে স্টেডিয়াম থেকে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জন্মদিনে বিশেষ জুতা
নিজের জন্মদিনে বিশেষভাবে তৈরি জুতা পরে অনুশীলনে অংশ নেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি৷ বিশ্বকাপের কারণে ২৭তম জন্মদিনটি এবার ব্রাজিলেই উদযাপন করেছেন তিনি৷ পোর্তো আলেগ্রের স্টেডিয়ামে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
এমেনিকার অনুশীলন
পোর্তো আলেগ্রেতে অনুশীলনের সময় এভাবেই ক্যামেরাবন্দি হন নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ইমানুয়েল এমেনিকে৷ এ ছবিটিও ২৪শে জুন তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
আলোকচিত্রী জুয়েল সামাদ
আলোকচিত্রী জুয়েল সামাদ বেশ কয়েক বছর ধরে বার্তা সংস্থা এএফপিতে চাকরি করছেন৷ বর্তমানে তিনি মূলত হোয়াইট হাউজে প্রেসিডেন্টের ইভেন্ট কভার করার দায়িত্বে আছেন৷ ছবিতে মেয়ে আইয়ানের সঙ্গে রয়েছেন সামাদ৷
ছবি: Farjana khan
11 ছবি1 | 11
২০১০ বিশ্বকাপের পরও একই পরিস্থিতির মুখে পড়েছিল নাইজেরিয়ার ফুটবল৷ সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে সত্যিই খুব খারাপ করেছিল নাইজেরিয়া৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ায় সরকার এনএফএফ-এর কমিটি ভেঙে দেয়৷ পাশাপাশি জানানো হয়, পরের দু বছর নাইজেরিয়ার কোনো দল আর আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেবেনা৷ ফেডারেশনের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দিলেও কোনো কাজ হয়নি৷ নিষেধাজ্ঞা যথারীতি বলবৎ হয়ে যায়৷ তারপর প্রেসিডেন্ট গুডলাক জনাথন ফিফার শর্ত মেনে এনএফএফ-এর কমিটি গঠন করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷
এবার কী হবে? আবারও প্রেসিডেন্টের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? নাকি আন্তর্জাতিক ফুটবলে আবার নিষিদ্ধ হবে নাইজেরিয়া? নাইজেরিয়া সরকার কী পদক্ষেপ নেয় তার ওপরই নির্ভর করছে সব৷