1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রীড়াজগতে অর্থবল

২৮ মার্চ ২০১৪

কোনো এজেন্ট, ব্যবসায়ী বা বিনিয়োগ কোম্পানির দ্বারা খেলোয়াড়দের কেনার বিষয়টা ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে এবং অর্থ তৈরির এই প্রক্রিয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাটিনি৷

উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাটিনিছবি: picture-alliance/dpa

বিশ্বব্যাপী খেলোয়াড় কেনা এবং হাতবদলের এই প্র্যাকটিস বা অভ্যাস যাতে বদলানো হয়, তার জন্য ফিফার দৃষ্টি আকর্ষণ করেন প্লাটিনি৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ যে ‘থার্ড পার্টি ওনারশিপ' বন্ধ করেছে, তার প্রশংসা করেন তিনি৷ কাজাখস্তানে ৩৮তম উয়েফা কংগ্রেসের অধিবেশনের উদ্বোধনীতে প্লাটিনি বলেন, বিভিন্ন কোম্পানির মাধ্যমে খেলোয়াড়দের এই দলবদল ফুটবলের ক্ষেত্রে একটা বড় হুমকি৷

তাঁর বক্তব্যের সময় সামনের আসনে বসেছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷ প্লাটিনি বলেন, ফিফা যদি এ ব্যাপারে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, ইউরোপের প্রতিযোগিতার সময় তারা এই ইস্যুটি উপস্থাপন করবেন৷ তিনি জানান, ‘‘উয়েফা নির্বাহী কমিটি এরই মধ্যে এ ব্যাপারে তাদের অবস্থান জানিয়েছে এবং আমরাও বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে ভাবছি৷''

অর্থবল ফুটবলের স্পিরিট নষ্ট করে দিচ্ছে কি?ছবি: Fotolia

প্লাটিনি বলেন, ‘‘এতে প্রতিযোগিতার বিশুদ্ধতা এবং ফুটবলের ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে৷ ক্লাবগুলোর অর্থ বাণিজ্য এবং মানব মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যখন আমি খেলতাম, তখন দেখেছি যে সব খেলোয়াড় বিভিন্ন ক্লাবের হয়ে খেলতো তারা নিজেদের স্বাধীনতাকে উপভোগ করত না৷ বর্তমানে খেলোয়াড়রা ক্লাবদের সম্পত্তি না হলেও এর চেয়েও খারাপ একটা কিছু ঘটছে, যা ফুটবলের জন্য ভয়াবহ৷ কেননা এসব খেলোয়াড় বিভিন্ন কোম্পানির কাছে দায়বদ্ধ থাকছে অথবা অজানা কোনো এজেন্ট বা বিনিয়োগ কোম্পানি তাদের পরিচালিত করছে৷''

এসব এজেন্ট এবং কোম্পানি নিজেদের লাভের জন্য বছর বছর ফুটবলারদের এক ক্লাব থেকে অন্য ক্লাবে স্থানান্তর করছে, এমনকি ঠিক করে দিচ্ছে কবে তারা অবসর নেবে৷ ফলে খেলোয়াড়দের কোনো স্বাধীনতা থাকছে না এবং তারা নিজের মত করে খেলাটা উপভোগ করতে পারছে না বলে জানান প্লাটিনি৷

প্লাটিনি বলেন, ‘‘ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই হুমকিটা টের পেয়েছে এবং এ ধরনের ‘থার্ড পার্টি ওনারশিপ' নিষিদ্ধ করেছে৷ তবে এটা একটি বৈশ্বিক সমস্যা এবং বিশ্ব পর্যায়ে এটি পৌঁছে দেয়া উচিত৷''

ফিফা প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, সময় এসেছে খেলোয়াড়দের হাত বদলের পেছনে যে সব কমিটি ও উপ কমিটি রয়েছে, তাদের খুঁজে বের করা এবং তাদের এই প্রক্রিয়াটি বন্ধ করা৷ উয়েফার ৬০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আয়োজন ছিল, যেখানে প্লাটিনি বলেন, ভবিষ্যতের খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দিতে এখনই থার্ড পার্টি ওনারশিপ বন্ধের উদ্যোগ নিতে হবে৷

এপিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ