1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল: এক নম্বরে স্পেন, ১৬৬ নম্বরে বাংলাদেশ

১৬ এপ্রিল ২০১১

বিশ্ব ফুটবলে শীর্ষ কে? উত্তর: স্পেন৷ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সদ্য প্রকাশিত ব়্যাংকিং-এ এই তথ্যই উঠে এসেছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং এরপরেই আছে ব্রাজিল৷

স্পেন, ফুটবল, বিশ্বকাপ
গত বিশ্বকাপে স্পেনের সাফল্য ছিল সেরাছবি: AP

গত ১৩ই এপ্রিল প্রকাশিত এই তালিকায় ১৮৫৭ পয়েন্ট নিয়ে স্পেন সেরা হলো আবারো৷ তবে বিশ্বকাপ জয়ী এই দেশের পয়েন্ট কিছুটা কমেছে৷ অর্থাৎ ১১ মার্চ প্রকাশিত ফিফার ব়্যাংকিং-এর চেয়ে তাদের কমেছে ২৩ পয়েন্ট৷ নেদারল্যান্ডস-এর কমেছে ২৮ পয়েন্ট৷ আর ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ এই যে এই দলটির বেড়েছে ১৪ পয়েন্ট৷ চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি, পঞ্চম আর্জেন্টিনা৷ এরপর দশ নম্বর পর্যন্ত আছে যথাক্রমে ইংল্যান্ড, ঊরুগুয়ে, পর্তুগাল, ইটালি এবং ক্রোয়েশিয়া৷

বিশ্বকাপ হাতে স্প্যানিশ দলছবি: AP

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় শীর্ষে আছে মালদ্বীপ, তাদের অবস্থান ১৪৩৷ মোট পয়েন্ট ১৪৬৷ গত মার্চ মাস প্রকাশিত ব়্যাংকিং এর তুলনায় তারা ১৮ ধাপ এগিয়েছে৷ এরপর আছে ভারত, তারা ১৪৬ নম্বরে৷ আগের চেয়ে এক ধাপ নীচে নেমেছে তারা৷ নেপালের অবস্থান এরপর৷ তারা বিশ্ব আসরের ব়্যাংকিং-এর ১৫০তম দেশ৷ মিয়ানমার ১৬১ নম্বর অবস্থানেই রয়ে গেছে, কোন পরিবর্তন হয়নি৷ আট ধাপ উপরে উঠে বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৬৬, মোট পয়েন্ট ৮৬৷ আগের চেয়ে পয়েন্ট বেড়েছে ২৬৷ পাকিস্তান রয়েছে বাংলাদেশের দুই ধাপ পরেই, ১৬৮ নম্বরে৷ মোট পয়েন্ট ৭২৷ আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১৬৷ শ্রীলংকা এবং আফগানিস্তান রয়েছে তারপরই৷ এই দুই দেশের অবস্থান যথাক্রমে ১৭৩ এবং ১৭৪৷ ভুটান রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নীচের অবস্থানে৷ তাদের বতর্মান অবস্থান ১৯৬ নম্বরে৷

পৃথিবীর তাবৎ ফুটবল খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে নীচে, অর্থাৎ ২০২ নম্বরে আছে পাপুয়া নিউগিনির নাম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: বিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ