1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্রেফ সময়ের ব্যাপার’

২০ আগস্ট ২০১৩

তিনবার বিশ্বকাপ এবং ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন তারা৷ ফুটবলে জার্মানির অতীত খুবই উজ্জ্বল, বর্তমানও আশা জাগানিয়া৷ তবে মিরোস্লাভ ক্লোসে মনে করেন জার্মানি শুধু আশাই জাগাবে না, শিগগির সেরা সাফল্যও তুলবে ঘরে৷

ROME, ITALY - NOVEMBER 11: Miroslav Klose of Lazio celebrates after scoring the 2-1 goal during the Serie A match between S.S. Lazio and AS Roma at Stadio Olimpico on November 11, 2012 in Rome, Italy. (Photo by Giuseppe Bellini/Getty Images)
ছবি: Getty Images

১৯৫৪, ১৯৭৪ এবং ১৯৯০ – বিশ্বকাপে এই তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ইউরোপ সেরা হয়েছে ১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬ সালে৷ লক্ষ্য করার বিষয় হচ্ছে, গত ১৬ বছরে একবারও বিশ্বকাপ বা ইউরোপিয়ান কাপ জিততে পারেনি ব্রাজিল আর ইটালির পর সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দলটি৷ বিশ্বকাপে তাদের সার্বিক অর্জনের তুলনা চলে শুধু ব্রাজিলের সঙ্গে৷ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ চারে উঠেছে ১০ বার, জার্মানি ১২ বার৷

সাম্প্রতিক সময়ে ওই শেষ চার, অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত কোনোরকমে উঠলেও চূড়ান্ত সাফল্য একবারও পায়নি৷ মিরোস্লাভ ক্লোসে এক সাক্ষাৎকারে বলেছেন, ২০১৮ বিশ্বকাপের মধ্যে যে জার্মানি বিশ্ব কাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাঁর৷ জার্মানির ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ‘কিকার'-এ সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি ফুটবলার বলেছেন, ‘‘আমরা অবশ্যই (প্রতিটি আসরেই) শেষ পর্যন্ত যেতে চাই৷ আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পরবর্তী কয়েকটি আসরের কোনোটিতে অবশ্যই আমরা প্রথম হবো৷''

আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপেই জার্মানি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বলে মনে করেন ক্লোসে৷ তা যদি না-ও হয়, তাহলে ২০১৮ সালের মধ্যে বিশ্বকাপ বা ইউরোপিয়ান কাপ ফিলিপ লামের দল জিতবে বলেই তাঁর ধারণা৷ ব্রাজিল বিশ্বকাপের পর থেকে ২০১৮ সালের মধ্যে একটি বিশ্বকাপ এবং একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হবে৷ ২০১৬ সালে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর হবে ফ্রান্সে৷ দু'বছর পর রাশিয়ায় বিশ্বকাপ৷ এই তিন আসরের যে কোনো একটিতে তাঁর দেশ চ্যাম্পিয়ন হবে মনে করলেও ক্লোসে জানেন ব্রাজিল বিশ্বকাপের পর তাঁর জার্মান দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ বয়স ৩৫ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়ের দিকেই এগোচ্ছেন কাইজার্সলাউটার্ন, ভ্যার্ডার ব্রেমেন এবং বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্ডেসলিগায় খেলা ক্লোসে৷ এ মু্হূর্তে খেলছেন ইটালিয়ান লিগে, লাৎসিওর হয়ে৷ চুক্তির মেয়াদ এ বছরই শেষ৷ তারপর আবার বুন্ডেসলিগাতেই ফিরতে চান মিরোস্লাভ ক্লোসে৷

এসিবি / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ