1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ভবিষ্যৎ

চুক পেনফোল্ড/এপিবি৪ আগস্ট ২০১৪

বড়দের বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে জার্মানির অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি ইউরোপ সেরা হয়েছে৷ ফলে জার্মানিকে যে ভবিষ্যতে নতুন প্রতিভার সংকটে পড়তে হবে না, সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় কোচ ইওয়াখিম ল্যোভ৷

U 19 EM Deutschland Nationalmannschaft
ছবি: Attila Kisbenedek/AFP/Getty Images

বুন্ডেসলিগা ক্লাব ব্রেমেনের স্ট্রাইকার ডাফি জেলকে জার্মানির ফুটবল দলের সবচেয়ে উজ্জ্বল তারকা হতে পারেন ভবিষ্যতে৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ২০ মিনিটের মধ্যেই একটি গোল করেন তিনি৷ এই চ্যাম্পিয়নশিপে মোট ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ১৯ বছর বয়সি জেলকে৷ তবে বুন্ডেসলিগায় এখনো তেমন চমক দেখাতে পারেননি তিনি৷

ডাফি জেলকেছবি: FERENC ISZA/AFP/Getty Images

মার্ক স্টেনডেরা

আইনট্রাখট ফ্রাংকফুর্টের মিডফিল্ডার মার্ক স্টেনডেরা ইউরোতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন৷ তাই বুন্ডেসলিগার আগামী মৌসুমে তিনি আরো একটু বেশি সময় খেলার সুযোগ পাবেন বলে আশা করছেন৷

লেভিন ও্যজটুনালি

গত মৌসুম শুরুর আগে বায়ার লেভারকুজেনের জন্য হামবুর্গ ছেড়েছিলেন মিডফিল্ডার ও্যজটুনালি৷ ইউরো চ্যাম্পিয়নশীপে তাঁর পারফর্মেন্স হয়ত বুন্ডেসলিগায় তাঁর কোচের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে৷ ও্যজটুনালি কিংবদন্তি হামবুর্গ খেলোয়াড় এবং জার্মানির স্ট্রাইকার উভে জেলার নাতি৷

হানি মুক্তার

মধ্যমাঠের খেলোয়াড় হানি মুক্তার ইউরো চ্যাম্পিয়নশীপে মোট দুটি গোল করেন৷ এছাড়া সেমিফাইনাল ম্যাচের শুরুতেই তিনি অস্ট্রিয়ার জালে বল জড়িয়েছিলেন, কিন্তু রেফারি সেটি নাকচ করে দেন৷

নিকলাস স্টার্ক

ইউরোতে জার্মানির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন নিকলাস স্টার্ক৷ বুন্ডেসলিগায় তিনি ন্যুরেমবুর্গের হয়ে খেলেন৷ দুই বছর আগে অনূর্ধ্ব-১৭ ফাইনালে নেদারল্যান্ডস এর বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে দলের হারের অংশীদার ছিলেন তিনি৷

নেটমিন্ডার অলিভার স্নিৎসলার

বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগের দল আলেন-এর হয়ে খেলেন গোলরক্ষক স্নিৎসলার ৷

কেভিন আকপোগুমা

ডিফেন্ডার হলেও কেভিন আকপোগুমা এরই মধ্যে বুন্ডেসলিগায় হফেনহাইমের হয়ে একটি গোল করেছেন৷ ২০১২ সালে ইউরো অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে হল্যান্ডের বিপক্ষে জার্মানির ফাইনালের দলেও ছিলেন তিনি৷

ইয়ুলিয়ান ব্রান্ট

বায়ার লেভারকুজেনের ইয়ুলিয়ান ব্রান্ট জার্মানির আরেকজন তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত হচ্ছেন৷ ১২টি ম্যাচ খেলে এরই মধ্যে বুন্ডেসলিগায় দুটি গোল করে ফেলেছেন৷ এমনকি ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের স্বাদও পেয়ে গেছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ