চীনা পণ্যের উপর ১০ শতাংশ হারে মাসুল বসানোর ভাবনা: ট্রাম্প
২২ জানুয়ারি ২০২৫
ফেব্রুয়ারি থেকে চীনের পণ্যের উপর মাসুল বসানোর চিন্তাভাবনা চলছে বলে জানালেন ডনাল্ড ট্রাম্প। ইইইউ-র উপরেও মাসুল বসানোর হুমকি।
বিজ্ঞাপন
ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে চীনের পণ্যের উপর ১০ শতাংশ হারে শাস্তিমূলক মাসুল বসানো নিয়ে প্রশাসন চিন্তাভাবনা করছে। কারণ, চীন থেকে মেক্সিকো ও ক্যানাডা হয়ে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ঢুকছে। ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মাসুল বসানোর কথা জানিয়েছেন।
প্রচারের সময় তিনি অবশ্য বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সময় নষ্ট না করে তিনি এই মাসুল বসাবেন। তবে এবার তিনি ১ ফেব্রুয়ারি থেকে চীনের উপর মাসুল চালু করার কথা বললেন। তিনি ইতিমধ্যেই মেক্সিকো ও ক্যানাডার উপর ২৫ শতাংশ হারে মাসুল বসানোর কথা বলেছেন।
ট্রাম্প জানিয়েছেন, ইইউ ও আরো কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-বৈষম্য আছে। ট্রাম্প বলেছেন, ''ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুবই খারাপ মনোভাব দেখাচ্ছে। তাই তাদের উপর মাসুল বসবে। এভাবেই আপনারা ন্যায় পেতে পারেন।''
ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, ক্যানাডা ও মেক্সিকো যদি বেআইনি অভিবাসীদের অ্যামেরিকায় আসা এবং চীন থেকে ফেন্টানিল আসা বন্ধ না করে, তাহলে তাদের উপরেও মাসুল বসানো হবে।
ট্রাম্পের অভিষেক: কারা ছিলেন উপস্থিত?
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডনাল্ড ট্রাম্প৷ তার এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্বের অনেক রথী-মহারথী৷ উগ্র ডানপন্থিরা সেখানে গুরুত্ব পেয়েছেন বলে সমালোচনা আছে৷
ছবি: Julia Demaree Nikhinson/AP/dpa/picture alliance
ট্রাম্পের পরিবারের সদস্যরা
ডনাল্ড ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও টিফানি, ছেলে ব্যারন, ডনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্পসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শক স্টিফেন মিলার৷
ছবি: SAUL LOEB/REUTERS
ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও শপথ নেন৷ তাকে ট্রাম্পের পপুলিস্ট প্রচারণা ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন’-এর ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়৷ এছাড়া মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন৷
ছবি: Kevin Lamarque/AP/picture alliance
বাইডেন ও বিদায়ী মন্ত্রিসভা
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছিলেন অনুষ্ঠানে৷
ছবি: Roberto Schmidt/AFP/Getty Images
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সাবেক মার্কিন প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন৷ সাবেক প্রেসিডেন্টদের মধ্যে ছিলেন বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ ও বারাক ওবামা৷
ছবি: Julia Demaree Nikhinson/AP/dpa/picture alliance
আলোচিত মাস্ক
ডনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সম্ভবত হয়েছে টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ককে নিয়ে৷ অনুষ্ঠানে তার হাতের একটি বিশেষ ভঙ্গিকে কেউ কেউ ‘হিটলার স্যালুটের’ সঙ্গেও তুলনা করছেন৷ মাস্ক অবশ্য তা অস্বীকার করেছেন৷ ট্রাম্পের মন্ত্রিসভায় বিশেষ দায়িত্ব পালন করবেন এই টেক ব্যবসায়ী৷
ছবি: Mike Segar/REUTERS
টেক জায়ান্ট প্রতিনিধিরা
শুধু মাস্ক নন, ফেসবুকের মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই, অ্যামাজনের জেফ বেজসরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷
ছবি: Saul Loeb/REUTERS
বিদেশি নেতারা
বিদেশি সরকার প্রধানদের মধ্যে ইটালির কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত ছিলেন৷
ছবি: Evelyn Hockstein/REUTERS
সেলিব্রেটি
সেলিব্রেটিদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসির প্রেসিডেন্ট ডানা হোয়াইট বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন৷
ছবি: Andrew Caballero-Reynolds/AFP
8 ছবি1 | 8
হোয়াইট হাউসের বাণিজ্য সংক্রান্ত পরামর্শদাতা পিটার নাভারো মঙ্গলবার সিএনবিসি-কে বলেছিলেন, ক্যানাডা ও মেক্সিকোর উপর ট্রাম্পের মাসুল বসানোর হুমকির কারণ আসলে তাদের চাপে রাখা। যাতে তারা বেআইনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ করে। বেশি পরিমাণ ফেন্টানিলের ফলে প্রতিদিন তিনশর মতো মানুষ মারা যান।
শি-পুটিন কথা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে ভিডিও কলে কথা হলো। ট্রাম্পের শপথগ্রহণের পরের দিনই এই ভিডিও কলে আলোচনা করে তারা জানালেন, দুই দেশ তাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে।