1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

১৪ আগস্ট ২০১২

খেলা শুরুর আগে তাঁরা জাতীয় সংগীত গেয়েছিল কিনা সেটা বিবেচনায় এনে জার্মান খেলোয়াড়দের সম্পর্কে মূল্যায়ন করা উচিত নয়৷ সোমবার একথা বলেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷

German national soccer coach Joachim Loew addresses a news conference in Frankfurt, August 13, 2012. Germany will face Argentina in a friendly soccer match in Frankfurt on Wednesday. REUTERS/Alex Domanski (GERMANY - Tags: SPORT SOCCER)
ছবি: REUTERS

ইউরো ২০১২ ফুটবল আসরের সেমিফাইনালে ইটালির কাছে পরাজয় বরণ করে জার্মানি৷ এরপর থেকে জার্মান দল নিয়ে নানারকম সমালোচনা শোনা যাচ্ছিল৷ সোমবার সেসব সমালোচনার কড়া জবাব দিলেন জার্মান কোচ৷ তিনি বলেন, ‘‘খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া ভালো, কিন্তু এটি দিয়ে একজন খেলোয়াড়ের যোগ্যতা প্রমাণ করা যায় না৷ এবং (কেউ যদি জাতীয় সংগীত না গায়) তাতে প্রমাণ হয় না যে সে সবকিছু উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত নয়৷''

ইউরো কাপে হারার পর খেলোয়াড়দের উদ্দেশ্যে করা কিছু সমালোচনা শুনে হতাশ হয়েছেন জার্মান কোচ৷ তিনি বলেন, ‘‘আমি খেলা বিষয়ক সমালোচনা গ্রহণে রাজি আছি, তবে সেটা নম্রতার সঙ্গে হতে হবে৷ এবং আমি সেগুলো থেকে শিক্ষা নিতে চেষ্টা করি৷ কিন্তু কিছু সমালোচনা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হয়নি৷''

এদিকে, জাতীয় দলের বর্ষীয়ান খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজে সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন জার্মান কোচ৷ ৩৪ বছর বয়সি এই তারকাকে ২০১৪ সালের বিশ্বকাপ পরিকল্পনায় রেখেছেন তিনি৷ ল্যোভ বলেন, ‘‘আমি তাঁর ক্ষেত্রে কোন বয়স সীমা খুঁজে পাচ্ছি না৷ মিরো যদি শারীরীকভাবে সুস্থ থাকে, তাহলে আমি তাকে নিয়ে পরবর্তী দুই বছরের পরিকল্পনা করবো৷ খেয়াল রাখতে হবে, সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার৷''

এখন পর্যন্ত ১২১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশ নিয়ে ৬৪টি গোল করেছেন ক্লোজে৷ ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের বিশ্বকাপকে নিজের চতুর্থ এবং চূড়ান্ত বিশ্বকাপ হিসেবে দেখতে চান তিনি৷ তিনি বলেন, ‘‘আমি যদি সুস্থ থাকি এবং ভালো খেলা প্রদর্শন অব্যাহত রাখতে পারি, তাহলে আমি ২০১৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণের পর ক্যারিয়ারের ইতি টানতে চাই৷''

এআই / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ