1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফটওয়্যার মেলা

৪ ফেব্রুয়ারি ২০১২

ফেব্রুয়ারির ২২ তারিখ শুরু হচ্ছে সফটওয়্যারের সবচেয়ে বড় মেলা ‘সফটএক্সপো’৷ বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এণ্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস এর আয়োজক৷

Drei Männer stehen am Freitag (29.02.2008) auf dem Messegelände in Hannover an einem von mehreren Bildschirmsäulen eines Software-Herstellers. Vom 4. bis 10. März 2008 präsentieren rund 5500 Aussteller aus 75 Ländern ihre Produkte auf der CeBIT 2008, der weltweit größten Fachmesse für Computer und Telekommunikation. Die CeBIT 2007 zählte 6153 Aussteller und 480 000 Besucher. Foto: Jochen Lübke dpa/lni +++(c) dpa - Bildfunk+++
ফাইল ছবিছবি: Picture-Alliance /dpa

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই মেলার দশম সংস্করণ৷

জেপি মর্গান আর গোল্ডম্যান স্যাক্স – বিশ্বের দুটো নামকরা ইনভেস্টমেন্ট ব্যাংক৷ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা বেশ আশাবাদী৷ তাই জেপি মর্গানের ‘ফ্রন্টিয়ার ফাইভ' আর গোল্ডম্যান স্যাক্স'এর ‘নেক্সট ইলেভেন' তালিকায় রয়েছে বাংলাদেশের নাম৷ যেসব মানদণ্ড বিচার করে ঐ তালিকাগুলো হয়েছে দক্ষ জনশক্তি তার মধ্যে একটি৷ কথাগুলো বলছিলেন বেসিস'এর সভাপতি মাহবুব জামান৷ তাই এবারের মেলার মূল থিম ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন' অর্থাৎ পরবর্তী প্রজন্ম গড়ে তোলো৷ কেন এই বিষয় নির্ধারণ, সে সম্পর্কে জামান বলছেন, ‘‘গতবারের মেলা থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে, তরুণদের সুযোগ করে দিলে ভবিষ্যতে তারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক ভাল করবে৷ সেজন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইন৷ এবারের মেলার মাধ্যমে সেটাই চেষ্টা করা হবে৷''

জামান বলছেন, স্থানীয় ও আন্তর্জাতিক দুই বাজারকে লক্ষ্য করেই মেলার আয়োজন চলছে৷ আগে দেখা যেত, শুধু বিদেশি কোম্পানিকেই আকর্ষণের চেষ্টা থাকত সবার৷ এখন দিন পাল্টেছে৷ স্থানীয় কোম্পানিগুলোও ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে উঠছে৷ ফলে প্রয়োজন হচ্ছে সফটওয়্যারের৷ বেসিস সভাপতি বলছেন, ‘‘আমরা আশা করছি মেলায় এবার ১৫-১৬টা দেশ অংশগ্রহণ করবে৷''

ছবি: AP

স্থানীয় বাজার ধরার জন্য বিভিন্ন খাতের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে৷ জামান বলছেন, ‘‘তৈরি পোশাক, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সফটওয়্যার ডেভেলপারদের আলোচনা হবে৷''

বর্তমান প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু সমস্যা হচ্ছে ‘পেপ্যাল' পরিষেবার মাধ্যমে টাকা দেবার সুবিধা না থাকা৷ ফলে টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে৷ এ ব্যাপারে বেসিস সভাপতি আশার কথা শুনিয়েছেন৷ তিনি বলছেন, এ বছরের মধ্যেই পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে৷

‘‘কয়েকদিনের মধ্যেই পেপ্যালের একটা প্রতিনিধি দল আসবে৷ বছরের তৃতীয় ভাগ থেকে তারা কার্যক্রম শুরু করতে পারে৷''

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ