সফটওয়্যার মেলা
৪ ফেব্রুয়ারি ২০১২ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই মেলার দশম সংস্করণ৷
জেপি মর্গান আর গোল্ডম্যান স্যাক্স – বিশ্বের দুটো নামকরা ইনভেস্টমেন্ট ব্যাংক৷ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা বেশ আশাবাদী৷ তাই জেপি মর্গানের ‘ফ্রন্টিয়ার ফাইভ' আর গোল্ডম্যান স্যাক্স'এর ‘নেক্সট ইলেভেন' তালিকায় রয়েছে বাংলাদেশের নাম৷ যেসব মানদণ্ড বিচার করে ঐ তালিকাগুলো হয়েছে দক্ষ জনশক্তি তার মধ্যে একটি৷ কথাগুলো বলছিলেন বেসিস'এর সভাপতি মাহবুব জামান৷ তাই এবারের মেলার মূল থিম ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন' অর্থাৎ পরবর্তী প্রজন্ম গড়ে তোলো৷ কেন এই বিষয় নির্ধারণ, সে সম্পর্কে জামান বলছেন, ‘‘গতবারের মেলা থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে, তরুণদের সুযোগ করে দিলে ভবিষ্যতে তারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক ভাল করবে৷ সেজন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইন৷ এবারের মেলার মাধ্যমে সেটাই চেষ্টা করা হবে৷''
জামান বলছেন, স্থানীয় ও আন্তর্জাতিক দুই বাজারকে লক্ষ্য করেই মেলার আয়োজন চলছে৷ আগে দেখা যেত, শুধু বিদেশি কোম্পানিকেই আকর্ষণের চেষ্টা থাকত সবার৷ এখন দিন পাল্টেছে৷ স্থানীয় কোম্পানিগুলোও ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে উঠছে৷ ফলে প্রয়োজন হচ্ছে সফটওয়্যারের৷ বেসিস সভাপতি বলছেন, ‘‘আমরা আশা করছি মেলায় এবার ১৫-১৬টা দেশ অংশগ্রহণ করবে৷''
স্থানীয় বাজার ধরার জন্য বিভিন্ন খাতের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে৷ জামান বলছেন, ‘‘তৈরি পোশাক, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সফটওয়্যার ডেভেলপারদের আলোচনা হবে৷''
বর্তমান প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু সমস্যা হচ্ছে ‘পেপ্যাল' পরিষেবার মাধ্যমে টাকা দেবার সুবিধা না থাকা৷ ফলে টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে৷ এ ব্যাপারে বেসিস সভাপতি আশার কথা শুনিয়েছেন৷ তিনি বলছেন, এ বছরের মধ্যেই পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে৷
‘‘কয়েকদিনের মধ্যেই পেপ্যালের একটা প্রতিনিধি দল আসবে৷ বছরের তৃতীয় ভাগ থেকে তারা কার্যক্রম শুরু করতে পারে৷''
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন