1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সহিংসতা

২ ফেব্রুয়ারি ২০১২

মিশরের পোর্ট সাইদ শহরে ফুটবল লিগের খেলার মাঠে সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া৷ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কায়রো৷ সামরিক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের বাণ৷

স্টেডিয়ামে জ্বলছে আগুনছবি: picture alliance/landov

বুধবার বিকেলে পোর্ট সাইদ শহরে খেলা ছিল স্থানীয় ফুটবল দল আল মাসরি এবং রাজধানী কায়রোর আল আহলির মধ্যে খেলা৷ মিশরের সবচেয়ে সফল দল আল আহলি৷ তবে পোর্ট সাইদের মাঠে এদিন আল আহলিকে হারাতে সক্ষম হয় স্থানীয় আল মাসরি দল৷ কিন্তু খেলা শেষ হওয়ার পর খেলার মাঠে ঝাঁপিয়ে পড়ে আল মাসরি দলের সমর্থকরা৷ তারা বিপক্ষ দলের খেলোয়াড় এবং সমর্থকদের উপর হামলা চালায়৷

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই অভিযোগ করেছে যে, এসময় সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা খেলোয়াড়দের বাঁচাতে ব্যারিকেড দিয়ে আলাদা করে রাখার চেষ্টা করলেও হামলাকারীদের প্রতিহত করেনি৷ বরং তারা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ এসময় সহিংসতায় অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে প্রায় এক হাজার ফুটবল দর্শক৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ ইব্রাহিম জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে৷

ভয়ে মাঠ ছাড়ছেন খেলোয়াড়রাছবি: picture-alliance/dpa

ফুটবল খেলার ইতিহাসে এমন শোকাবহ ঘটনায় মিশর জুড়ে শোকের ছায়া নেমেছে৷ দেশটির সামরিক শাসক ফিল্ড মার্শাল মোহামেদ হুসেন তানতাভি এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷ এ ঘটনার প্রকৃত কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশেষ তদন্ত কমিটি গঠনের কথাও জানান তানতাভি৷ এছাড়া তিনি মিশরে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন৷ এ ঘটনার প্রেক্ষিতে মিশরের ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার লিগের খেলা স্থগিত রেখেছে৷ এছাড়া আল আহলি ক্লাবও বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য সকল ক্রীড়া কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে৷

এদিকে, ফুটবল মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে পোর্ট সাইদ নগরীর নিরাপত্তা প্রধান এসাম সামাক'কে বরখাস্ত করা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ঘটনার পরই সামাকের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা মেনা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ