1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল স্টেডিয়ামে সম্ভাব্য বোমা হামলা ঠেকিয়েছে পুলিশ

১ এপ্রিল ২০১১

জার্মানির একটি স্টেডিয়ামে সম্ভাব্য এক বোমা হামলা ঠেকিয়ে দিয়েছে পুলিশ৷ আটক করা হয়েছে সন্দেহভাজন ২৫ বছরের এক যুবককে৷ তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী কোন গ্রুপের হাত রয়েছে বলে মনে করেন না পুলিশ কর্তারা৷

বুরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের স্টেডিয়ামছবি: picture alliance/dpa

বৃহস্পতিবার তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায় ডর্টমুন্ডের বুরুসিয়া স্টেডিয়ামে৷ ঐ স্টেডিয়ামটি জার্মান ফুটবলের সবচেয়ে বড় আসর বুন্ডেসলিগার খেলার অন্যতম ভেন্যু৷ জার্মান কেন্দ্রীয় অপরাধ তদন্ত অফিস বা বিকেএ জানিয়েছে, তারা সেই ডিভাইসগুলো নিষ্ক্রিয় করেছে৷ আরও তিনটি ডিভাইস পাওয়া গেছে গ্রেফতারকৃত ঐ যুবকের বাসা থেকে৷

বার্লিনে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী গ্রুপ কিংবা ইসলামপন্থী সন্ত্রাসবাদী সংগঠনের কোন ধরণের যোগসূত্র তারা খুঁজে পাননি৷ ঐ সন্দেহভাজন যুবক এককভাবে এই অপরাধ করেছে৷ তৃতীয় কোন শক্তির কোন মদত রয়েছে বলে তারা মনে করেন না৷

বিকেএ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত জার্মান দূতাবাসে একটি অজ্ঞাতনামা ইমেইল আসে৷ যেখানে লেখা হয় জার্মানিতে অন্তত দুটি সন্ত্রাসী হামলা পরিচালিত হবে৷ এরপরেই সেই ইমেইলদাতার সন্ধানে নেমে যান তদন্তকারীরা৷ পরে কোলন শহরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়৷ এবং তার স্বীকারোক্তি অনুসারে প্রথমে স্টেডিয়ামে এবং পরে তার বাসায় মোট ৬টি বিস্ফোরক ডিভাইস পায় পুলিশ৷

এর আগে গত বছর আটককৃত যুবকটি একটি জার্মান কোম্পানি থেকে চাদা আদায়ের চেষ্টা করেছিলো বলে জানা যায়৷ তবে সেই যুবকের নাম পরিচয় রীতি অনুসারে গোপন রেখেছে কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ