1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের ড্র শুক্রবার

৩ ডিসেম্বর ২০১৩

বিশ্বকাপ শুরু হতে মাত্র সাত মাস বাকি৷ বাছাই পর্ব শেষ৷ এবার প্রথম পর্বে কে কার বিপক্ষে খেলবে তা চূড়ান্ত করার পালা৷ তা ঠিক করতেই শুক্রবার ড্র অনুষ্ঠান৷ ফুটবলপ্রেমী কোটি মানুষ এ অনুষ্ঠান দেখার অপেক্ষায়৷

Members of the Brazilian delegation with Brazil's CBF President Ricardo Terra Teixeira, right, during the bid presentation for the FIFA 2014 World Cup presentation at the FIFA headquarters in Zurich, Switzerland, Tuesday, Oct. 30, 2007. (AP Photo/Anja Niedringhaus)
ছবি: AP

৯০ মিনিটের এ অনুষ্ঠান হবে ব্রাজিলের বাহিয়া শহরের কোস্তা দো সাউইপে-তে৷ সারা বিশ্বে অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারের জন্য ৮০ লাখ ডলার খরচ করছে ফিফা৷ ড্র অনুষ্ঠানে থাকছেন পেলে, জিনেদিন জিদান, লোথার মাথেউসের মতো অনেক সাবেক বিশ্বনন্দিত তারকা ফুটবলার৷ অনুষ্ঠানের খবর পরিবেশনের জন্য থাকছেন ৫ হাজার সাংবাদিক৷ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বিশ্বকাপের প্রতিটি আসরের আগেই এমন আয়োজন করে থাকে যেখানে চূড়ান্ত হয় ফুটবলে শ্রেষ্ঠত্বের সেরা লড়াইয়ের গ্রুপিং৷ অনুষ্ঠানকে ঘিরে বিশ্বব্যাপী থাকে উত্তুঙ্গ আগ্রহ৷ এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়৷

বাছাই পর্ব পেরিয়ে আসা ৩২ দলের নাম লেখা কাগজ রাখা হবে চারটি পাত্রে৷ একেক পাত্র থেকে একটি করে নাম তুলে তুলে ঠিক করা হবে আটটি গ্রুপ৷ প্রথম পাত্রে থাকবে বাছাই আটটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, স্পেন, জার্মানি, বেলজিয়াম আর সুইজারল্যান্ড৷ তার মানে প্রথম রাউন্ডে এই দলগুলো পরস্পরের মুখোমুখি হবে না৷ গত ১৭ অক্টোবর থেকে ফিফা ব়্যাঙ্কিংয়ের অবস্থান অনুযায়ী গড়া এই বাছাই তালিকার বাইরের দলগুলোর নাম থাকবে তিনটি পাত্রে৷ তিনটির একটিতে শুধু ইউরোপের দেশ, একটিতে এশিয়া ও কনকাকাফ (উত্তর, মধ্য অ্যামেরিকা এবং ক্যারিবীয়) অঞ্চলের দেশ আর আরেকটিতে রাখা হতে পারে আফ্রিকার পাঁচটি, দক্ষিণ অ্যামেরিকার দুটি এবং সবচেয়ে খারাপ ব়্যাঙ্কিংয়ের একটি ইউরোপীয় দল (ফ্রান্স)-এর নাম৷

পাত্রগুলোতে যেভাবে যে নামগুলো থাকতে পারে:

বাছাই দেশগুলোর পাত্র : ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, স্পেন, জার্মানি, বেলজিয়াম আর সুইজারল্যান্ড৷

ইউরোপের দেশগুলোর পাত্র : বসনিয়া-হারজেগোভিনা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও রাশিয়া৷

এশিয়া ও কনকাকাফ দেশগুলোর পাত্র : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা, হন্ডুরাস, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র৷

আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের একটি দেশের পাত্র : আলজেরিয়া, ক্যামেরুন, ঘানা, আইভরিকোস্ট, নাইজেরিয়া, চিলি, ইকুয়েডর এবং ফ্রান্স৷

এসিবি/ জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ