1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল-সম্রাট পেলে সত্তরে পা দিচ্ছেন

২৩ অক্টোবর ২০১০

কলকাতায় সত্তরের দশকে কসমস ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন পেলে৷ গোটা বিশ্বে অন্য কোনো ফুটবল খেলোয়াড়কে সম্রাটের আসনে বসানো হয় নি৷ সেই জীবন্ত কিংবদন্তী শনিবার ৭০ বছরে পা দিচ্ছেন৷

পেলেছবি: dpa

১৯৭৭ সালের ২২ সেপ্টেম্বর কলকাতায় মোহন বাগান ক্লাবের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ফুটবল সম্রাট৷ সেই ম্যাচকে ঘিরে যে উৎসাহের সৃষ্টি হয়েছিল, তা নিয়ে আজও কথা হয়৷

জন্মদিনের দিন কী করবেন পেলে? গোটা জীবন ধরে স্পটলাইটে থাকার পর এবার নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে সত্যিকারের অবসর জীবন উপভোগ করতে চান ব্রাজিলের এই তারকা৷ শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চান৷ সংবর্ধনা, সাক্ষাৎকার – এসব থেকে দূরে থাকতে চান৷

১৯৪০ সালের ২৩শে অক্টোবর ব্রাজিলের এক ছোট শহরে জন্ম হয় এডসন আরান্তেস দো নাসিমেন্তুর৷ নিজের নামটা একেবারেই পছন্দের ছিলো না৷ ১৬ বছর বয়স থেকে বাউরু ক্লাবে খেলা শুরু করেন৷ সেখানেই তাঁর নাম রাখা হয় ‘পেলে'৷ তারপর সান্তোস ক্লাব তাঁর প্রতিভা দেখে ডেকে নেয়৷ তারপরের ঘটনা সবার জানা৷ গোটা বিশ্বে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ