1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল ও সমকামিতা

নুরুননাহার সাত্তার১৯ জুলাই ২০১৩

জার্মান ফুটবল ফেডারেশন – ডিএফবি তার ইন্টারনেট পাতায় সম্প্রতি ‘ফুটবল ও সমকামী’ শিরোনামে একটি তথ্য পুস্তিকা প্রকাশ করেছে৷ যাতে দেয়া তথ্য আগামীতে সমকামী পুরুষ ও মহিলা ফুটবল খেলোয়াড়দের কাজে লাগতে পারে৷

ছবি: picture alliance/dpa

এই পুস্তিকাটিতে স্থান পেয়েছে সমকামিতা সম্পর্কে নানা তথ্য এবং বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে৷ দেওয়া হয়েছে সমকামীদের যোগাযোগের জন্য ঠিকানা – অর্থাৎ যে বিষয়টি নিয়ে এতোদিন  খোলাখুলিভাবে আলোচনা করা নিষিদ্ধই ছিলো৷

জার্মান ফুটবল ফেডারেশন থেকে সমকামিতা সম্পর্কে স্পষ্ট মনোভাব প্রকাশ করার কথা বলা হয়েছে৷ ‘‘কোনো খেলোয়াড় যদি সমকামী হয় এবং সে যদি সরাসরি তার সমকামিতার কথা জানায়, তাহলে অবশ্যই সে ফুটবল ফেডারেশন থেকে সমর্থন পাবে'৷ একথা জানিয়েছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ার্সবাখ তাঁদের ফেডারেশন থেকে প্রকাশিত তথ্য পুস্তিকাটিতে৷ তাঁর পৃষ্ঠোপোষকতায় প্রকাশিত এই পুস্তিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন ফুটবল ফ্যান গবেষক গ্যুন্টার এ পিলৎস৷

ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ার্সবাখ (ফাইল ফটো)ছবি: dapd

সমকামীতা সম্পর্কে জার্মানির আইনমন্ত্রী সাবিনে লয়েটহয়সার শ্নারেনব্যার্গার জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ এবং জাতীয় দলের খেলোয়াড়দের, ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে' বা সমকামী দিবসে অংশগ্রহণের পক্ষে মত প্রকাশ করেন৷ ‘‘২০১৪ সালে জার্মান ফুটবল ফেডারেশন থেকে যদি নিজস্ব একটি গাড়ি সাজিয়ে নিয়ে আলাদাভাবে সমকামী দিবসে অংশগ্রহণ করে, তাহলে খুবই ভালো হবে – যা দৃষ্টান্ত হয়ে থাকবে৷'' আইনমন্ত্রী সম্প্রতি একথা খেলাধুলা বিষয়ক পত্রিকা ‘স্পর্ট বিল্ড'-কে বলেন৷

সমকামিতা সম্পর্কে মহিলা জাতীয় দলের গোলরক্ষক নাদিন আঙারার বলেন, আমি সমকামী ফুটবল খেলোয়াড়দের পরামর্শ দেবো যে, ‘‘আপনাদের এ সম্পর্কে যে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া থাকলে তা সরাসরি খুলে বলুন৷ কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখা৷'' নাদিন নিজে একজন সমকামী এবং সে কথা তিনি ২০১১ সালে  খোলাখুলিভাবে ‘স্পর্ট বিল্ড'-এর মাধ্যমে জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ