1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল জগতে ডোপিং সমস্যা নয়: ফিফা

৫ আগস্ট ২০১৩

অ্যাথলেটিক্স, সাইক্লিং-এর মতো ক্রীড়াজগত যখন ডোপিং সমস্যায় জর্জরিত, তখন ফিফা জানালো যে ফুটবলে ডোপিং কোনো বড় সমস্যা নয়৷ তবে এ বিষয়ে সতর্ক থাকতে একাধিক ব্যবস্থা নিচ্ছে এই সংগঠন৷

ছবি: picture-alliance/dpa

‘ট্যুর দ্য ফ্রঁস' সাইক্লিং প্রতিযোগিতা আর তার আগের গরিমায় নেই৷ মুখ ফিরিয়ে নিয়েছে বড় বড় স্পনসর, কমে গেছে মাতামাতি৷ ল্যান্স আর্মস্ট্রং-এর স্বীকারোক্তির পর গোটা জগতটাই যেন বদলে গেছে৷ অ্যাথলেটিক্স-এর জগতও থেকে থেকে কেঁপে উঠছে ইউসেন বোল্ট-এর মতো তারকাদের ডোপিং-এ অভিযোগে৷ ফলে অনেক মানুষ আগ্রহ হারাচ্ছেন৷

এমন পরিস্থিতিতে ফিফার চিফ মেডিকাল অফিসার জিরি দ্ভোরশাক দাবি করেছেন, ফুটবল জগত মোটামুটি ‘ক্লিন' রয়েছে৷ সেখানে ডোপিং-এর ঘটনা অনেক কম৷ ১৯৯৪ সালের বিশ্বকাপের সময় আর্জেন্টিনার তারকা দিয়েগো মারাদোনা ডোপিং-এর দায়ে ধরা পড়ার পর আর কোনো বড় ঘটনা ঘটেনি, মানে অন্য কোনো বড় খেলোয়াড় ধরা পড়েননি৷ দ্ভোরশাক-এর দাবি, ধরা পড়েননি, কারণ খেলোয়াড়রা সত্যি ডোপিং-এর পথ ধরেননি৷ ফিফার ওয়েবসাইটে তিনি আরও বলেন, ফুটবল জগতে কোনো সংগঠিত ডোপিং ঘটছে না৷

তা সত্ত্বেও ডোপিং সম্পর্কে মোটেই উদাসীন নয় ফিফা৷ জিরি দ্ভোরশাক মনে করিয়ে দিয়েছেন যে, প্রতি বছর প্রায় ৩০,০০০ স্যাম্পলিং করা হয়৷ ৭০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে ডোপিং পজিটিভ ফল পাওয়াও যায়৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার কারণ গাঁজা বা কোকেন সেবন৷ কয়েকটি ক্ষেত্রে অ্যানাবোলিক স্টেরয়ড-ও পাওয়া যায়৷ তবে এ সবই বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন দ্ভোরশাক৷

উল্লেখ্য, ফিফা গত ফেব্রুয়ারি মাস থেকে খেলোয়াড়দের বায়োলজিকাল প্রোফাইলিং শুরু করেছে৷ গত জুন মাসে কনফেডারেশনস কাপে তা পরীক্ষাও করা হয়েছে৷ আগামী বছরের বিশ্বকাপেও তা প্রয়োগ করা হবে৷ এরপর অন্যান্য প্রতিযোগিতা ও সংগঠনগুলিকেও এই কাজে উৎসাহ দেওয়া হবে বলে জানান ফিফার চিফ মেডিকাল অফিসার জিরি দ্ভোরশাক৷

সম্প্রতি বিশ্বকাপ কোয়ালিফায়িং পর্যায়ে একটি ম্যাচে ডোপিং-এর একটি ঘটনা ধরে পড়ে৷ হন্ডুরাস-এর বিরুদ্ধে ম্যাচে জামাইকার এক খেলোয়াড়-এর রক্ত পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া যায়৷ তবে তাতে বিশেষ লাভ হয়নি৷ জামাইকা ম্যাচটি ০-২ গোলে হেরে যায়৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ