1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল-প্রেমী এক সাহিত্যিক

২৯ মে ২০১২

নাম মরিটজ রিনকে৷ জাতিতে জার্মান, বয়স চুয়াল্লিশ৷ ইউরো ২০১২'র আগে একটি বই প্রকাশ করেছেন, যার শীর্ষক হল: ‘‘মেটসেল্ডার তখন মের্টেসআকার'কে বললেন...''৷ বইটি ‘ফুটবলকে প্রেম নিবেদনের বিভিন্ন নিদর্শনের' এক সংকলন৷

ছবি: AP

মরিটজ রিনকে পেশায় কথাসাহিত্যিক, একাধিক পুরস্কারও পেয়েছেন৷ ওদিকে তিনি নিজেকে বলেন, ফুটবল-পাগল৷ এককালে নাকি জাতীয় দলের গোলরক্ষক হবার স্বপ্ন দেখতেন৷ রিনকে গত দশ বছরে ফুটবল সম্পর্কে যা কিছু লিখেছেন, তা সে কবিতাই হোক আর পত্র-পত্রিকাতেই হোক, তাই জড়ো করে তাঁর এই সর্বাধুনিক সংকলন বা ফুটবলের প্রতি প্রেমপত্র৷

রিনকে'র বইতে উদ্ভট অনেক কিছুই ঘটে: যেমন লিগ চ্যাম্পিয়নশিপের শিল্ড কিংবা জার্মান কাপ নিজেরাই কথা বলে৷ কিন্তু বইটির আসল আকর্ষণ হল নিঃসন্দেহে জার্মান একাদশের মাঝমাঠের নোঙর বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের এক পর্যায় কাল্পনিক প্রেমের চিঠি৷

সোয়াইনস্টাইগার আর ফুটবলপ্রেমী ম্যার্কেলছবি: picture-alliance/dpa

শোয়াইনস্টাইগার তখন ২০১০'এর বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায়৷ ম্যার্কেল কখনো তাঁকে পেশির ব্যথার জন্য আর্নিকা লাগাতে বলছেন৷ কখনো আবার ম্যার্কেলকে শোয়াইনস্টাইগারের বান্ধবী সারা ব্রান্ডনার সম্পর্কে ঈর্ষাকাতর হতে দেখা যাচ্ছে৷ ম্যার্কেল লিখছেন: ‘‘সারা'র দক্ষিণ আফ্রিকা যাওয়ার ব্যাপারে আমার মনোভাব তো তুমি জানো৷ আমি কি ইওয়াখিম'কে ক্যানাডার শীর্ষবৈঠকে সাথে নিয়ে যাই?''

ইওয়াখিম সাওয়ার হলেন আঙ্গেলা ম্যার্কেলের স্বামী৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ