1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুলবাড়িয়ায় দোকান উচ্ছেদ অভিযান বাধার মুখে

৮ ডিসেম্বর ২০২০

গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি মার্কেটে নকশা বহির্ভূতভাবে তৈরি ৯১১টি দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি৷ ব্যবসায়ীদের বাধার মুখে তারা অভিযান শুরু করতে পারেননি৷

ফুলবাড়িয়ায় দোকানিদের বিক্ষোভ
ছবি: bdnews24

পূর্ব ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ উচ্ছেদ অভিযানে গেলে ব্যবসায়ীরা তাদের বাধা দেয়৷ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, অবস্থা বুঝে অভিযান চালাব৷’’ ওই মার্কেটের নকশার বাইরে গিয়ে লিফট, সিঁড়ি, টয়লেটের জায়গা দখল করে এসব দোকান তৈরি করা হয়েছে৷ এরকম ৯১১টি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিস দেওয়া হয়৷

ছবি: bdnews24

মার্কেটের দোকানি রাফসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি প্রায় সাত বছর আগে পনের লাখ টাকা দিয়ে অস্থায়ীভাবে আমি দোকান নিয়েছি, এখন কেন ভাঙচুর হবে৷’’ কাকে টাকা দিয়েছেন জানতে চাইলে তার উত্তর, ‘‘এককভাবে কেউ টাকা নেয়নি, এখানে মার্কেটের ব্যবসায়ী নেতারা আছেন, সিটি কর্পোরেশনের লোকজন আছে৷’’

এই অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন৷ র‌্যাবকেও খবর দেওয়া হয়েছে বলে রাসেল সাবরিন জানান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ