1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল কিংবদন্তি ইউসেবিও ৭০ বছরেও সমান জনপ্রিয়

২৫ জানুয়ারি ২০১২

পর্তুগালের বিশ্বখ্যাত ফুটবলার ইউসেবিও দা সিলভা ফেরেইরার আজ জন্মদিন৷ তাঁর বয়স ৭০ হল৷ ৩৫ বছর বয়সে তিনি ফুটবলের মাঠ থেকে নিজেকে সরিয়ে নেন৷

Portuguese soccer legend Eusebio da Silva Ferreira
৭০ বছরে পা দিলেন ইউসেবিওছবি: dapd

১৯৬৬ সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিলেন ইউসেবিও৷ হয়েছিলেন টপ স্কোরার৷ শারীরিক শক্তি, ক্ষিপ্রতা এবং নিখুঁত শট – ইউসেবিও ছিলেন এই তিনের সমাহার৷ ইউসেবিওকে বলা হত ‘দ্য ব্ল্যাক প্যান্থার'৷

১৯৪২ সালের ২৫শে জানুয়ারি মোজাম্বিকের রাজধানি মাপুটোয় জন্মগ্রহণ করেন ইউসেবিও৷ ছোটবেলা থেকেই তিনি ফুটবল খেলতেন৷ তার প্রতিভা চোখে পড়ে বেনিফিকা লিসবন ফউটবল ক্লাবের একজন ট্যালেন্ট স্কাউটের৷ ইউসেবিও তখন টিন-এজার৷ তিনি খেলছিলেন স্পোর্টিং লরেনকোর পক্ষ হয়ে৷ তখন তাকে গোপনে লিসবনে নিয়ে আসা হয়৷ সেটা ১৯৬০ সাল৷ এরপর আর পেছন ফিরে দেখা নয়৷ অসাধারণ ক্ষিপ্র গতিতে শুধুই এগিয়ে যাওয়া৷

বেনিফিকার পক্ষ হয়ে ৩৩৮টি গোল করেছিলেন ইউসেবিও৷ ১৯৬২ সালের চ্যাম্পিয়ন্স কাপ ফাইনালে বেনিফিকো রেয়াল মাদ্রিদকে ৫-৩ গোলে হারায়৷ জিতে নেয় কাপ৷ ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে পর্তুগাল৷ আর তা সম্ভব হয়েছিল ইউসেবিও-র কল্যাণে৷

পেলে’র সঙ্গে ইউসেবিওছবি: AP

ইউসেবিও-র প্রতি সম্মান দেখাতে দো লুজ স্টেডিয়ামের বাইরে ইউসেবিও-র একটি ব্রোঞ্জ মুর্তি স্থাপন করা হয়৷

প্রশ্ন উঠতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কী কখনো ইউসেবিও-র মত একজন হয়ে উঠতে পারেন? পর্তুগালের ক্রীড়া সাংবাদিক পেদ্রো ভাস্কো জানান , না তা কিছুতেই সম্ভব নয়৷ তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো এবারের ইউরো কাপে চমক দেখানোর চেষ্টা করবেন কিন্তু তা কখনোই ইউসেবিও-র সমতুল্য হবে না৷ তিনি আরো জানান, ফিগো এবং রোনাল্ডোকে যদি একসঙ্গে মেলানো হয় তাহলে হয়ত বেরিয়ে আসবে আরেকটি ইউসেবিও৷

৭০ তম জন্মদিনে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিরিবিলিতে সময় কাটছে ইউসেবিও'র৷ কোন হৈ চৈ নয় শান্তভাবে এই দিনটি পার করতে চেয়েছেন ইউসেবিও দা সিলভা ফেরেইরা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ