1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রীড়াজগতে ডোপিং

৩০ জানুয়ারি ২০১৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইক্লিস্টদের রক্তের ডোপিং কেলেঙ্কারির নেপথ্য নায়ক স্প্যানিশ ডাক্তার ইউফেমিয়ানো ফুয়েন্টেস বলেছেন, ফুটবল কি টেনিসের মতো স্পোর্টেও তাঁর ব্লাড ডোপিং-এর গ্রাহক ছিল৷

ছবি: picture-alliance/dpa

ফুয়েন্টেস মঙ্গলবার আদালতে বলেন, ‘‘নানা ধরণের খেলাধুলার'' অ্যাথলিটদের সঙ্গে তিনি ‘‘কাজ'' করেছেন৷ ফুয়েন্টেসকে কেন্দ্র করে তথাকথিত পুয়ের্তো কেলেঙ্কারি শুরু হয় সাত বছর আগে৷ তখন স্পেনে স্পোর্টস ডোপিং বেআইনি ছিল না৷ কাজেই তাঁর বিরুদ্ধে জনস্বাস্থ্য হানির মামলা শুরু হল এতোদিন বাদে৷ ফুয়েন্টেস স্বীকার করেছেন যে তিনি অ্যাথলিটদের ব্লাড ট্রান্সফিউশন দিয়েছেন, কিন্তু কাদের, সেটা তিনি বলেননি৷ এর ফলে যে ঐ অ্যাথলিটদের স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকতে পারে, সে কথাও তিনি অস্বীকার করেছেন৷

আদালতের বাইরে ফুয়েন্টেসছবি: picture-alliance/dpa

২০০৬ সালে পুলিশ ফুয়েন্টেসের কাছে ৬০০ ব্যাগ রক্ত পায়৷ সে রক্ত কার ছিল, তার জবাবে ফুয়েন্টেস মাদ্রিদের আদালতে তাঁর চার ঘণ্টার জবানবন্দিতে বলেন: ‘‘সব ধরণের অ্যাথলিটই হতে পারতো, তবে ২০০৬ সালে আমি মূলত সাইক্লিস্টদের সঙ্গে কাজ করতাম৷'' তদন্তকারিরা অবশ্য ৫৮ জন সাইক্লিস্টের নাম দিয়েছেন, যাঁদের মধ্যে জার্মানির ট্যুর দ্য ফ্রঁস বিজয়ী ইয়ান উলরিশ-ও আছেন৷ তখনও ল্যান্স আর্মস্ট্রং-এর সর্বাধুনিক স্বীকারোক্তি সাইক্লিং ও ব্লাড ডোপিং-এর অন্য সব কেলেঙ্কারিকে ছাড়িয়ে যায়নি৷

ফুয়েন্টেস আদালতকে বলেন, ফুটবলার কি বক্সারের মতো অ্যাথলিটরা তাঁর কাছে আসতেন চিকিৎসা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শের জন্য৷ ফুয়েন্টেস তাদের রক্তের ভিস্কোসিটি বা ঘনত্ব পরীক্ষা করে দেখতেন – যাকে বলা হয় হেমাটোক্রিট কাউন্ট৷ লাল রক্তকণিকা বেশি হলে কিছুটা বার করে নিয়ে পরে আবার আগে থেকে তুলে রাখা রক্ত শরীরে ঢুকিয়ে দেওয়া হতো৷ এভাবেই ফুয়েন্টেসের জমানো ব্লাড ব্যাগগুলিতে ক্ষেত্রবিশেষে এরিথ্রোপোয়েটিন বা ইপোর হদিশ পাওয়া যায় – আর্মস্টং-এর ডোপিং ককটেলেও যা ছিল৷

ফুয়েন্টেস অ্যাথলিটদের নাম-ধাম সহ একটি ‘‘ব্লাড ডায়েরি'' রাখতেন৷ সে ব্লাড ডায়েরিতে ডোপিং-এর মহানায়ক ল্যান্স আর্মস্টং-এর নাম ছিল কিনা জানা নেই, তবে আর্মস্ট্রং-এর প্রাক্তন টিম মেট টাইলার হ্যামিল্টন ফুয়েন্টেসের বিরুদ্ধে সাক্ষী হতে চলেছেন৷ ২০০৭ ও ২০০৯ সালের ট্যুর দ্য ফ্রঁস বিজয়ী আলবের্তো কন্টাডর-ও সাক্ষ্য দেবেন৷

তবে একটা নতুন প্রগতি হলো: মামলার মুখ্য বিচারক হুলিয়া সান্তামারিয়া বলেছেন, ডোপিং-এর জন্য মেডিকাল ড্রাগসের ব্যবহার এবং ব্লাড ডোপিং-এর মধ্যে কোনো ফারাক করা হবে না৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ